রাবি প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো রাবি প্রশাসনের উদ্যোগে ইফতার, শিক্ষার্থীদের ঢল

প্রথমবারের মতো রাবি প্রশাসনের উদ্যোগে ইফতারের আয়োজন। ছবি : কালবেলা
প্রথমবারের মতো রাবি প্রশাসনের উদ্যোগে ইফতারের আয়োজন। ছবি : কালবেলা

প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী ইফতারির আয়োজন করা হয়েছে। রোববার (০২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইফতারির মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়। প্রথম দিনের ইফতারিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

সরেজমিনে দেখা যায়, আজ আসরের নামাজের পর থেকেই শিক্ষার্থীরা কেন্দ্রীয় মসজিদে আসতে শুরু করেন। এ সময় মসজিদের ভেতরে এবং মসজিদ সংলগ্ন বাগানে তারা ইফতারির জন্য সারিবদ্ধভাবে বসেন। এ ছাড়াও নারীদের জন্য মসজিদের বাগানে আলাদা ইফতারির ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীন বলেন, এরকম ইফতারের আয়োজন করা চ্যালেঞ্জিং। তবুও আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। প্রথমদিনে আমরা প্রায় ৪ হাজার প্যাকেট প্রস্তুত করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই ইফতারের আয়োজন করা হবে। আমরা আশা করি শিক্ষার্থীরা বিষয়টিকে ভালোভাবে গ্রহণ করেছে।

ইফতার আয়োজনে স্বেচ্ছাসেবক ও স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহিম রেজা বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আজকেই প্রথম দেখছি এত উৎসবমুখর পরিবেশে সবার অংশগ্রহণে রমাদান পালন হচ্ছে। প্রশাসনের এমন আয়োজনকে সাধুবাদ জানাই। তবে সামনের দিনগুলোতে প্রশাসনের আরো অংশগ্রহণমূলক আয়োজন আশা করছি।

তবে ইফতারিতে অংশ নিতে আসা অনেক শিক্ষার্থীকেই খালি হাতে ফিরে যেতে দেখা গেছে। অনেকে শুধু পানি পেলেও খাবার পাননি৷ এছাড়াও খাবার বিতরণের সময় শিক্ষার্থীদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। তবে কেউ কেউ আবার প্রশাসনের উদ্যোগকে সাধুবাদও জানিয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার নামে এক ফেসবুক গ্রুপে মো. আতাউল্লাহ বুখারি নামে একজন লেখেন, ‘এত বড় আয়োজন কিন্তু মসজিদের ভেতরে বসা সত্ত্বেও খাবার পৌঁছেনি। পানি দিয়ে ইফতার করলাম। আলহামদুলিল্লাহ।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ নামে এক ফেসবুক গ্রুপে আহমাদ আহসানুল্লাহ ফারহান নামে একজন লিখেছেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বপ্রথম এরকম আয়োজন প্রশাসনের পক্ষ থেকে। ৪-৫ হাজার সংখ্যাটা নেহায়েত কম না। শিক্ষার্থীদেরও আজকে ছিল উপচে পড়া ভিড়। অনেকেই খাবার পায়নি, আবার বেশিরভাগই পেয়েছেন। তবে বিশ্বাস করি আমাদের বিশ্ববিদ্যালয়ের বিবেকবান শিক্ষার্থীরা এটাকে পজিটিভ ভাবেই নেবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-কমিশনের সভায় দাবি উত্থাপিত না হওয়ায় বিচার বিভাগীয় কর্মচারীদের ক্ষোভ

জাল টাকায় ফোন কিনে যুবকের ১৪ বছরের কারাদণ্ড

কোরআন অবমাননা ইস্যুতে হেফাজতের লংমার্চের হুঁশিয়ারি

দেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন হলো টেকনোর পোভা ফাইভজি সিরিজ

অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপোর প্রতিনিধিত্ব করছেন ড. সবুর খান

কোরআন অবমাননা, যা বলছেন আজহারি

তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে পদযাত্রা

ধানমন্ডিতে দরজা ভেঙে মিলল বিএনপি নেতার মরদেহ

যোগ্য প্রার্থী নিয়োগের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

১০

উন্নয়নমূলক কাজে প্রতিযোগিতার আহ্বান সারজিসের

১১

সিলেটে ১ মাসে সড়কে প্রাণ গেছে ৩৫ জনের

১২

জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোটে সবচেয়ে গ্রহণযোগ্য: জামায়াত

১৩

আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মাতমো

১৪

নতুন পে স্কেলে কত হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন

১৫

কাঠবোঝাই ট্রলি উল্টে হেলপার নিহত

১৬

ট্রাম্পের পরিকল্পনায় হামাসের সম্মতি, স্বাগত জানাল ৮ মুসলিম দেশ

১৭

বালুর ট্রাক ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৮

অহেতুক সাংবিধানিক বিতর্ক তুলে বারবার জটিলতা তৈরি করা হচ্ছে : এবি পার্টি

১৯

গাইবান্ধায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

২০
X