বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
রাবি প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো রাবি প্রশাসনের উদ্যোগে ইফতার, শিক্ষার্থীদের ঢল

প্রথমবারের মতো রাবি প্রশাসনের উদ্যোগে ইফতারের আয়োজন। ছবি : কালবেলা
প্রথমবারের মতো রাবি প্রশাসনের উদ্যোগে ইফতারের আয়োজন। ছবি : কালবেলা

প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী ইফতারির আয়োজন করা হয়েছে। রোববার (০২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইফতারির মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়। প্রথম দিনের ইফতারিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

সরেজমিনে দেখা যায়, আজ আসরের নামাজের পর থেকেই শিক্ষার্থীরা কেন্দ্রীয় মসজিদে আসতে শুরু করেন। এ সময় মসজিদের ভেতরে এবং মসজিদ সংলগ্ন বাগানে তারা ইফতারির জন্য সারিবদ্ধভাবে বসেন। এ ছাড়াও নারীদের জন্য মসজিদের বাগানে আলাদা ইফতারির ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীন বলেন, এরকম ইফতারের আয়োজন করা চ্যালেঞ্জিং। তবুও আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। প্রথমদিনে আমরা প্রায় ৪ হাজার প্যাকেট প্রস্তুত করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই ইফতারের আয়োজন করা হবে। আমরা আশা করি শিক্ষার্থীরা বিষয়টিকে ভালোভাবে গ্রহণ করেছে।

ইফতার আয়োজনে স্বেচ্ছাসেবক ও স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহিম রেজা বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আজকেই প্রথম দেখছি এত উৎসবমুখর পরিবেশে সবার অংশগ্রহণে রমাদান পালন হচ্ছে। প্রশাসনের এমন আয়োজনকে সাধুবাদ জানাই। তবে সামনের দিনগুলোতে প্রশাসনের আরো অংশগ্রহণমূলক আয়োজন আশা করছি।

তবে ইফতারিতে অংশ নিতে আসা অনেক শিক্ষার্থীকেই খালি হাতে ফিরে যেতে দেখা গেছে। অনেকে শুধু পানি পেলেও খাবার পাননি৷ এছাড়াও খাবার বিতরণের সময় শিক্ষার্থীদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। তবে কেউ কেউ আবার প্রশাসনের উদ্যোগকে সাধুবাদও জানিয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার নামে এক ফেসবুক গ্রুপে মো. আতাউল্লাহ বুখারি নামে একজন লেখেন, ‘এত বড় আয়োজন কিন্তু মসজিদের ভেতরে বসা সত্ত্বেও খাবার পৌঁছেনি। পানি দিয়ে ইফতার করলাম। আলহামদুলিল্লাহ।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ নামে এক ফেসবুক গ্রুপে আহমাদ আহসানুল্লাহ ফারহান নামে একজন লিখেছেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বপ্রথম এরকম আয়োজন প্রশাসনের পক্ষ থেকে। ৪-৫ হাজার সংখ্যাটা নেহায়েত কম না। শিক্ষার্থীদেরও আজকে ছিল উপচে পড়া ভিড়। অনেকেই খাবার পায়নি, আবার বেশিরভাগই পেয়েছেন। তবে বিশ্বাস করি আমাদের বিশ্ববিদ্যালয়ের বিবেকবান শিক্ষার্থীরা এটাকে পজিটিভ ভাবেই নেবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৌশলীদের উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবি’র মতবিনিময় সভা 

সৈয়দপুরে শাটল বাস সার্ভিস চালু করল বিমান

প্রকৌশলীদের অধিকার আদায়ে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ

সার্জেন্ট হেলালের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

১০

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

১১

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

১২

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

১৩

কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন

১৪

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে : সোহেল

১৫

সন্ধ্যা নদীতে বাঁধ নির্মাণের দাবি

১৬

মে মাসে হতে পারে ২টি ঘূর্ণিঝড়

১৭

শ্রমিক সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান

১৮

ভয়াবহ পরিস্থিতিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা ইসরায়েলে

১৯

গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা আনল বাংলালিংক

২০
X