ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে মঞ্জুরুল ইসলাম নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে।
সোমবার (২১ আগস্ট) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের (এসএম হল) ১৬৫ নম্বর রুমে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এ মরদেহ।
বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইকবাল রউফ মামুন।
জানা গেছে, মঞ্জুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়।
ঘটনাস্থলে ইতোমধ্যে পুলিশ উপস্থিত হয়েছে।
মন্তব্য করুন