বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

বাকৃবিতে মাইক্রোবাস চুরি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। ছবি : কালবেলা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। ছবি : কালবেলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরিবহন শাখা থেকে একটি নোহা মাইক্রোবাস এবং বাসের ৪টি টায়ার চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (৫ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এ চুরির ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ভারপ্রাপ্ত প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ময়মনসিংহ শহরের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ভোর ৫টা ২৭ মিনিটে দুজন অজ্ঞাত ব্যক্তি পরিবহন শাখায় প্রবেশ করে। পরে ৫টা ৫৬ মিনিটে তারা নোহা মাইক্রোবাস ও বাসের চারটি টায়ারসহ পরিবহন শাখার প্রধান ফটক দিয়ে বেরিয়ে পশ্চিম দিকে চলে যায়।

জিডি সূত্রে জানা যায়, এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ভোর ৪টা ৫২ মিনিটে ময়মনসিংহের কৃষ্টপুর এলাকার দুলাল ড্রাইভারের ছেলে আমিনুল ইসলাম (আমিন) পরিবহন শাখা থেকে ময়মনসিংহ-চ-৫১-০০১৭ নম্বরের হায়েস মাইক্রোবাস বের করার চেষ্টা করেন। তবে নিরাপত্তারক্ষী মো. লাল মিয়া তার পরিচয় নিশ্চিত হতে না পারায় তাকে গাড়ি নিয়ে বের হতে দেননি।

আমিনুল ইসলাম বাকৃবির পরিবহন শাখায় এম আর (মাস্টার রোল) হিসেবে ড্রাইভারের দায়িত্বে ছিলেন। তবে চুরির অভিযোগ ও মাদকাসক্তির কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

এ ছাড়াও মো. নাজমুল ইসলাম বলেন, পরীক্ষা নিয়ন্ত্রকের ডিউটিতে নিয়োজিত মাইক্রোবাসের চালক মো. আবু সাঈদ অভিযোগ করেন তার দ্বারা চালিত গাড়ি ডিউটি শেষে পরিবহন পুলে রেখে যাওয়ার পর পরিবহন শাখা থেকে বের করে নিয়ে কে বা কারা ১৮ কিমি. গাড়ি চালিয়েছে। এর প্রেক্ষিতে পরিবহন শাখার সিসি টিভি ফুটেজের রেকর্ড অনুযায়ী গত ২৭ ফেব্রুয়ারি ভোর আনুমানিক ৪ টা ১০ মিনিট থেকে ৫ টার মধ্যে দেখা যায় বহিরাগত একটি লোক পূর্বপাশের দেওয়াল টপকিয়ে ভেতরে প্রবেশ করে। পরে মুখ ঢেকে ও মাথায় কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় মাইক্রোবাসটি চালিয়ে নিয়ে যায় এবং ১৮ কিমি. চালিয়ে আবার পুলে পূর্বের স্থানে রেখে স্বাভাবিকভাবে হেঁটে মেইন গেইট দিয়ে বের হয়ে যায়। এ বিষয়েও একটি জিডি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

জামায়াতের প্রার্থীকে শোকজ

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

১০

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

১১

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

১২

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া

১৩

মুসাব্বির হত্যা নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

১৪

ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে শিবিরের দ্বারা : ডা. আউয়াল

১৫

আইসিসিকে পাঠানোর বিসিবির নতুন চিঠিতে যা আছে

১৬

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

১৭

মুদ্রা ছাপাতে প্রতি বছর ব্যয় ২০ হাজার কোটি টাকা : গভর্নর

১৮

পাকিস্তান থেকে জেএফ-১৭ কিনছে সৌদি আরব

১৯

চট্টগ্রাম বন্দরে রেকর্ড অগ্রগতি, রাজস্ব বেড়েছে ৭.৫৫ শতাংশ

২০
X