বাঙলা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামী ছাত্র আন্দোলনের বাঙলা কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সরকারি বাঙলা কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি: কালবেলা
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সরকারি বাঙলা কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি: কালবেলা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সরকারি বাঙলা কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নাজমুল করিম আকন (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ)। এছাড়া সহসভাপতি হয়েছেন শাহ রিয়ার খান (ইংরেজি বিভাগ) ও সাধারণ সম্পাদক হয়েছেন সামিউর রহমান মিরাজ (পদার্থবিজ্ঞান বিভাগ)।

মঙ্গলবার (১৯ মার্চ) পূর্ণাঙ্গ কমিটির গঠনের বিষয়টি গণমাধ্যমের কাছে প্রকাশ করা হয়। জানানো হয়, সোমবার (১৭ মার্চ) বিকাল ৫টায় সরকারি বাঙলা কলেজ জামে মসজিদে এক আনুষ্ঠানিক সভায় এই কমিটি ঘোষণা ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কলেজ শাখার সভাপতি মোহাম্মদ নাজমুল করিম আকন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সামিউর রহমান মিরাজ।

নতুন কমিটিতে আরও রয়েছেন সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উমর ফারুক রফিকী (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), অর্থ ও কল্যাণ সম্পাদক হয়েছেন মোস্তফা কামাল (ইসলাম শিক্ষা বিভাগ), প্রশিক্ষণ সম্পাদক হয়েছেন হাফেজ জুবায়ের (ইংরেজি বিভাগ), পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হয়েছেন মো. নাদিম ইসলাম (রসায়ন বিভাগ), প্রকাশনা ও দপ্তর সম্পাদক হয়েছেন আনিসুর রহমান (ইতিহাস বিভাগ), দাওয়াহ সম্পাদক হয়েছেন আবু ত্বলহা (রসায়ন বিভাগ) এবং তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উমর ফারুক (ভূগোল ও পরিবেশ বিভাগ)।

এছাড়া রয়েছেন সহযোগী তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক মো. শিহাম (উচ্চ মাধ্যমিক), ক্যারিয়ার ও গাইডলাইন সম্পাদক মহিউদ্দিন মোমেন সালেহী (ইংরেজি বিভাগ), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. মাসূম (হিসাববিজ্ঞান বিভাগ) এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মুহাম্মাদুল্লাহ (রসায়ন বিভাগ), উমর ফারুক (ইসলাম শিক্ষা বিভাগ), সাদি (পদার্থবিজ্ঞান বিভাগ), নাজমুল ইসলাম (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), ইয়াসিন (বাংলা বিভাগ) ও নাঈম (ইন্টারমিডিয়েট) দায়িত্ব পেয়েছেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি বাঙলা কলেজ শাখার সভাপতি মোহাম্মদ নাজমুল করিম আকন তার বক্তব্যে বলেন, ‘ইসলামী আদর্শে উজ্জীবিত একজন ছাত্র কখনো সমাজের জন্য বোঝা হতে পারে না; বরং সে জাতির জন্য এক মহান সম্পদ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এ দেশের ছাত্র সমাজকে নৈতিক ও আদর্শিক ভিত্তির ওপর গড়ে তোলার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। সরকারি বাঙলা কলেজ শাখার নতুন কমিটি আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং শিক্ষাঙ্গনে ন্যায়, আদর্শ ও সত্য প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আমরা দ্বীন ও দেশের কল্যাণে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ।’

সংগঠনের সাধারণ সম্পাদক সামিউর রহমান মিরাজ বলেন, ‘বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করা। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সেই চ্যালেঞ্জ গ্রহণ করে কাজ করে যাচ্ছে। আমরা নতুন কমিটির সদস্যরা প্রত্যেকে আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে ইসলামী আন্দোলনের আদর্শকে শিক্ষাঙ্গনে প্রতিষ্ঠিত করব। আমাদের লক্ষ্য হলো একটি ন্যায়নিষ্ঠ, আদর্শিক ও জ্ঞানের আলোয় উদ্ভাসিত ছাত্র সমাজ গড়ে তোলা।’

উভয় নেতাই নবগঠিত কমিটির পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করেন এবং ছাত্র সমাজের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর দায়িত্বশীলদের করণীয় বিষয়ে আলোচনা করা হয় এবং বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়িয়াল খাঁ নদে ফেলে সন্তানকে হত্যার অভিযোগ

০১ মে : আজকের নামাজের সময়সূচি

‘চাকরি খেয়ে ফেলব’, কারারক্ষীকে আ.লীগ নেতার হুমকি

মাদ্রাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

মুরাদনগরে উপদেষ্টার পদত্যাগ দাবির মিছিলে পুলিশের বাধা 

খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

উপবৃত্তির ৬৭ অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন, শিক্ষা অফিসার বরখাস্ত 

খেলার সময় পাগলা কুকুরের আক্রমণ, শিশুসহ আহত ১৬

৭৫ বছর বয়সে ডিগ্রি পাস, প্রশংসায় ভাসছেন সাদেক আলী

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ৫৬ সেকেন্ডের মিছিল 

১০

শখের বড়শিতে ২০ কেজির কোরাল

১১

এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

১২

কয়লা তৈরির কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

১৩

চ্যাম্পিয়ন্স লিগে থ্রিলারের ছোঁয়া, বার্সা-ইন্টার ম্যাচে ৬ গোলের উৎসব!

১৪

শতাধিক ভুয়া পেজে ‘অশ্লীল বিজ্ঞাপন’, বিব্রত ডা. জাহাঙ্গীর

১৫

স্বাস্থ্য পরামর্শ / বয়স বেশি হলে ডাউন শিশু জন্মদানের শঙ্কা বাড়ে

১৬

ব্যাংকক থেকে আজ দেশে ফিরছেন সালাহউদ্দিন আহমেদ

১৭

প্রকৌশলীদের উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবি’র মতবিনিময় সভা 

১৮

সৈয়দপুরে শাটল বাস সার্ভিস চালু করল বিমান

১৯

প্রকৌশলীদের অধিকার আদায়ে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ

২০
X