জবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ
চীনা ভাষা চালু

জবি ও কনফুসিয়াসের সঙ্গে সমঝোতা স্মারক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের সঙ্গে একটি এমওইউ স্বাক্ষর। ছবি : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের সঙ্গে একটি এমওইউ স্বাক্ষর। ছবি : কালবেলা

এ বছরের জুলাই মাস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) অধীনে চালু হতে যাচ্ছে চীনা ভাষা কোর্স। কোর্স চালুর বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের সঙ্গে একটি এমওইউ স্বাক্ষর হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) জবি উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের (পিএইচডি) উপস্থিতিতে সমঝোতা স্মারকটিকে স্বাক্ষর করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক (চীনা ভাষা) ড. ইয়ং হুই ও জবি রেজিস্ট্রার অধ্যাপক ড শেখ গিয়াস উদ্দিন।

সমঝোতা স্মারকটি স্বাক্ষর শেষে ড. ইয়ং হুই বলেন, এ বছরই চায়না ও বাংলাদেশের মধ্যে কুটনৈতিক সুবর্ণজয়ন্তী উদযাপন হতে যাচ্ছে। আমরা চাই চায়না ও বাংলাদেশের মাঝে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাতে। এ সম্পর্ক উন্নত করতে চীনা ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সে লক্ষ্যেই আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা চালুর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের প্রথম থেকেই সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। আমরা আশা করি ভবিষ্যতেও তাদের এ সহযোগিতা অব্যহত থাকবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা কোর্স বাস্তবায়নের জন্য গঠিত কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় বহিরাঙ্গন পরিচালক অধ্যাপক ড. নাসির আহমাদ বলেন, চায়না ও বাংলাদেশের মধ্যে যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক দিন দিন যে মাত্রায় পৌছে যাচ্ছে তাতে চীনা ভাষা শিক্ষা গ্রহণ করা আমাদের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। ঠিক সে সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কনফুসিয়াসের মধ্যে এমন একটি উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। এ চীনা ভাষা শিক্ষার মাধ্যমে আমেদের বহু শিক্ষার্থীর কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আমরা আশা রাখি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএইচডি তার বক্তব্যে জবির দ্বিতীয় ক্যাম্পাসে আলাদাভাবে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এই চুক্তি দুটি প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণার নতুন সুযোগ সৃষ্টি করবে এবং আন্তর্জাতিক সহযোগিতাকে ত্বরান্বিত করবে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মেজবাহ-উল-আজম সওদাগরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, জবিতে চীনা কোর্স বাস্তবায়নের জন্য কমিটির আহ্বায়ক ও পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. ইমরানুল হক, বিভিন্ন অনুষদের ডিন, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক এবং ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউটের মি. ইয়িন জু এবং মি. রাও জিহাওসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক

একদিনে ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮ 

বিদেশি পর্যটক ও বহিরাগতদের দখলদারিত্বের বিরুদ্ধে উত্তাল মেক্সিকো সিটি

পৃথিবীর সব কূপ কেন গোলাকার হয়? 

দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ : ইসি সচিব

সব পদ থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা বহিষ্কার

বুমরাহর সঙ্গে তুলনা নিয়ে মুখ খুললেন ওয়াসিম আকরাম

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুললেন চবির সহকারী প্রক্টর

প্রসাদে মাদক মিশিয়ে যুবককে যৌন নিপীড়নের অভিযোগ পুরোহিতের বিরুদ্ধে

১০

যে তালিকায় মুস্তাফিজের পেছনে অবস্থান সাকিব-তামিমের

১১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য খাতে উদ্ভাবন ও জাপানে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

১২

বিদেশি প্রতিষ্ঠানকে বই ছাপার সুযোগ দিলে এনসিটিবি বন্ধের হুঁশিয়ারি

১৩

কেউ মেঝেতে, কেউবা বেডে শুয়ে কাতরাচ্ছেন

১৪

চবিতে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহতের সংখ্যা দেড় শতাধিক

১৫

নুরের শারীরিক অবস্থা ও ছাড়পত্র নিয়ে জানালেন ঢামেক পরিচালক

১৬

‘ঈশ্বরের প্রতিশোধ’ নিতে মন্দিরে চুরি করতেন এইচআইভি আক্রান্ত ব্যক্তি

১৭

সিলেটে সাদাপাথর লুটকাণ্ডে এবার কোম্পানীগঞ্জ থানার ওসি বদলি

১৮

দেখে নিন চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার পূর্নাঙ্গ সূচি

১৯

প্রধান সড়কে ব্যাটারি রিকশা চললে গাড়ির ট্যাক্স দেব না : চমক

২০
X