বাংলাদেশের প্রকৌশলীদের পেশাগত উৎকর্ষ সাধন, মানোন্নয়ন এবং প্রকৌশল পেশায় বিরাজমান সমস্যাবলি সমাধানকল্পে পদক্ষেপ গ্রহণসহ প্রকৌশলীদের সকল সমস্যা সমাধান ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা প্রদানসহ দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)।
বর্তমান অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের প্রায় সকল সেক্টরের উন্নয়ন ও সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং ইতোমধ্যে বেশকিছু সংস্কারও প্রতীয়মান হয়েছে। বাংলাদেশের প্রকৌশলীদের প্রতিনিধিত্বকারী একমাত্র জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান হিসেবে আইইবি দেশের প্রকৌশলীদের পেশাগত উন্নয়ন এবং প্রকৌশল খাতে সংস্কারের বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে।
বুধবার (৩০ এপ্রিল) আইইবির প্রেসিডেন্টের আমন্ত্রণে দেশের ৫টি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ইঞ্জিনিয়ারিং কলেজসমূহের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এনামুল্লাহ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিএমই হেড অধ্যাপক ড. এএসএম সায়েম, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিএসডব্লিউ অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. উপমা কবিরসহ বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্যের প্রতিনিধি হিসেবে ডিন উপস্থিত থেকে প্রকৌশলীদের পেশাগত উন্নয়ন এবং প্রকৌশল খাতে সংস্কারের বিষয়ে ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’-এর উত্থাপিত তিন দফা দাবির ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় সকলে তিন দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
উল্লেখ্য, প্রকৌশল খাতে চলমান বৈষম্য নিরসনে প্রকৌশলী অধিকার আন্দোলনের ৩ দফা দাবিগুলো হলো- সহকারী প্রকৌশলী (এই) (৯ম গ্রেড) পদে কোটার মাধ্যমে পদোন্নতির সংস্কৃতি বাতিল করতে হবে এবং যথাযথ যোগ্যতার ভিত্তিতে কেবলমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ নিশ্চিত করতে হবে। উপ সহকারী প্রকৌশলী (এসএই) পদের ন্যূনতম যোগ্যতা ডিপ্লোমা ডিগ্রি। সুতরাং ডিপ্লোমার থেকে অধিক যোগ্যতাসম্পন্নদের বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্যও এসএই (১০ম গ্রেড) পদে আবেদন উন্মুক্ত করতে হবে।
এছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারে প্রকাশিত গেজেট কার্যকরভাবে বাস্তবায়ন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক এণ্ড আন্তর্জাতিক) প্রকৌশলী খান মনজুর মোরশেদ। মতবিনিময় সভা সঞ্চালনা করেন আইইবি’র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান।
সভায় আলোচনা করেন আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী শেখ আল আমিন, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভুঁইয়া, প্রকৌশলী এটিএম তানবীর-উল হাসান (তমাল), প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী এবং আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কেএম আসাদুজ্জামান (চুন্নু), বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী মো. মঞ্জুর উল আলম, ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’-এর আহ্বায়ক প্রকৌশলী মো. আবু ওবায়দা মায়াজ, সদস্যসচিব প্রকৌশলী মো. কাউছার আহমেদ পরশ, প্রতিনিধি প্রকৌশলী মাহমুদুর রহমান, প্রকৌশলী এম ওয়ালি উল্লাহ, প্রকৌশলী সাকিবুল হক লিপু, প্রকৌশলী সামিউজ্জামান রিয়াল, প্রকৌশলী মো. শাকিল ইকবাল, মো. জামিউল হাসান জামিল, প্রকৌশলী জিহাদুল হক তালুকদার, প্রকৌশলী মো. সুবাইল বিন আলম সহ আইইবি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও প্রকৌশলীবৃন্দ এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন