চবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৮:০৯ এএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৮:১৪ এএম
অনলাইন সংস্করণ

অনশনে অনড় চবি চারুকলার ৯ শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলাকে মূল ক্যাম্পাসে ফেরানোর দাবিতে অনশনে অনড় ৯ শিক্ষার্থী। ছবি : কালবেলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলাকে মূল ক্যাম্পাসে ফেরানোর দাবিতে অনশনে অনড় ৯ শিক্ষার্থী। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলাকে মূল ক্যাম্পাসে ফেরানোর দাবিতে অনশনে অনড় ৯ শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কাঁথা-বালিশ বিছিয়ে অনশন করছেন। সোমবার বিকাল ৩টা থেকে অনশন শুরু হয়েছে, যা এখনো চলমান রয়েছে। ৯ শিক্ষার্থীর মধ্যে পাঁচ ছেলে ও চার মেয়ে।

অনশনরত শিক্ষার্থীরা হলেন- চারুকলা ইন্সটিটিউটের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো. শাহরিয়ার হাসান সোহেল, ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী খন্দকার মাসরুল আল ফাহিম, ২০১৯-২০ সেশনের নূর ইকবাল সানি, ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী ইসরাত জাহান ইয়ামিন, একই সেশনের শিক্ষার্থী মালিহা চৌধুরী, ইসরাত জাহান, নুসরাত জাহান ইপা, ২০২৩-২৪ সেশনের তরিকুল ইসলাম মাহী ও একই সেশনের শিক্ষার্থী মাহমুদুল ইসলাম মিনহাজ।

শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ ও কয়েকটি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও সংহতি প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এপ্রিলের আগেই মূল ক্যাম্পাসে স্থানান্তরের ঘোষণা দিলেও এখনো বাস্তবায়ন করতে পারেনি।

অনশনরত শিক্ষার্থী ইসরাত জাহান বলেন, আমরা সোমবার দুপুর থেকে অনশন করছি। এর আগে আমরা দীর্ঘদিন ক্যাম্পাসে ফেরার আন্দোলন করেছি। প্রশাসন আমাদের আশ্বাস দিলেও চারুকলা ক্যাম্পাসের আলোর মুখ দেখছে না। এখানে আমাদের চারুকলার যেসব শিক্ষক রয়েছেন, তারাই মূলত বাধা প্রদান করছেন। তারা সহযোগিতা না করায় আমরা ক্যাম্পাসে ফিরতে পারছি না। দ্রুত সময়ের মধ্যে চারুকলাকে ক্যাম্পাসে দেখতে চাই। আমরা এভাবে শুধু আন্দোলনই করে যাব?

আরেক শিক্ষার্থী মাসকুল ফাহিম বলেন, প্রশাসনের অনেকেই আমাদের বুঝানোর চেষ্টা করছেন। আমাদের দাবি হলো, একটা যৌক্তিক সমাধানের মাধ্যমে চারুকলা ইন্সটিটিউটকে যেন বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনা হয়। এখনো কেন এই কাজে বিলম্ব হচ্ছে, এটা আমাদের প্রশ্ন। আমরা এত সময় ধরে অনশনরত অবস্থায় আছি। কিন্তু চারুকলা ইন্সটিটিউট নিয়ে প্রশাসনের কাছ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখছি না।

এদিকে চারুকলা ইনস্টিটিউটকে ক্যাম্পাসে ফেরানো দাবির প্রেক্ষিতে জরুরি সিন্ডিকেট সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় জরুরি সিন্ডিকেট সভাটি হয়।

উল্লেখ্য, আবাসন সংকট, জীবনযাত্রার অত্যধিক খরচ, চারুকলার ভবনগুলোর বেহাল দশাসহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত থাকার কারণে দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসে ফিরতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। সর্বশেষ গত বছরের ডিসেম্বরে আন্দোলনের পর প্রশাসন ১ এপ্রিল থেকে ক্যাম্পাসে ক্লাস করার আশ্বাস দিলেও তা কার্যকর না হওয়ায় অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে হামলার শঙ্কা, দুই দেশের নেতাদের ফোন করলেন জাতিসংঘ মহাসচিব

কুতুবদিয়ায় কাফনের কাপড় পরে টেকসই বেড়িবাঁধের দাবি

আবারও ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি, তীব্র উত্তেজনা

মাটি কাটার দায়ে ৮ জনের কারাদণ্ড

ঢাকায় আজও বইছে ‘অস্বাস্থ্যকর’ বাতাস

কলকাতার হোটেল ভয়াবহ আগুন, নিহত ১৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতা থেকে সরে আসার হুমকি যুক্তরাষ্ট্রের

নাতনিকে ইভটিজিং, প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

বাড়িতে ঢুকে মা-বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ, গ্রেপ্তার ১

গাজায় আরও অর্ধশতাধিক নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা অনেকে

১০

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

১১

তিন সাংবাদিকের চাকরিচ্যুতির ঘটনায় আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই : ফারুকী

১২

শেষ হয়েছে দুই মাসের নিষেধাজ্ঞা, ইলিশ ধরতে প্রস্তুত ভোলার জেলেরা

১৩

পাট শ্রমিক দলের সভাপতি হলেন সাঈদ আল নোমান

১৪

সাতক্ষীরায় বিএনপির সার্চ কমিটিতে আ.লীগ নেতারা

১৫

৩০ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৭

৩০ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

১৮

বিজেপি নেতার তোপে মোদি ও অমিত শাহ

১৯

ইট মারলে আমরা পাথর ছুড়ব, ভারতকে ইসহাক দার

২০
X