খুবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৫০ এএম
অনলাইন সংস্করণ

কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে খুবিতে ক্লাস বর্জন

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবি ও চলমান আমরণ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা।

বুধবার (২৩ এপ্রিল) সব ক্লাস বর্জন ও ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। তবে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের (২৪ ব্যাচের) পূর্বনির্ধারিত পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।

এ দিকে দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে, যা জিরো পয়েন্টে গিয়ে ব্লকেড কর্মসূচিতে রূপ নেবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, কুয়েটের শিক্ষার্থীদের আন্দোলন কেবল একটি প্রতিষ্ঠানের নয় সেটি দেশের উচ্চশিক্ষা-পর্যায়ের নিরাপত্তা, স্বচ্ছতা ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার বৃহত্তর দাবির অংশ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমরা কুয়েট শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের সঙ্গে একমত। তারা নিরাপদ ও সম্মানজনক পরিবেশে পড়াশোনার যে দাবি জানিয়েছে, সেটি শুধু তাদের নয় সারা দেশের শিক্ষার্থীদেরই দাবি। শিক্ষাঙ্গনে হয়রানি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কুয়েটের শিক্ষার্থীরা যে অবস্থান নিয়েছে, সেটি সাহসিকতার উদাহরণ। আমরা তাদের পাশে থেকে সঠিক দাবিগুলো আদায়ে সহযোদ্ধা হতে চাই।

উল্লেখ্য, ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে গত ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৯তম (জরুরি) সভায় সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেয়। পরদিন সকাল ১০টার মধ্যে সব শিক্ষার্থীকে হলত্যাগের নির্দেশ দেওয়া হয়।

এদিকে, কুয়েটের ১০১তম (জরুরি) সিন্ডিকেট সভায় গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সংঘটিত ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মোট ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। এ বিষয়ে পরবর্তীতে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটি এ তদন্ত প্রতিবেদন পূর্ণাঙ্গ পর্যালোচনার মাধ্যমে শাস্তি বিষয়ক সিদ্ধান্ত নেবে বলে জানায় কুয়েট প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি নিয়ে অধ্যাদেশ জারি

প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত

শরীয়তপুরে পুড়িয়ে হত্যাচেষ্টা / বাদী হয়ে বাবার মামলা, তৃতীয় দিনেও অধরা দুর্বৃত্তরা

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’, কনস্টেবল প্রত্যাহার

‘আমরা থানা পুড়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’, বৈষম্যবিরোধী নেতার হুমকি

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

যে কারণে বাতিল হলো হামিদুর রহমান আজাদের মনোনয়ন

চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল জিম্বাবুয়ে

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের একমাত্র মাধ্যম নির্বাচন : কবির আহমেদ

১০

সাকিবকে পিছনে ফেলে নতুন উচ্চতায় মুস্তাফিজ

১১

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

১২

খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন গোলাম হাফিজ কেনেডি

১৩

ওসমান হাদি ৫ বছর বাঁচলে দেশ হতো জনতার : মাসুমা হাদি

১৪

চাঁদা না দেওয়ায় এক শীর্ষ ব্যবসায়ীর বাড়িতে গুলি

১৫

খালেদা জিয়ার মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড : রিজভী

১৬

ক্ষমা চেয়েও পদ হারালেন বিএনপি নেতা ‎ ‎

১৭

গণভোটে ‌‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‌‘না’ দিলে কী পাবেন না

১৮

শরিফ ওসমান হাদির নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের হল

১৯

সিন্ডিকেটের থাবায় এলপি গ্যাসের দামে আগুন

২০
X