কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ফাইজুল হক ঈশানকে এক মাসের মধ্যে ঢাবিতে নিয়োগের নির্দেশ

হাইকোর্ট। পুরোনো ছবি
হাইকোর্ট। পুরোনো ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে এসএম ফাইজুল হক ঈশানকে আগামী এক মাসের মধ্যে নিয়োগ প্রদানের নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৭ মে) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার আদালত রুল অ্যাবসলুট করে এ রায় দেন।

২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তিনজন প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে এসএম ফাইজুল হক ঈশান ওই পদের জন্য আবেদন করলে ২০১৮ সালের ১৩ আগস্ট নিয়োগের নির্বাচনী বোর্ড সভায় তিনিসহ মোট তিন জন নির্বাচিত হন এবং তাদের নিয়োগের সুপারিশ করা হয়। পরে সিন্ডিকেট বোর্ড দুইজনের নিয়োগের সুপারিশ করলেও ফাইজুলকে নিয়োগ প্রদান না করলে তিনি হাইকোর্টে রিট করেন। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করে স্থিতি অবস্থার আদেশ প্রদান করেন।

ওই রুলের শুনানি শেষে আজ (বৃহস্পতিবার) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার আদালত রুল অ্যাবসলুট করে রায় প্রদান করেন এবং আগামী এক মাসের মধ্যে এস এম ফাইজুল হক ঈশানকে নিয়োগ দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগকে নির্দেশ প্রদান করেন।

শুনানিতে সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরশেদ বলেন, নির্বাচনে নিয়োগ বোর্ড যখন কোন ব্যক্তিকে শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশ প্রদান করেন তখন সিন্ডিকেটের কোনো কারণ ছাড়া নিয়োগ প্রদান না করার কোনো সুযোগ নেই। কিন্তু সিন্ডিকেট ফাইজুলকে কোনো রকম কারণ উল্লেখ না করেই নিয়োগ প্রদান হতে বিরত থেকেছেন যার কারণে তিনি বঞ্চিত হয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, সিন্ডিকেট আইন অনুসরণ না করেই এস এম ফাইজুল হক ঈশানকে বিগত সাত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা হতে বঞ্চিত করেছেন। বিগত সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন, বিধি বিধান ও মেধা বিবেচনা না করে শিক্ষক নিয়োগ করা হয়েছে। যার ফলে অনেক মেধাবীরাও বঞ্চিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ডার এবং স্ট্যাউট অনুযায়ী নিয়োগ বোর্ডের সুপারিশকে বাস্তবায়নের দায়িত্ব প্রদান করা হয়েছে সিন্ডিকেটকে। কিন্তু এর ব্যতিক্রম ঘটিয়ে ফাইজুলকে নিয়োগ হতে বঞ্চিত করা হয়েছে।

রিট আবেদনকারী হলেন এস এম ফাইজুল হক ঈশান অপরদিকে বিবাদিরা হলেন, শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও ঢাকা ভার্সিটি প্রশাসনসহ মোট ২২ জন।

বাদী পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ, তাকে সহায়তা করেন অ্যাডভোকেট সঞ্জয় মন্ডল ও অ্যাডভোকেট সেলিম রেজা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আহমেদ ইসতিয়াক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজযাত্রীদের অধিকতর সেবা প্রদানে রোটারি ক্লাব অব মতিঝিলের হুইল চেয়ার সরবরাহ

কোথা থেকে ফোন পেয়ে ছাড়া হলো আবদুল হামিদকে, জানালেন হান্নান মাসউদ

ঘুমিয়ে পড়েছিল আল নাসর! হারের পর রোনালদোর ক্ষোভ

শিক্ষক-শিক্ষার্থীর মাঝে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে : গণশিক্ষা উপদেষ্টা

ভোলায় বেড়াতে এসে বন্ধুর বোনকে বিয়ে করলেন চীনা যুবক

আল জাজিরার বিশ্লেষণ / পারমাণবিক ও সামরিক সক্ষমতায় ভারত-পাকিস্তানের কে এগিয়ে?

রাজশাহী কলেজে ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ

পূর্ণ বিশ্রামে বেগম খালেদা জিয়া

ঢাকা মহানগর উত্তরের বিএনপি নেতা মিন্নতকে বহিষ্কার

অপারেশন সিঁদুরের প্রভাবে পাল্টে গেল আইপিএলের ভেন্যু

১০

কোটা আন্দোলকারীদের ওপর হামলা / রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার গ্রেপ্তার

১১

বিইউপিতে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্ত কমিটি গঠন

১২

বিজিএমইএ নির্বাচনে ফোরাম জোটের প্যানেল ঘোষণা

১৩

এবার ‘অপারেশন সিঁদুর’ নামে বলিউডে হবে সিনেমা 

১৪

রোগীকে অপ্রয়োজনীয় ওষুধ-পরীক্ষা না দেওয়ার সুপারিশ 

১৫

‘সিগারেটে কার্যকর করারোপে আপসের কোনো সুযোগ নেই’

১৬

মুন্সীগঞ্জে ট্রিপল মার্ডার : আপন তিন ভাইয়ের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

১৭

ইউজিসির বাজেট বৈষম্যের অভিযোগ / জবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান ৩ দিনের রিমান্ডে

১৯

মাঠ দখলে এসে স্থানীয়দের ধাওয়ায় পালাল বিএসএফ

২০
X