কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ফাইজুল হক ঈশানকে এক মাসের মধ্যে ঢাবিতে নিয়োগের নির্দেশ

হাইকোর্ট। পুরোনো ছবি
হাইকোর্ট। পুরোনো ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে এসএম ফাইজুল হক ঈশানকে আগামী এক মাসের মধ্যে নিয়োগ প্রদানের নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৭ মে) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার আদালত রুল অ্যাবসলুট করে এ রায় দেন।

২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তিনজন প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে এসএম ফাইজুল হক ঈশান ওই পদের জন্য আবেদন করলে ২০১৮ সালের ১৩ আগস্ট নিয়োগের নির্বাচনী বোর্ড সভায় তিনিসহ মোট তিন জন নির্বাচিত হন এবং তাদের নিয়োগের সুপারিশ করা হয়। পরে সিন্ডিকেট বোর্ড দুইজনের নিয়োগের সুপারিশ করলেও ফাইজুলকে নিয়োগ প্রদান না করলে তিনি হাইকোর্টে রিট করেন। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করে স্থিতি অবস্থার আদেশ প্রদান করেন।

ওই রুলের শুনানি শেষে আজ (বৃহস্পতিবার) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার আদালত রুল অ্যাবসলুট করে রায় প্রদান করেন এবং আগামী এক মাসের মধ্যে এস এম ফাইজুল হক ঈশানকে নিয়োগ দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগকে নির্দেশ প্রদান করেন।

শুনানিতে সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরশেদ বলেন, নির্বাচনে নিয়োগ বোর্ড যখন কোন ব্যক্তিকে শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশ প্রদান করেন তখন সিন্ডিকেটের কোনো কারণ ছাড়া নিয়োগ প্রদান না করার কোনো সুযোগ নেই। কিন্তু সিন্ডিকেট ফাইজুলকে কোনো রকম কারণ উল্লেখ না করেই নিয়োগ প্রদান হতে বিরত থেকেছেন যার কারণে তিনি বঞ্চিত হয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, সিন্ডিকেট আইন অনুসরণ না করেই এস এম ফাইজুল হক ঈশানকে বিগত সাত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা হতে বঞ্চিত করেছেন। বিগত সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন, বিধি বিধান ও মেধা বিবেচনা না করে শিক্ষক নিয়োগ করা হয়েছে। যার ফলে অনেক মেধাবীরাও বঞ্চিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ডার এবং স্ট্যাউট অনুযায়ী নিয়োগ বোর্ডের সুপারিশকে বাস্তবায়নের দায়িত্ব প্রদান করা হয়েছে সিন্ডিকেটকে। কিন্তু এর ব্যতিক্রম ঘটিয়ে ফাইজুলকে নিয়োগ হতে বঞ্চিত করা হয়েছে।

রিট আবেদনকারী হলেন এস এম ফাইজুল হক ঈশান অপরদিকে বিবাদিরা হলেন, শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও ঢাকা ভার্সিটি প্রশাসনসহ মোট ২২ জন।

বাদী পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ, তাকে সহায়তা করেন অ্যাডভোকেট সঞ্জয় মন্ডল ও অ্যাডভোকেট সেলিম রেজা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আহমেদ ইসতিয়াক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুর অপেক্ষায় দিন গুনছেন যুবরাজের বাবা!

রাজধানীতে ককটেল বিস্ফোরণ

থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত

বাংলাদেশ-ভারত ম্যাচের আগে মধ্যরাতে হামজার পোস্ট

‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রারকে থানায় সোপর্দ

ইতালিতে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

হাসিনার মৃত্যুদণ্ডের রায় ভুক্তভোগীদের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’: জাতিসংঘ

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত যে ৩২ দলের

‘হাসিনার মৃত্যুদণ্ডের রায় যেদিন কার্যকর হবে, সেদিন আমি আনন্দিত হবো’

সাবেক এমপি হারুনের বক্তব্যের প্রতিবাদ জাতীয় হিন্দু মহাজোটের

১০

সড়ক অবরোধের অভিযোগে দুই ছাত্রলীগ নেতা আটক

১১

দণ্ডিতদের বক্তব্য প্রচার না করার অনুরোধ সাইবার নিরাপত্তা এজেন্সির

১২

আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

১৩

রায়ে ‘ন্যায় বিচার’ প্রতিষ্ঠা পেয়েছে : বিএনপি

১৪

বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, আছেন যারা

১৫

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

১৬

গাজীপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৭

ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-ছেলেকে পেটাল গ্রাম পুলিশ

১৮

বিএনপির কেন্দ্রীয় নেতা মতিউর রহমান মারা গেছেন

১৯

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংকট দূর হবে না : কফিল উদ্দিন

২০
X