কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ফাইজুল হক ঈশানকে এক মাসের মধ্যে ঢাবিতে নিয়োগের নির্দেশ

হাইকোর্ট। পুরোনো ছবি
হাইকোর্ট। পুরোনো ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে এসএম ফাইজুল হক ঈশানকে আগামী এক মাসের মধ্যে নিয়োগ প্রদানের নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৭ মে) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার আদালত রুল অ্যাবসলুট করে এ রায় দেন।

২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তিনজন প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে এসএম ফাইজুল হক ঈশান ওই পদের জন্য আবেদন করলে ২০১৮ সালের ১৩ আগস্ট নিয়োগের নির্বাচনী বোর্ড সভায় তিনিসহ মোট তিন জন নির্বাচিত হন এবং তাদের নিয়োগের সুপারিশ করা হয়। পরে সিন্ডিকেট বোর্ড দুইজনের নিয়োগের সুপারিশ করলেও ফাইজুলকে নিয়োগ প্রদান না করলে তিনি হাইকোর্টে রিট করেন। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করে স্থিতি অবস্থার আদেশ প্রদান করেন।

ওই রুলের শুনানি শেষে আজ (বৃহস্পতিবার) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার আদালত রুল অ্যাবসলুট করে রায় প্রদান করেন এবং আগামী এক মাসের মধ্যে এস এম ফাইজুল হক ঈশানকে নিয়োগ দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগকে নির্দেশ প্রদান করেন।

শুনানিতে সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরশেদ বলেন, নির্বাচনে নিয়োগ বোর্ড যখন কোন ব্যক্তিকে শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশ প্রদান করেন তখন সিন্ডিকেটের কোনো কারণ ছাড়া নিয়োগ প্রদান না করার কোনো সুযোগ নেই। কিন্তু সিন্ডিকেট ফাইজুলকে কোনো রকম কারণ উল্লেখ না করেই নিয়োগ প্রদান হতে বিরত থেকেছেন যার কারণে তিনি বঞ্চিত হয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, সিন্ডিকেট আইন অনুসরণ না করেই এস এম ফাইজুল হক ঈশানকে বিগত সাত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা হতে বঞ্চিত করেছেন। বিগত সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন, বিধি বিধান ও মেধা বিবেচনা না করে শিক্ষক নিয়োগ করা হয়েছে। যার ফলে অনেক মেধাবীরাও বঞ্চিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ডার এবং স্ট্যাউট অনুযায়ী নিয়োগ বোর্ডের সুপারিশকে বাস্তবায়নের দায়িত্ব প্রদান করা হয়েছে সিন্ডিকেটকে। কিন্তু এর ব্যতিক্রম ঘটিয়ে ফাইজুলকে নিয়োগ হতে বঞ্চিত করা হয়েছে।

রিট আবেদনকারী হলেন এস এম ফাইজুল হক ঈশান অপরদিকে বিবাদিরা হলেন, শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও ঢাকা ভার্সিটি প্রশাসনসহ মোট ২২ জন।

বাদী পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ, তাকে সহায়তা করেন অ্যাডভোকেট সঞ্জয় মন্ডল ও অ্যাডভোকেট সেলিম রেজা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আহমেদ ইসতিয়াক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅভ্যুত্থানের পাটাতন বিএনপিই তৈরি করেছিল : আজাদ

আপনার মোবাইল ফোন সুরক্ষিত তো?

রাতেই ফারুকীর জটিল অস্ত্রোপচার হতে পারে

খাবার খেলেই ঢেঁকুর ওঠে, এই অভ্যাস ভালো না খারাপ?

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে চাকরির মেলা

কেউ কেউ নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য অনেকভাবে কথা বলছেন : এ্যানি

চবিতে শতভাগ আবাসন নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রশাসনিক ভবনে তালা

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদল নেতার ব্যতিক্রমী আয়োজন

বেতন পাওয়ার পাঁচ মিনিট পরই চাকরি ছাড়লেন কর্মী

কুয়েতে ভেজাল মদে ২৩ জনের মৃত্যু, মূলহোতা বাংলাদেশি গ্রেপ্তার

১০

ছাত্রশিবিরের ৩০ দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে

১১

এআই-এর সহায়তায় দুই মাসে ১০ কেজি ওজন কমালেন তরুণী!

১২

কনটেইনারবাহী গাড়িতে পালাচ্ছিলেন পুলিশ কোপানো মামলার প্রধান আসামি

১৩

মহাখালীর পেট্রল পাম্পের আগুন নিয়ন্ত্রণে

১৪

মাছ ধরতে গিয়ে খালে মিলল ৬ গ্রেনেড

১৫

ভারতের সর্বনাশে বাংলাদেশের ‘পৌষ মাস’

১৬

বিদেশে পাচার হওয়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির ‘তথ্য’ প্রধান উপদেষ্টার হাতে

১৭

সপ্তাহের সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, পদ প্রায় ১৭০০

১৮

দেশ যেন চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য হতে না পারে : তারেক রহমান

১৯

চাঁপাইনবাবগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে নাবিল গ্রুপের খাদ্য সহায়তা

২০
X