জবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ
ইউজিসির বাজেট বৈষম্যের অভিযোগ

জবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

চার দফা দাবির প্রেক্ষিতে উপাচার্য ভবনে তালা দিয়ে বিক্ষোভ সমাবেশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
চার দফা দাবির প্রেক্ষিতে উপাচার্য ভবনে তালা দিয়ে বিক্ষোভ সমাবেশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

ইউজিসির বাজেট বৃদ্ধি, আবাসন ভাতা ও হল নির্মাণসহ চার দফা দাবির প্রেক্ষিতে উপাচার্য ভবনে তালা দিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সামাজিক বিজ্ঞান ভবন ও বিজ্ঞান ভবন ঘুরে প্রশাসনিক ভবনে তালা দিয়ে সমাবেশ করেন তারা। ঘণ্টা দুয়েক উপচার্য ভবন আটকে রেখে আগামী সপ্তাহে লং মার্চের ঘোষণা দিয়ে সমাবেশ শেষ করেন শিক্ষার্থীরা।

এ সময় তারা খুলবে না আর খুলবে না, এই তালা আর খুলবে না, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে মানতে হবে, প্রশাসনের বাজেট মানি না মানবো না, বৈষম্যের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও, বাতিল বাতিল বাতিল চাই, বৈষম্যের বাজেট বাতিল চাই, ইউজিসির বৈষম্য মানি না মানবো না, বাজেট নিয়ে বৈষম্য, মানি না মানবো না, বৈষম্যের গদিতে, আগুন জ্বালো একসাথে সহ বিভিন্ন স্লোগান দেন।

এ সময় ইসলামিক ইস্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান তানজীল বলেন, আমরা আমাদের এই প্রশাসনের প্রতি চরম হতাশ। আমাদের জুলাই আন্দোলনের কারণেই তারা চেয়ারে বসতে পেরেছে। কিন্তু তারা শিক্ষার্থীদের দাবি পূরণে ব্যর্থ। আমাদের আস্থার জায়গাটাও তারা হারিয়ে ফেলেছে। জগন্নাথের মতো একটা জায়গার চেয়ারে থেকে যদি এমন করেন তাহলে বলবো প্লিজ চেয়ারটা ছেড়ে দেন।

আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, যুগ যুগ ধরে জবিয়ানরা বৈষম্যের শিকার। প্রশাসনের উচিত ছিল- এই বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়া। কিন্তু তারা তা করেনি। আজকের এই কর্মসূচির মাধ্যমে ঘোষণা করতে চাই যদি শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেও আপনারা আমাদের দাবি মেনে না নেন তাহলে আমরা যেকোনো পদক্ষেপ গ্রহণ করব। পরে যদি কিছু হয় তাহলে আমাদের দায়ভার দিতে পারবেন না। আপনাদের ভালোই ভালোই বলছি আমাদের এই দাবি মেনে নেন।

বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী একেএম রাকিব বলেন, চার দফা দাবি নিয়ে আমরা আন্দোলন শুরু করেছি। কিন্তু প্রশাসনের গাফিলতির কারণে আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে না। দাবি আদালতের আগামী সপ্তাহে আমরা লং মার্চ করার সিদ্ধান্তে নিয়েছি।

সমাবেশে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের উল্লিখিত চার দফা দাবিগুলো হলো

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি এবং অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা অন্তর্ভুক্ত করা। দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ এবং পুরান ঢাকায় ড. হাবিবুর রহমান হল ও বাণী ভবনের নির্মাণকাজ আগামী ১০ মে’র মধ্যে শুরু করা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ১৫ দিন অন্তর দ্বিতীয় ক্যাম্পাস ও হল নির্মাণ কার্যক্রমের অগ্রগতি মুক্তমঞ্চে ব্রিফ করার বাধ্যবাধকতা আরোপ। আগামী ১৫ মে’র মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে বার্সার মুখোমুখি না হওয়ায় খুশি পিএসজি কোচ

আবারও সোনার দামে বড় পতন

রাজশাহীতে ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রতি আসনে একক প্রার্থী দিবে সমমনা ইসলামী দলগুলো

সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কৌশলগত নেতৃত্বের প্রয়োজন : সেনাপ্রধান

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল চাই খেলাফত মজলিস

‘আপনাকে যাতে জুলাইয়ের গাদ্দার বলে ঘোষণা দেওয়া না লাগে’

ভারতের হামলায় যে প্রতিক্রিয়া জানালেন মাহিরা খান ও হানিয়া আমির

ব্যাংক খোলা থাকবে চলতি মাসের দুই শনিবার

১০

প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে বিনিয়োগে আগ্রহী জাইকা

১১

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ / ‘জড়িতদের শাস্তির আওতায় না আনতে পারলে আমি চলে যাব’

১২

উপাচার্যের পদত্যাগের দাবিতে ববি উত্তাল, পাঠদান কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি

১৩

আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় সরকারকে জবাবদিহি করতে হবে : সারজিস

১৪

জুলাই ফাউন্ডেশন থেকে স্নিগ্ধর পদত্যাগ 

১৫

আ.লীগের ক্লিন ইমেজধারীদের বিএনপির সদস্য হওয়া সংক্রান্ত খবরের প্রতিবাদ রিজভীর

১৬

টাঙ্গাইলে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, চালকসহ নিহত ৩

১৭

পিলখানা হত্যাকাণ্ড তাপসের নেতৃত্বে, জড়িত নানক-মির্জা আজম : আদালতে সাক্ষী

১৮

নাহিদ-রিশাদকে দ্রুত পাকিস্তান থেকে ফেরাতে চায় বিসিবি

১৯

পাকিস্তানের হামলা ঠেকাতে এস-৪০০ ব্যবহার করছে ভারত

২০
X