জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ব্যক্তিগত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ায় রুটিন দায়িত্ব পালন করবেন প্রো-ভাইস-চ্যান্সেলর (উপ-উপাচার্য) অধ্যাপক মো. লুৎফর রহমান।
বৃহস্পতিবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ আগামী ৯ মে থেকে ১৭ মে পর্যন্ত সিঙ্গাপুর ও থাইল্যান্ডে অবস্থান করবেন। এই সময়কালে তিনি বহিঃ বাংলাদেশ ছুটিতে থাকবেন।
উপাচার্যের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ভিসির রুটিন দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশটি বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, বিভাগীয় ও দপ্তর প্রধান, আইসিটি পরিচালক এবং আঞ্চলিক কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে। এছাড়াও, এটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশের জন্য আইসিটি দপ্তরকে এবং অন্যান্য সংশ্লিষ্ট শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ গত বছরের ২৮ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের একজন প্রাক্তন শিক্ষক। অন্যদিকে, রুটিন দায়িত্ব পাওয়া প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান গত বছরের ৯ অক্টোবর এই পদে যোগদান করেন। তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক।
মন্তব্য করুন