ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৫, ০১:৫২ পিএম
আপডেট : ১৪ মে ২০২৫, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ 

ভিসির বাসভবনের সামনে ছাত্রদলের অবস্থান । ছবি : কালবেলা
ভিসির বাসভবনের সামনে ছাত্রদলের অবস্থান । ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এএফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় জড়িতদের বিচার ও শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার দায়ে ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (১৪ মে) দুপুর বারোটায় ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে এই দাবি জানান ছাত্রদলের নেতাকর্মীরা।

বিক্ষোভে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রক্ত ঝরবে এটা আমরা কখনো ভাবিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অনতিবিলম্বে যদি আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ না দেখি তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করব।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, গতকাল ঢাবি শিক্ষার্থী সাম্যকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাতে আমরা বলতে পারি ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীরা আর নিরাপদ নয়। এর আগে ঢাবিতে তোফাজ্জল নামক এক মানসিক ভারসাম্যহীন হত্যার শিকার হয়েছে। এসব ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায়ভার নিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই দায়ভার কোনোভাবে এড়িয়ে যেতে পারেন না। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।

বিক্ষোভে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, গতকাল রাত থেকে এখন পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টর থেকে কোনো স্পষ্ট বক্তব্য এখনো পাইনি। আগামীতে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীও যেন কোনো হামলার শিকার না হয় আমরা সে দাবি জানাচ্ছি। আমাদের কোনো শিক্ষক যাতে ছাত্রদলের হাতে অপদস্থ না হয় আমরা আমাদের নেতাকর্মীদের সে নির্দেশনা দিয়েছি। কিন্তু ভিসি স্যার কাল রাতে আমাদের নেতাকর্মীদের সাথে যে আচরণ করেছেন তা কখনো গ্রহণযোগ্য নয়। আপনারা শিক্ষার্থীদের দাবি অনুযায়ী সসম্মানে পদত্যাগ করুন। আগামীতে যদি ছাত্রদলের একজন কর্মীও হামলার স্বীকার হয় আর অন্তর্বর্তী সরকার কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা এই সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলব। আমরা সাম্য হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে সরকারের নিকট আহ্বান জানাচ্ছি। এছাড়াও শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হওয়ার দায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবি জানাচ্ছি।

বিক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ ও ঢাকা মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ইলিশ ১০ হাজার টাকা

ভাতের হোটেলের পাওনা চাওয়ায় গুলি

ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না : সেলিমুজ্জামান

‘জনগণের অধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে কাজ করছে বিএনপি’

নিউইয়র্কের প্রবাসীদের এনআইডি কার্যক্রমের উদ্বোধন

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ফের জামায়াতের সমালোচনা করলেন হেফাজত আমির

জবি ক্যাম্পাসে ছাত্রদল নেতা হাসিবুলের প্রথম জানাজা সম্পন্ন

গণতন্ত্রে উত্তরণে বিশ্বের সমর্থন পাওয়া গেছে : মির্জা ফখরুল

আমরা পা ছেড়ে মাথার রগে ফোকাস করছি, মজার ছলে সর্ব মিত্র

১০

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

১১

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

১২

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

১৩

আবারও ইনজুরিতে ইয়ামাল

১৪

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

১৫

খুলনায় ছেলের হাতে বাবা খুন

১৬

চাকসু নির্বাচন / ১৫ সেকেন্ডে দিতে হবে ১ ভোট

১৭

‘ভোটের অধিকার না থাকায় শ্রমজীবীরা বেশি অমর্যাদার শিকার’

১৮

এক গ্রামে ১১ জনের শরীরে মিলল অ্যানথ্রাক্সের উপসর্গ

১৯

থানায় জিডি করলেন সালাউদ্দিন টুকু

২০
X