সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য শাহাদাৎ হোসেন আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের সব পদ থেকে পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (১৩ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে তিনি জানান, ছোটবেলা থেকেই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ছিলেন এবং অনার্স প্রথম বর্ষ থেকে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। দীর্ঘ সময় ধরে তিনি বিএনপি ও অঙ্গ সংগঠনের সব কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং দলের জন্য নিরলসভাবে কাজ করেছেন।
তবে তার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং পরিবারের ভোগান্তি তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তিনি জানান, তার একমাত্র মামা ২০১৬ সালের জানুয়ারিতে গ্রেপ্তার হন এবং ৪৫ দিন গুম থাকার পর তিনটি ‘গায়েবি মামলা’ দিয়ে আদালতে হাজির করা হয়। এ ঘটনায় তাদের পরিবার এখনো মানসিকভাবে বিপর্যস্ত।
শাহাদাৎ হোসেন বলেন, ৫ আগস্টের পর অনেকেই খুশি হলেও আমাদের পরিবারের খুশি যেন এখনো কারাগারে বন্দি। যে রাজনীতি আমার মা-নানির চোখের পানি মুছাতে পারে না, সে রাজনীতি করে কী হবে?
তিনি আরও বলেন, আমি শাহাদাৎ হোসেন, সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে আমার সব পদ থেকে পদত্যাগ করছি।
মন্তব্য করুন