একটি বিশ্ববিদ্যালয় ক্লাব, এক ঝাঁক তরুণ অভিযাত্রী, আর সামনে দাঁড়িয়ে হিমালয়ের বিশালতর দেয়াল। মনে হবে এ যেন সিনেমার দৃশ্যপট। কিন্তু এটি ছিল বাস্তব। ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) অ্যাডভেঞ্চার ক্লাবের ২৩ জন সদস্য সম্প্রতি সফলভাবে অতিক্রম করেছেন বিশ্বের অন্যতম বিখ্যাত ট্রেকিং গন্তব্য নেপালের অন্নপূর্ণা বেস ক্যাম্প (এবিসি)। যার উচ্চতা ৪ হাজার ১৩০ মিটার (১৩,৫৫০ ফুট)।
১৪ থেকে ২৪ মে পর্যন্ত চলা এই দশ দিনের অভিযান ছিল শুধুই পাহাড় জয় নয়, এটি ছিল মানসিক দৃঢ়তা, দলগত চেতনা ও প্রকৃতির সঙ্গে আত্মিক সংযোগের এক ব্যতিক্রমী অভিজ্ঞতা। খাড়া চূড়া, অনিশ্চিত আবহাওয়া আর শ্বাসরুদ্ধকর উচ্চতায় হাঁটতে হাঁটতে দলটি অবশেষে ১৯ মে পৌঁছে যায় আইকনিক সেই বেস ক্যাম্পে, যা ক্লাবের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল মাইলফলক।
এই অভিযানে নেতৃত্ব দেন ইউল্যাব অ্যাডভেঞ্চার ক্লাবের উপদেষ্টা ও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের পরিচালক মৈনাক কানুনগো। কঠোর জলবায়ু প্রটোকল মেনে এবং সুপরিকল্পিত প্রস্তুতির মাধ্যমে দলটি কোনো বড় স্বাস্থ্যঝুঁকি ছাড়াই সফলভাবে অভিযান সম্পন্ন করে।
এ বিষয়ে মৈনাক কানুনগো বলেন, এটি কেবল একটি ট্রেক ছিল না, এটি ছিল একটি রূপান্তরকারী যাত্রা। প্রকৃতির সঙ্গে এমন ঘনিষ্ঠ সংযোগ, সীমার পরীক্ষা, আর একে অপরের ওপর নির্ভরশীলতার এই অভিজ্ঞতা অংশগ্রহণকারীদের জীবনে একটি স্থায়ী ছাপ রেখে যাবে।
এই অভিযান প্রমাণ করেছে, অ্যাডভেঞ্চার শুধু পাহাড় ডিঙানোর নাম নয়, বরং এটি অন্তর্জগতের জয়, দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং নেতৃত্ব গড়ার এক শক্তিশালী মাধ্যম।
মন্তব্য করুন