লোকসান ও ঋণের সম্মুখীন হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হলের ক্যান্টিন পরিচালক সুমন পালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। আপাতত হলের ক্যান্টিন বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন আবাসিক শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে হলের ক্যান্টিনে গেলে শিক্ষার্থীরা ক্যান্টিন বন্ধ দেখতে পান। পরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ক্যান্টিন ও বাইরের খাবারের হোটেল থেকে নাস্তা করেন তারা।
ক্যান্টিনের বাবুর্চি বেলাল জানান, হলের ক্যান্টিন চালাতে গিয়ে লোকসান ও ঋণের সম্মুখীন হয় সুমন। আজ মাসের শেষ দিন ক্যান্টিনে আয়-ব্যয়ের হিসাব করার কথা। ক্যান্টিনের গ্যাস মালিকদের ও অন্যদের টাকা পরিশোধ করার চাপ সহ্য করতে না পেরেই তিনি ও তার লোকজন পালিয়েছে।
জানা যায়, বুধবার (৩০ আগস্ট) রাতের খাবার পরিবেশনের পর বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল থেকেই খোঁজ নেই সুমন ও তার কর্মচারীদের। তারা ক্যান্টিন পরিচালনার দায়িত্বে নতুন ছিলেন। সুমন ও তার লোকজন পালিয়ে যাওয়ার কারণে পর্যাপ্ত টাকা না থাকায় এই মুহূর্তে ক্যান্টিন চালু করা সম্ভব নয় বলে জানান বাবুর্চি বেলাল। পলাতক ক্যান্টিন পরিচালক সুমনকে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।
হলের আবাসিক শিক্ষার্থী শুভ মণ্ডল জানান, সকালে ঘুম থেকে ওঠার পর ক্যান্টিনে গিয়ে দেখতে পাই খাবার নেই। পরে শুনি ক্যান্টিনের পরিচালক ও তার লোকজন পালিয়েছে। এখন অন্য হলের ক্যান্টিন আর বাইরের হোটেল থেকে খেতে হবে। এ ভোগান্তি দূর করার জন্য কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে শের-ই-বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া বলেন, ঘটনা সম্পর্কে আমি অবগত ছিলাম না। শিক্ষার্থীদের সুবিধার্তে দ্রুতই বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন