

বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ছাত্রসমাবেশ। এই সমাবেশের অর্ডারের খাবার তৈরিতে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের ক্যান্টিনগুলো। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, তাদের জন্য রান্নাই হয়নি অনেক ক্যান্টিনে। কিছু ক্যান্টিনে খাবার রান্না হলেও বহিরাগতরা খেয়ে যাওয়ায় খাবার শেষ হয়ে গেছে। এমনকি হল থেকে যারা সমাবেশে গেছেন, শুধু তারাই খাবার পেয়েছেন এমন অভিযোগও করেন তারা।
শুক্রবার (১ সেপ্টেম্বর) হল ক্যান্টিনগুলোর মালিক ও ম্যানেজারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সমাবেশের অর্ডারের খাবার তৈরি করায় ক্যান্টিনে অন্য খাবার তৈরি করা হয়নি। অর্ডারের অতিরিক্ত কিছু খাবার ছিল, যা দুপুর ১২টার আগেই শেষ হয়ে যায়। এর পরে গিয়ে কেউ আর খাবার পাননি।
সাধারণ শিক্ষার্থীরা ক্যান্টিনে খাবার না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘হলের ক্যান্টিনে ছাত্রলীগের প্রোগ্রামে যারা যাবে, তাদের জন্য অর্ডার দিয়ে খাবার রান্না করা হয়েছে, যারা সাধারণ শিক্ষার্থী আছে, তাদের জন্য তেমন খাবার নেই। পরে কিছু খাবার পেয়েছি, তবে অনেকেই খাবার পায়নি।’
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী তানভীর বলেন, ‘ক্যান্টিনে কোনো রান্না হয় নাই। শুধু সমাবেশের জন্য অর্ডার ছিল। আমরা এখন রুমে রান্না করছি।’
এ বিষয়ে জানতে চাইলে জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ বিল্লাল হোসেন বলেন, ‘হলের ক্যান্টিনে খাবার রান্না না হওয়ার বিষয়টা জানা নেই। তবে এটা ঠিক হয়নি। বিষয়টি দেখছি।’
শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, ‘হলের যারা প্রোগ্রামে যাবে, তাদের জন্য ছাত্রলীগের পক্ষ থেকে ক্যান্টিনে খাবার দেওয়া হয়েছে। পাশাপাশি এত পরিমাণ বহিরাগত খাওয়া-দাওয়া করেছে যে, হলের শিক্ষার্থীরা খাবার পায়নি অনেকে।’
জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুর রহিম বলেছেন, ‘ছাত্রলীগের প্রোগ্রাম থাকায় একটু ওভারলোড হয়েছে, এটা নিয়মিত কোনো ঘটনা নয়। আর শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি।’
মন্তব্য করুন