রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন কোনো প্রকার দরপত্র আহ্বান না করেই (টেন্ডার ছাড়াই) ক্যাফেটেরিয়ার লিজ (ইজারা) দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক চুক্তিপত্রে জানা যায়, গত ৩১ জুলাই নতুন প্রতিষ্ঠান সেফ অ্যান্ড সেভকে আগামী পাঁচ বছরের জন্য চুক্তি স্বাক্ষর করে ক্যাফেটেরিয়া হস্তান্তর করা হয়েছে। চলতি বছরের ১৩ আগস্ট এ প্রতিষ্ঠানটি ক্যাফেটেরিয়া পরিচালনা শুরু করে।
জানা যায়, ক্যাফেটারিয়া লিজ কার্যক্রম পরিচালনা করতে একজন শিক্ষক ও দুজন কর্মকর্তার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। তাদের নিয়ন্ত্রণেই লিজ কার্যক্রম সম্পূর্ণ হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, দরপত্র আহ্বান না করেই অর্থাৎ টেন্ডার ছাড়াই ক্যাফেটারিয়ার লিজ কার্যক্রম পরিচালনা কমিটির সদস্যর ব্যক্তিগত পছন্দ অনুযায়ী ‘সেফ অ্যান্ড সেভ’-কে ক্যাফেটেরিয়া প্রদানের সুপারিশ করে।
ক্যাফেটেরিয়ার লিজ নেওয়ার বিষয়ে জানতে চাইলে ক্যাফেটারিয়ার পরিবেশক মুরাদ মাহমুদ কালবেলাকে বলেন, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে ক্যাফেটেরিয়া নিয়েছি। যখন জানতে পারি ক্যাফেটেরিয়া লিজ দেওয়া হবে তখন আমি যোগাযোগ করি। এরপর ট্রেজারারের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি হয়।
টেন্ডার ছাড়াই বিশ্ববিদ্যালয়ের সম্পদ লিজ প্রদান করা যায় কি না এমন প্রশ্নের উত্তরে ক্যাফেটারিয়া পরিচালক উমর ফারুক বলেন, টেন্ডার হয়েছে কি না বিশ্ববিদ্যালয় প্রশাসন ভালো জানে। আমরা কমিটি গঠন করে শুধু একটা মতামত দিয়েছি। কমিটি একটা মূল্যায়ন দিয়েছে। সে মূল্যায়নের আলোকে বিশ্ববিদ্যালয় একটা সিদ্ধান্ত দিয়েছে।
এ বিষয়ে ট্রেজারার জানান, ‘আমি এই বিষয়ে কিছু বলতে পারব না। আমি শুধু চুক্তিপত্রে স্বাক্ষর দিয়েছি। বাকি সব কাজ পরিচালক উমর ফারুক দেখছেন।’
মন্তব্য করুন