তিন দশকের বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন উপলক্ষে রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নিজেদের পূর্ণাঙ্গ ও আংশিক প্যানেল ঘোষণার মাধ্যমে শুরু করেছে নির্বাচনী যাত্রা। প্রতিটি পদে স্বতন্ত্র ও বিভিন্ন সংগঠন সমর্থিত প্রার্থীদের মাঝে জমজমাট ‘ভোটযুদ্ধ’ হবে, এমনই প্রত্যাশা সাধারণ ভোটারদের।
এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৫টি পদের বিপরীতে মোট ১৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে এরইমাঝে পাঁচটি পূর্ণাঙ্গ ও তিনটি আংশিক প্যানেল ঘোষণা করে ঘোষণা করেছে বেশ কয়েকটি সংগঠন। এর মধ্যে ছাত্রদল, ছাত্রশিবির ও বাগছাস সমর্থিত তিনটি, প্রগতিশীলদের আলাদা তিনটি (ছাত্র ইউনিয়নের অংকুর-অর্কসহ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন, ছাত্র ইউনিয়নের ইমন-তানজিম অংশসহ ছাত্রফ্রন্টের একাংশ এবং ছাত্রফ্রন্টের আরেক অংশ) এবং জিতু-শাকিল ও মেঘের নেতৃত্বে আলাদা স্বতন্ত্র দুটি প্যানেল ঘোষণা করা হয়েছে। এ ছাড়া প্যানেলের বাইরে থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিভিন্ন পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন অনেকে।
ছাত্রদল :
কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে ছাত্রদল। সহ-সভাপতি পদে শেখ সাদী হাসান ও সাধারণ সম্পাদক পদে তানজিলা হোসাইন বৈশাখীর নেতৃত্বে প্যানেল ঘোষণা করেছে শাখা ছাত্রদল।
সহসাধারণ সম্পাদক (পুরুষ) পদে সাজ্জাদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক (নারী) পদে আনজুমান আরা ইকরা, শিক্ষাগবেষণা সম্পাদক পদে ইয়ামিন হাওলাদার, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে লিখন চন্দ্র রায়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে জাহিদ হাসান খান, সাংস্কৃতিক সম্পাদক পদে আবিদুর রহমান, সহসাংস্কৃতিক সম্পাদক পদে পারভেজ হাসান (নিশান), নাট্য সম্পাদক পদে আমিনুল ইসলাম, তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে জাবের হাসান, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক পদে তাওহিদুর রহমান খান, সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক (পুরুষ) পদে শাকিল সর্দার, সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক (নারী) পদে কাজী মৌসুমী আফরোজ, ক্রীড়া সম্পাদক পদে উজ্জ্বল হাসান, সহ-ক্রীড়া (পুরুষ) পদে রুহুল আমিন সুইট, সহ-ক্রীড়া (নারী) পদে শাহানাজ পারভীন (শানু), পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে জহিরুল ইসলাম, স্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা সম্পাদক পদে মমিনুল ইসলাম নির্বাচন করবেন।
নারীদের জন্য নির্ধারিত তিনটি কার্যকরী সদস্যপদে আছেন সুমাইয়া সুলতানা, হ্যাপি আক্তার ও শায়লা সাবরীন। আর ছেলেদের জন্য নির্ধারিত তিনটি কার্যকরী সদস্যপদে হামিদুল্লাহ সালমান, মেহেদী হাসান ও এ এম রাফিদুল্লাহ। তবে নিয়মিত ছাত্রত্ব না থাকায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না শাখা ছাত্রদলের শীর্ষ পদধারী নেতারা।
সমন্বিত শিক্ষার্থী জোট (ছাত্রশিবির)
ছাত্রশিবিরের নেতৃত্বে গঠিত প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে শাখা ছাত্রশিবিরের সদস্য আরিফুল্লাহ আদিব এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মাজহারুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ছাত্রশিবির–সমর্থিত প্যানেলে সহসাধারণ সম্পাদক (ছেলে) পদে ফিরদৌস আল হাসান ও সহসাধারণ সম্পাদক (মেয়ে) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে শাফায়েত মীর, ক্রীড়া সম্পাদক পদে শফিউজ্জামান শাহীন, সহক্রীড়া সম্পাদক (ছেলে) পদে মাহাদী হাসান, সহক্রীড়া সম্পাদক (মেয়ে) পদে লুবনা, আইটি ও গ্রন্থাগার সম্পাদক পদে রাশেদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে শাহরিয়ার ও সহসাংস্কৃতিক সম্পাদক পদে রায়হান উদ্দিন নির্বাচন করবেন।
এ ছাড়া নাট্য সম্পাদক পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী রুহুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আবু উবায়দা উসামা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে জাহিদুল ইসলাম, সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক পদে হাফেজ আরিফুল ইসলাম, সহসমাজসেবা ও সহমানবসেবা উন্নয়নবিষয়ক সম্পাদক (ছেলে) পদে তৌহিদ হাসান, সহসমাজসেবা ও সহমানবসেবা উন্নয়নবিষয়ক সম্পাদক (মেয়ে) পদে নিগার সুলতানা ছাত্রশিবিরের প্রার্থী হয়েছেন।
কার্যকরী সদস্য (মেয়ে) পদে রয়েছেন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী ফাবলিহা জাহান, ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাবিলা বিনতে হারুন ও আইন বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান। কার্যকরী সদস্য (ছেলে) পদে মনোনয়ন দাখিল করেছেন গণিত বিভাগের শিক্ষার্থী হাফেজ তরিকুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু তালহা, রসায়ন বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক রাকিবুল ইসলাম, বোটানি বিভাগের শিক্ষার্থী ও কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের সভাপতি মুহিবুল্লাহ ও দৃষ্টিপ্রতিবন্ধী প্রথম বর্ষের শিক্ষার্থী মুহসিন ইসলাম।
শিক্ষার্থী ঐক্য ফোরাম (বাগছাস)
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জাবি শাখা সমর্থিত এই প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে নির্বাচন করবেন বাগছাসের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন সংগঠনের সদস্যসচিব আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম।
শিক্ষার্থী ঐক্য ফোরামের প্যানেলে সহসাধারণ সম্পাদক (ছেলে) পদে সংগঠনের যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আয়ান, সহসাধারণ সম্পাদক (মেয়ে) পদে মালিহা নামলাহ, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফারহানা বিনতে জিগার ফারিনা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণবিষয়ক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মাজিউর রহমান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক পদে রাঈদ হোসেন, সহসাংস্কৃতিক সম্পাদক পদে ফাতেমা তুজ জোহরা (বৈশাখী), সহক্রীড়া সম্পাদক (নারী) পদে সাবিকুন্নাহার (পলি), সহক্রীড়া সম্পাদক (পুরুষ) রিং ইয়ং মুরং (রুশদ), তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে সফিব আল মাহমুদ অর্ণব, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক আহসান লাবীব, সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক (নারী) পদে নাদিয়া রহমান অন্বেষা, সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক (পুরুষ) পদে কাজী মেহরাব (তুর্য), স্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা–বিষয়ক সম্পাদক পদে নাসিম আল তারিক, পরিবহন ও যোগাযোগ সাম্পাদক মো. নাহিদ হাসান (ইমন) নির্বাচন করবেন।
এ ছাড়া কার্যকরী সদস্যপদে নারীদের জন্য নির্ধারিত পদে নির্বাচন করবেন পৃষতী খান, তানজিলা তাসনীম সেতু, আফিয়া ইবনাত সামিহা। আর কার্যকরী সদস্যপদে ছেলেদের জন্য নির্ধারিত তিনটি পদে নির্বাচন করবেন সাদাত হানে ইসলাম, জ্বামীন আহমেদ ও মোহাম্মদ আলী চিশতি।
প্যানেলে কাঙ্ক্ষিত পদে প্রার্থী হতে না পেরে সংগঠন থেকে পদত্যাগ করে সহসাধারণ সম্পাদক পদে স্বতন্ত্রভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন নাজমুল ইসলাম। আরেক যুগ্ম আহ্বায়ক কাউসার আলমও স্বতন্ত্রভাবে সহসাধারণ সম্পাদক পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।
‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’
প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু ও সাধারণ সম্পাদক পদে লড়বেন গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. শাকিল আলী।
এই প্যানেল থেকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইতিহাস ৫০ ব্যাচের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম ভূঁঞা। এ ছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে হাসিবুল হাসান ইমন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে তুর্য কির্তনীয়া, সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ ইফরাত আমিন অক্ষর, সহসাংস্কৃতিক সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন, নাট্য সম্পাদক পদে মো. এরশাদ মিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সহক্রীড়া সম্পাদক (নারী) পদে সৈয়দা আলভী খোরশেদ (নিতুল), তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে সৌরভ কুমার বিশ্বাস (শুভ), সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে আইরিন সুলতানা আখি, সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) পদে জান্নাতুল ফিরদাউস আনজুম, সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে শরিফ মুহাম্মদ, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে মো. রায়হান, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে শামীম লড়বেন। এ ছাড়া কার্যকরী সদস্য- (পুরুষ) হিসেবে তানজিদ বিশ্বাস রিচ, সুলতানুল মুল্ক শুভ ও মোহাম্মদ মাহদী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সহক্রীড়া সম্পাদক (নারী) পদে সৈয়দা আলভী খোরশেদ (নিতুল), তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে সৌরভ কুমার বিশ্বাস (শুভ), সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে আইরিন সুলতানা আখি, সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) পদে জান্নাতুল ফিরদাউস আনজুম, সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে শরিফ মুহাম্মদ, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে মো. রায়হান, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে শামীম লড়বেন। এ ছাড়া কার্যকরী সদস্য- (পুরুষ) হিসেবে তানজিদ বিশ্বাস রিচ, সুলতানুল মুল্ক শুভ ও মোহাম্মদ মাহদী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মন্তব্য করুন