

চলচ্চিত্রে এখন আর নিয়মিত না হলেও, চিত্রনায়িকা অপু বিশ্বাস কিন্তু বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন ব্যবসা নিয়ে। বিভিন্ন শোরুমের উদ্বোধন, নিজের পার্লার পরিচালনা—সব মিলিয়ে এখন তিনি একেবারে ব্যবসায়ী মুডে।
এক সাক্ষাৎকারে অপু জানিয়েছিলেন, একসময় তার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তবে এখন সে অবস্থার অনেক উন্নতি হয়েছে। সিনেমায় বর্তমানে কাজ না থাকলেও তিনি থেমে নেই—নিজের ব্যবসা বড় করতেই মনোযোগী হয়েছেন।
সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছে ‘প্রিন্স কাট’ সেলুনটি। শোনা যায়, টিকটকে পরিচিত মুখ প্রিন্স মামুনের এই সেলুন কিনে নিয়েছেন অপু বিশ্বাস। এ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে, অনেকে তো বলছেন—নায়িকা নাকি জোর করেই সেলুনটি কিনেছেন!
এ বিষয়ে জানতে চাইলে প্রিন্স মামুন সাংবাদিকদের বলেন, ‘অপু আপুর সঙ্গে কী ধরনের চুক্তি হয়েছে, সেটা আমরা পরে জানাব। আপাতত সেলুনটি অপু আপুই পরিচালনা করছেন।’
এ প্রসঙ্গে সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপু বিশ্বাস বলেন, ‘যখন কোনো কিছু বিক্রি হয়ে যায়, তখন সেটা যার কিনেছেন, তারই হয়ে যায়।’
তিনি আরও জানান, সেলুনটি এখন তিনজন মিলে চালাবেন।
এই সেলুনে তিনজন আছেন—অপু বিশ্বাস, মাসুদ খান এবং কাজী মাহফুজ। তারা একসঙ্গে এটি পরিচালনা করবেন বলে জানিয়েছেন অপু।
সিনেমার পর্দায় না থাকলেও অপু বিশ্বাস প্রমাণ করে দিচ্ছেন, তিনি অন্য পথেও নিজের অবস্থান তৈরি করতে জানেন। আর ‘প্রিন্স কাট’ নিয়ে গুঞ্জন যাই হোক না কেন, অপু জানিয়ে দিলেন—বিক্রি মানেই মালিকানা বদল এবং সেটা এখন তার।
মন্তব্য করুন