কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন বিস্তারিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জুনিয়র বৃত্তি পরীক্ষা (২০২৫) শুরু হবে আগামী ২১ ডিসেম্বর থেকে। সূচি অনুযায়ী ২৪ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হবে। পরীক্ষার আগে ও পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের বেশ কিছু নিয়ম ও নির্দেশ মেনে চলতে হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত পরীক্ষার রুটিন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রকাশিত রুটিনে নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষের আসনে বসতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা নিতে হবে। পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে সংগ্রহ করবে। তারা নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি-পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনসহ অন্য কোনো ইলেকট্রনিকস ডিভাইস সঙ্গে আনতে পারবে না। বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে ফরম পূরণ চলবে ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত এবং সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ ১২ অক্টোবর। প্রশ্নপত্র বণ্টন ও যাচাইকরণের কাজ হবে ২৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। ১৬ থেকে ২৩ নভেম্বরের মধ্যে প্রশ্নপত্র জেলা প্রশাসকদের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হবে।

পরীক্ষার্থীদের প্রবেশপত্র বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ১০ ডিসেম্বর। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০২৬ সালের ৩১ জানুয়ারি।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের ধরন ও নম্বর বণ্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।

এতে বলা হয়েছে, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলা, ইংরেজি, গণিতে ১০০ করে, বিজ্ঞানে ৫০ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৫০ নম্বর করে মোট ৪০০ নম্বরে পরীক্ষা হবে। প্রতিটি পরীক্ষার সময় ৩ ঘণ্টা।

গত ৩ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি) জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা ২০২৫ প্রকাশ করে। নীতিমালা অনুযায়ী, মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণির সর্বোচ্চ ২৫ শতাংশ শিক্ষার্থী (সপ্তম শ্রেণির সব প্রান্তিকের সামষ্টিক মূল্যায়নের ফলের ভিত্তিতে) জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। জাতীয় স্টিয়ারিং কমিটি সময়ে সময়ে এ সংখ্যা পুনর্নির্ধারণ করতে পারবেন।

এই পরীক্ষায় শিক্ষার্থীদের ট্যালেন্টপুল বৃত্তি ও সাধারণ বৃত্তি দেওয়া হবে। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। সব ধরনের বৃত্তির ৫০ শতাংশ ছাত্র ও ৫০ শতাংশ ছাত্রীর জন্য নির্ধারিত থাকবে। তবে নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে ছাত্রের বৃত্তি ছাত্রী দ্বারা এবং ছাত্রীর বৃত্তি ছাত্র দ্বারা পূরণ করা যাবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, যদি কোনো শিক্ষার্থী বিদ্যালয় থেকে ছাড়পত্র গ্রহণের মাধ্যমে অন্য বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে ভর্তি হয়ে থাকে, তাহলে তাকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া যাবে। সে ক্ষেত্রে শিক্ষার্থীর পূর্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে মেধাক্রম বিবেচনা করে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহ আমানত বিমানবন্দরে পাইপলাইনে জেট ফুয়েল পাঠানো শুরু 

লঙ্কানদের অল্পতেই থামাল পাকিস্তান

এক নারীকে স্ত্রী দাবি করে দুই পুরুষের টানাটানি

চট্টগ্রামে ধর্ম উপদেষ্টার মানবতার বার্তা

নিউইয়র্কের ঘটনায় তাসনিম জারার প্রতিক্রিয়া

জাতিসংঘে ট্রাম্পের জ্বালাময়ী বক্তব্য, একাধিক রাষ্ট্রকে তুলাধুনা

সৌদি আরবের গ্র্যান্ড মুফতির মৃত্যুতে জমিয়তের শোক

বিনা মূল্যে ভিনিকে বিদায় জানাতেও আপত্তি নেই রিয়ালের!

ঢাকার জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ১৬০০ বৃক্ষরোপণ

বিএনপির বিরুদ্ধে ভয়ংকর অপপ্রচার চালানো হচ্ছে : নীরব

১০

ট্রলি ব্যাগের হাতলে লুকানো ছিল ইয়াবা, যেভাবে ধরা পড়লেন দুই নারী

১১

বালিশকাণ্ডে চাকরি গেছে প্রকৌশলীর, একজনের কমেছে বেতন

১২

বিএনপির ভাবমূর্তি নষ্টে কয়েকটি দল সক্রিয় : আনোয়ার

১৩

ঐক্য ধরে রাখতে বিএনপি নেতার খিচুড়ি বিতরণ

১৪

কোরআন-সুন্নাহর শিক্ষায় জীবন গড়ার আহ্বান চসিক মেয়রের

১৫

ফাতেহা-ই-ইয়াজদাহম ৪ অক্টোবর

১৬

পাকিস্তানি পেস ঝড়ে লঙ্কানদের ব্যাটিং ধস

১৭

জনগণের অপছন্দনীয় কাজ করা যাবে না : আজাদ

১৮

এক দিনের ব্যবধানে স্বর্ণের দামে আবার রেকর্ড

১৯

দুর্গাপূজায় ৭০০ পূজামণ্ডপ ঝুঁকিপূর্ণ : সনাতনী জোট

২০
X