ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব অভিযোগ করে বলেছেন, ৫ আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে ভয়ংকর অপপ্রচার চালানো হচ্ছে। তবে যতই ষড়যন্ত্র হোক, জনগণের ভোটাধিকারের লড়াই থেকে বিএনপি সরে দাঁড়াবে না।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের তেজগাঁও শিল্পাঞ্চল থানা শাখার উদ্যোগে থানাধীন এলাকায় মশক নিধন, পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নীরব বলেন, জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরেও তা বানচাল করার অপচেষ্টা করছে একাত্তরের পরাজিতরা। তারা অতীত আদর্শ ভুলতে পারছে না। তাই নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্র করছে। বিএনপি তা হতে দেবে না। দেশে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পরও বিএনপি এখনো দেশের মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করে যাচ্ছে।
তিনি বলেন, পিআর সিস্টেম কী, সেটা আমিই বুঝি না। তাহলে দেশের জনগণ কীভাবে বুঝবে? পিআর পদ্ধতির মাধ্যমে দেশের জনগণের ভোটাধিকার নষ্ট হবে।
যুবদলের সাবেক এই সভাপতি বলেন, যারা চাঁদাবাজি-সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তারা কোনো দলের না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের নেতাকর্মীরা জনগণকে ভালোবেসে তাদের আশার প্রতিফলন ও আস্থা নিয়ে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির আহ্বায়ক আইনুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে এবং থানা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মো. সোলায়মানের সঞ্চালনায় কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন-তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্মআহ্বায়ক আবু বাকার বক্কর, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মনসুর খান দীপক, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ছাত্রদলের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন সৈকত, থানা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ মনিরুজ্জামান মনির, থানা ছাত্রদলের সভাপতি আবু বক্কর সিদ্দিক সুমন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান মানিক, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ আলম সাজু প্রমুখ।
মন্তব্য করুন