নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধুকে ভিডিও কলে রেখে নোবিপ্রবির ছাত্রীর আত্মহত্যা

লাশবাহী গাড়ি। ছবি : কালবেলা
লাশবাহী গাড়ি। ছবি : কালবেলা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক ছাত্রী ভিডিও কলে বন্ধুকে রেখে আত্মহত্যা করেছেন। নিহত ওই শিক্ষার্থীর নাম ফাহিমা সুলতানা মারিয়া (২৪)। তিনি নোবিপ্রবির ফলিত গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে নোয়াখালীর মাইজদী রশিদ কলোনির একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

ফাহিমার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। পড়াশোনার সুবাদে তিনি রশিদ কলোনির হোসেন টাওয়ারের দ্বিতীয় তলায় সহপাঠীদের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তবে দুর্ঘটনার সময় তিনি একাই ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে এ ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক আত্মীয় বাসায় গিয়ে দরজা ভাঙলে জানালার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ফাহিমার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

সহপাঠীরা জানান, পূজার ছুটিতে বেশিরভাগ শিক্ষার্থী বাড়ি গেলেও ফাহিমা মেসে ছিলেন। বৃহস্পতিবার রাতে তাদের সঙ্গে তার শেষবার কথা হয়। শুক্রবার বিকেলে একটি অনলাইন ক্লাসে অংশ নেননি এবং ফোনেও সাড়া দেননি। অসুস্থতার কারণে তিনি নিয়মিত ঘুমের ওষুধ সেবন করতেন। প্রথমে সহপাঠীরা ভেবেছিলেন তিনি ঘুমাচ্ছেন। পরে রাত ৮টার দিকে মৃত্যুর খবর পান।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাসায় যাওয়ার কথা বললে ফাহিমা চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার কথা বলেন। বিকেল থেকে তার ফোনে বারবার কল করেও সাড়া না পাওয়ায় পরিবারের দুশ্চিন্তা বাড়ে। পরে রাত পৌনে ৯টার দিকে কয়েকজন বন্ধু বাসায় গিয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জামাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিকেল চারটার দিকে ফাহিমা মেসেঞ্জারে এক বন্ধুর সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় গলায় ফাঁস দেন। তার মোবাইল ফোন থেকেও এমন আলামত মিলেছে।

সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, আমরা গিয়ে তাকে জানালায় ওড়না প্যাঁচানো অবস্থায় পাই। ধারণা করছি, তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ঘটনার সময় তার মুঠোফোনে ভিডিও কল চালু ছিল। প্রাথমিকভাবে এটি আত্মহত্যাই মনে হচ্ছে। তবে থানায় কোনো লিখিত অভিযোগ না করে ফাহিমার পরিবার মরদেহ দাফনের উদ্দেশে নিজ গ্রামে নিয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামিতকে বিশ্রামে রেখে একাদশ ঘোষণা বাংলাদেশের

ব্লুটুথ ব্যবহারে এই ৫ বিষয়ে সতর্ক না হলে বিপদে পড়বেন

আল শারার স্ত্রীর সংখ্যা জিজ্ঞেস করে ট্রাম্পের খুনসুটি

হত্যাচেষ্টা মামলায় ডিপজল

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে কী হবে

নাশকতার পরিকল্পনা, চুয়াডাঙ্গার সাবেক মেয়র ঢাকায় গ্রেপ্তার

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ

বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী আহত

শেখ হাসিনার রায় নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীর যে আশা

১১ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

১০

নিজের হৃৎস্পন্দন টের পাওয়া কি স্বাভাবিক, কখন যাবেন চিকিৎসকের কাছে?

১১

দুনিয়া কাঁপানো দখল 

১২

সাংবাদিক সুভাষ সিংহ পরিবারের ৯ ব্যাংক হিসাব ফ্রিজ

১৩

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের তারিখ ঘোষণা, যেভাবে জানবেন

১৪

সিলেটে বাংলাদেশের জয় এখন সময়ের অপেক্ষা

১৫

বাগদান নিয়ে যা বললেন ভারতীয় এই অভিনেত্রী

১৬

খুলনা সাব-রেজিস্ট্রি অফিসে আগুন

১৭

মাদক সেবনে বাধা, নির্মাণ শ্রমিককে পিটিয়ে মারল বাবা-ছেলে

১৮

বরিশালে গভীর রাতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

১৯

আ.লীগের কেন্দ্রীয় এক নেতার ৫ দিনের রিমান্ড

২০
X