চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে শিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করে ভোটার স্লিপ বিতরণ করার অভিযোগ করেছেন দুই ভিপি প্রার্থী।
সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী তামজিদ উদ্দীন কালবেলাকে বলেন, শিবিরের কর্মীরা বিজ্ঞান অনুষদ কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে দাঁড়িয়ে ভোটার স্লিপ বিতরণ করছে। এটা আচরণবিধির ১৫-এর খ এর স্পষ্ট লঙ্ঘন। তারা বুথের কাছাকাছি গিয়ে ভোটের ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা এটা নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাব।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে কলা ও মানববিদ্যা অনুষদ ভোটকেন্দ্র পরিদর্শনে এসে তিনি এই অভিযোগ করেন।
একই জায়গায় স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনের ভিপি প্রার্থী মাহফুজুর রহমান কালবেলাকে বলেন, বিজ্ঞান অনুষদের নিচে ভোটারদের স্লিপ দিচ্ছেন ছাত্রশিবিরসহ অনেক স্বতন্ত্র প্রার্থী। বিষয়টি আমরা লিখিতভাবে নির্বাচন কমিশনে জানাব।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রশিবির প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি কালবেলাকে বলেন, কোনো অভিযোগ থাকলে তা নির্বাচন কমিশনকে জানাতে পারে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে আজ ৩৫ বছর পর ভোট গ্রহণ শুরু হয়েছে। ১৯৯০ সালে সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার ও পদসংখ্যা বিবেচনায় একজন শিক্ষার্থীকে ভোট দেওয়ার জন্য সর্বোচ্চ ১০ মিনিট সময় দেওয়া হবে। কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি পদে ভোট দিতে হবে প্রত্যেক ভোটারকে। অর্থাৎ গড়ে প্রতি ১৫ সেকেন্ডে একটি করে ভোট প্রদানের হিসাব করা হয়েছে।
এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৬ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। অন্যদিকে ১৪টি হল ও একটি হোস্টেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন। তাদের মধ্যে নারী মাত্র ৪৭ জন। প্রতিটি হলে রয়েছে ১৪টি করে পদ। নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫১৮ জন। এদিন বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে ওএমআর পদ্ধতিতে গণনা শুরু হবে। হল সংসদের ফল ভোটকেন্দ্রেই ঘোষণা করা হবে। আর কেন্দ্রীয় সংসদের ফল ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে ঘোষণা করা হবে।
মন্তব্য করুন