

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ফ্রি চিকিৎসাসেবা দিতে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প করবে স্বেচ্ছাসেবী সংগঠন শাখা কমল মেডিএইড।
কমল মেডিএইড, ঢাবির প্রতিষ্ঠাতা ছাত্রদল নেতা তানভীর বারী হামিমের উদ্যোগে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বটতলায় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেডিকেল ক্যাম্পটি চলবে।
মেডিকেল ক্যাম্পে ৮টি বিষয়ের অভিজ্ঞ চিকিৎসকরা নাক-কান-গলা, চর্ম, গাইনি, মেডিসিন, চক্ষু, দন্তরোগসহ বিভিন্ন সেবা প্রদান করবেন। এ ছাড়াও ক্যাম্পটিতে ব্লাড গ্রুপিং, ব্লাড প্রেসার ও ডায়াবেটিস পরীক্ষা সেবা বিনামূল্যে দেওয়া হবে।
কমল মেডিএইড, ঢাবি শিক্ষার্থীদের অভিজ্ঞ চিকিৎসক দিয়ে ফ্রি টেলিমেডিসিন সেবা, অসুস্থবোধ করা শিক্ষার্থীরা যোগাযোগ করলে বিনা ডেলিভারি চার্জে হলে মেডিসিন পৌঁছে দেওয়া, ঢাবি শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ, সোশাল সায়েন্স গার্লস কমনরুম ও কলা অনুষদের গার্লস কমনরুমে মেয়েদের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিতকরণে সেনিটারি ভেন্ডিং মেশিন স্থাপন এবং প্যাড প্রতি ৩৩ শতাংশ খরচ বহন, ঢাবি ক্যাম্পাসের নিয়মিত শিক্ষার্থীদের নিয়ে আল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, ১৩টি হল নিয়ে আন্তঃহল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট, ঈদের দিন হলে যে সকল শিক্ষার্থীরা অবস্থান করেছেন তাদের খাবার ব্যবস্থা করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে ও দেশীয় সংস্কৃতিতে উদ্বুদ্ধ করতে ‘ঢাবি কালচারাল ইয়াং স্টার্স’ আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি।
প্রসঙ্গত, কমল মেডিএইড সংগঠনটির প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সদ্য অনুষ্ঠিত হওয়া ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী ও কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।
মন্তব্য করুন