কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়সহ তিন প্রতিষ্ঠানের সামনে ককটেল বিষ্ফোরণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‎গভীর রাতে রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়সহ গুরুত্বপূর্ণ তিন প্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে, এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

‎সোমবার (১০ নভেম্বর) রাত আড়াইটার পর থেকে সোমবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

এদিকে, রাত ২টা ৪৩ মিনিটে মিরপুরের গ্রামীণ ব্যাংকে ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেলে করে সাদা পোশাক পরিহিত দুজন ব্যক্তি এসে গ্রামীণ ব্যাংকের সামনে দাঁড়ায়। এ সময় তাদের মুখে গামছা বাঁধা ছিল। মুহূর্তের মধ্যেই তারা পরপর দুটি ককটেল নিক্ষেপ করে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।

গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, সকাল সাড়ে ৭টায় মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনার ভেতর ও সামনে দুটি ককটেল নিক্ষেপ করে। এতে ককটেল দুটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

‎একই সময়ে সকাল সাড়ে ৭টায় ধানমন্ডি ২৭ নম্বর মাইডাস সেন্টারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,সকাল সাড়ে ৭টায় একটি মোটরসাইকেলে দু-তিনজন এসে একটি ককটেল নিক্ষেপ করে। এতে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হলে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কেউ আহত হয়নি।

‎এদিকে ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী লকডাউন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ‎ ‎বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ, সকালের দিকে গলির ভেতরে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। ঘটনাস্থলে আমাদের পুলিশের একাধিক টিম কাজ করছে। যারা এই ঘটনা ঘটাক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

‎এদিকে ককটেল নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি জোনের এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, মোটরসাইকেল আরোহীরা আজ আনুমানিক সকাল ৭টায় ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি এবং রাপা প্লাজার উল্টো পাশ থেকে মাইডাস সেন্টারের সামনে দুটি করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এসব ঘটনায় কোনো হতাহত নেই। আলামত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপনিও কি সবুজ আলু খান? জেনে নিন কী ক্ষতি হতে পারে

এখন একটি নির্বাচিত সরকার খুব দরকার : মির্জা ফখরুল

আইপিএল খেলা ক্রিকেটারকে দলে ভেড়াল সিলেট টাইটান্স

২০২৬ সালের সরকারি ছুটির তারিখগুলো দেখে নিন

নিউইয়র্কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

রাজধানীতে সিনেমা স্টাইলে গুলি, সিসি ক্যামেরায় যা দেখা গেল

১১ ব্যাংকে ১০১৭ পদে চাকরির সুযোগ, আবেদন যেভাবে

নতুন রূপে আসছে ঢাকার পুলিশ বক্স

এবার শ্রদ্ধার বিপরীতে রণদীপ

খালেদা জিয়ার সম্মানে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : সুমন

১০

রাজধানীতে আ.লীগের ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার

১১

স্ত্রী অন্তঃসত্ত্বা থাকলে স্বামী কারও জানাজায় অংশ নিলে কী হয়

১২

ভাইকে নিয়ে সেলিনার উদ্বেগ

১৩

চার ঘণ্টার দীর্ঘ ফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ে কপাল পুড়ল শমিতদের

১৪

রাবির রেজিস্ট্রারের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, মুখ খুললেন আম্মার

১৫

কার্যক্রম নিষিদ্ধ দল বিক্ষোভ করলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব

১৬

লতিফ সিদ্দিকীর জামিন আদেশ বহাল, বাধা নেই মুক্তিতে

১৭

পুরান ঢাকায় একজনকে গুলি করে হত্যা

১৮

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়সহ তিন প্রতিষ্ঠানের সামনে ককটেল বিষ্ফোরণ

১৯

দলীয় প্রার্থী চান যশোর-৫ আসনের বিএনপির নেতাকর্মীরা

২০
X