চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৩ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

রাম দা হাতে চবি ছাত্রলীগের সংঘর্ষ, শনাক্ত ৩

সংঘর্ষের সময় রাম দা হাতে চবি ছাত্রলীগের সহসম্পাদক রুবেল মিয়া। ছবি : সংগৃহীত
সংঘর্ষের সময় রাম দা হাতে চবি ছাত্রলীগের সহসম্পাদক রুবেল মিয়া। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সিএফসি ও সিক্সটি নাইনের গ্রুপের মধ্যে দফায় দফায় অন্তত ছয়বারের মতো সংঘর্ষ হয়। দুই দিন ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৫০-৬০ জনকে রাম দা হাতে দেখা যায়। এদের মধ্যে তিনজনের নাম-পরিচয় শনাক্ত করা গেছে।

এদের মধ্যে একজনের নাম সুলতান মাহবুব। তিনি চবির লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। শাখা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক তিনি। মাহবুব সিএফসির রাজনীতির সঙ্গে যুক্ত। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ভাইরাল হওয়া একটি ভিডিওতে রাম দা হাতে তাকে দেখা গেছে। রাম-দা হাতে তিনি এদিক-ওদিক ছুটছিলেন।

শুধু তিনিই নন, রাম দা হাতে সংঘর্ষে জড়ানো আরও দুজনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন- যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছাত্রলীগের সহসম্পাদক রুবেল মিয়া ওরফে মাহিন রুবেল এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী মোহাম্মদ সফল। দুজনই সিক্সটি নাইনের রাজনীতির সঙ্গে যুক্ত।

বিভিন্ন ছবি, ভিডিও ফুটেজ, গোয়েন্দা সংস্থা ও প্রক্টরিয়াল বডির সদস্য এবং ছাত্রলীগের বহু নেতা-কর্মীর সঙ্গে কথা বলে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

র‌্যাগ ডে উদযাপনকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সংঘর্ষে জড়ান সিএফসি ও সিক্সটি নাইনের নেতাকর্মীরা। সংঘর্ষে রাম-দা হাতে থাকা সুলতান মাহবুব থাকেন শাহ আমানত হলের একটি কক্ষে। এ হলটি নিয়ন্ত্রণ করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি মির্জা খবির সাদাফ।

রুবেল মিয়া ও মোহাম্মদ সফল থাকেন শাহজালাল হলে। এ হলের নিয়ন্ত্রণ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর হাতে।

রাম-দা হাতে সংঘর্ষে অংশ নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন সুলতান মাহবুব। তিনি বলেন, সংঘর্ষে রামদা হাতে দুই পক্ষ থেকে অনেকেই বের হয়েছিলেন। তিনি একা ছিলেন না। অন্যদিকে মোহাম্মদ সফলের দাবি, তিনি ঘটনাস্থলেই ছিলেন না। ছবি ও ভিডিও ভুয়া। আর রুবেল বলেন, তিনি সংঘর্ষে ছিলেন। তবে তার হাতে রামদা ছিল না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার বলেন, ‘তদন্ত কমিটি গঠন করে সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফকিন্নির বাচ্চা’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা

সৌম্যদের অধিনায়কের দায়িত্ব পেলেন মোহাম্মদ মিঠুন

স্বর্ণকারের বাড়িতে ডাকাতির ঘটনায় হোতাসহ গ্রেপ্তার ৭

বিদ্রোহী কবির মৃত্যুবার্ষিকী / ‘বিদ্রোহী কবি’, ‘প্রেমের কবি’, ‘সাম্যের কবি’র প্রতি রইল অকৃত্রিম শ্রদ্ধা 

ফোনের টাচ স্ক্রিন কাজ করছে না? চেষ্টা করুন এই ৬ উপায়

অতিরিক্ত শুল্কের চাপে বন্ধ হচ্ছে ভারতের বড় শহরের পোশাক উৎপাদন

ভক্তদের সঙ্গে নামের অক্ষর খেলায় মেতেছেন মেহজাবীন

নির্বাচনের রোডম্যাপ অনুমোদন ইসির, যে কোনো সময় প্রকাশ

‘স্যার সময়মতো ক্লাসে আসেন না’ বলায় ৩৩ ছাত্রকে বেধড়ক পেটালেন শিক্ষক

চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে

১০

টানা ৫ দিন বজ্রবৃষ্টি হতে পারে যেসব এলাকায়

১১

বয়স বাড়লেও ব্রেন ঝকঝকে রাখার ৪ উপদেশ নিউরোলজিস্টদের

১২

ফজলুর রহমানের বক্তব্যের কারণে দল বিব্রত : প্রিন্স

১৩

শুল্ক কার্যকর হলো আজ, কীভাবে সামলাবেন মোদি?

১৪

শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৫

আবারও নিষিদ্ধ হতে পারে ভারতের ফুটবল

১৬

ডানা মেলেছে স্বপ্নের পাঁচপুকুরিয়া সেতু

১৭

সীমান্তে ১১ বাংলাদেশিকে বিএসএফের পুশইন

১৮

জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর যৌথ অভিযান, মাদক-অস্ত্রসহ আটক ১১

১৯

অপর্ণা সেনের প্রেমে পড়ে বাংলা শিখেছিলেন কমল হাসান

২০
X