ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৭ তম বার্ষিক নাট্যোৎসব শুরু হয়েছে। গত সোমবার (২ অক্টোবর) আটদিনব্যাপী এই নাট্যোৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা ছাড়ে ছয়টায় প্রদর্শনী শুরু হয়। উদ্বোধনী দিনে নাট্যকার, অভিনেতা, নির্দেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদকে বিশেষ সম্মাননা দেয়া হয়। এই নাট্যোৎসব চলবে ৯ অক্টোবর পর্যন্ত এবং ১৫টি বাংলা নাটক মন্চস্থ হবে।
উদ্বোধনী দিনে মন্চায়িত হয় ইফতি শাহরিয়ার রাইয়ানের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সৃষ্টি ডাকঘর। আজ মঙ্গলবার সন্ধ্যায় থাকছে রাফিত জাহান শাওনের নির্দেশনায় সেলিম আল দীনের নাটক সংবাদ কার্টুন এবং রাফিত করবীর নির্দেশনায় আহমদ ছফার নাটক মরণবিলাস।
৪ অক্টোবর থাকছে মুজাহিদুল ইসলাম রাফিতের নির্দেশনায় মনোজ মিত্রের নাটক মহাবিদ্যা এবং রিজভী সুলতানার নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক চন্ডালিকা।
৫ অক্টোবর থাকছে তাহিয়া তাসনিমের নির্দেশনায় সৈয়দ শামসুল হকের নাটক ঈর্ষা এবং মৌমিতা সরকারের রচনা ও নির্দেশনায় নাটক বৈদেহী।
৬ অক্টোবর থাকছে মিরহাজুল শিবলীর নির্দেশনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী নাটক কমলাকান্তের জবানবন্দি এবং জাদিদ ইমতিয়াজ আহমেদের নির্দেশনায় আবদুল্লাহ আল মামুনের নাটক কোকিলারা।
৭ অক্টোবর থাকছে তরিকুল সর্দারের নির্দেশনায় উৎপল দত্তের নাটক মেঘ এবং সালমান নূরের নির্দেশনায় নূরুল মোমনের নাটক নেমেসিস।
৮ অক্টোবর থাকছে প্রাণ কৃষ্ন বনিকের নির্দেশনায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের নাটক সত্যান্মেষী এবং এস এ তানভীরের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক স্ত্রীরপত্র।
৯ অক্টোবর থাকছে দিবলীনা চন্দ্র দৈবীর নির্দেশনায় বদরুজ্জামান আলমগীরের নাটক অহরকন্ডল ও জয়া কস্তার নির্দেশনায় মুনীর চৌধুরীর নাটক দন্ডকারণ্য।
থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারপারসন কাজী তামান্না হক সিগমা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পথচলার অন্যতম বাহক থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ। এবারের উৎসবের বিশেষ দিক হচ্ছে, তরুণরা বাংলা ভাষার প্রথিতজশা সাহিত্যিক রচিত পান্ডুলিপি নিয়ে নাটক নির্দেশনা দিচ্ছে। এই নান্দনিক আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীবৃন্দের ঔতিহ্য ও অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধ আরও বেগবান হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
মন্তব্য করুন