ঈদুল আজহার ছুটি শুরুর দু’দিন আগেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধের সিদ্ধান্ত পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। ফলে ২২ জুনের পরিবর্তে ২৪ জুন থেকে বন্ধ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল।
বুধবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা।
জানা গেছে, ঈদের ছুটি শুরুর দু’দিন আগেই ২২ জুন হল বন্ধের সিদ্ধান্ত নেয় প্রভোস্ট কাউন্সিল। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে বুধবার প্রভোস্ট কাউন্সিলের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ২২ জুনের পরিবর্তে ২৪ জুন হল বন্ধের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে কর্তৃপক্ষ।
এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে হল বন্ধের তারিখ পরিবর্তন করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ জুন সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করতে হবে আবাসিক শিক্ষার্থীদের।
মন্তব্য করুন