ইবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ১১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ইবির ধর্মতত্ত্ব অনুষদের নতুন ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান আশ্রাফী

অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী। ছবি : কালবেলা
অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী। ছবি : কালবেলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলামিক স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী। আগামী দুই বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। তিনি সদ্যবিদায়ী ডিন ও একই বিভাগের অধ্যাপক ড. এইচ. এ. এন. এম. এরশাদ উল্লাহর স্থলাভিষিক্ত হয়েছেন।

রোববার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন সূত্রে, গত ২ নভেম্বর অধ্যাপক ড. এইচ. এ. এন. এম. এরশাদ উল্লাহর ডিন হিসেবে দায়িত্বের মেয়াদ শেষ হয়। ফলে, ৩ নভেম্বর একই বিভাগের অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমানকে ধর্মতত্ত্ব অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। ইসলামী বিশ্ববিদ্যালয় আইন-১৯৮০ এর (সংশোধিত ২০১০) ২৪(৩) ধারা অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ-সুবিধা পাবেন। একই সঙ্গে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করায় বিদায়ী ডিন এরশাদ উল্লাহকে ধন্যবাদ জানায় কর্তৃপক্ষ।

নতুন দায়িত্ব গ্রহণকালে অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, ধর্মতত্ত্ব অনুষদ দিয়েই এ বিশ্ববিদ্যালয়ের জন্মই হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদের নামে আলাদা একাডেমিক ভবন থাকলেও এ অনুষদের নামে কোনো একাডেমিক ভবন নেই। তাই স্বকীয়তা বজায় রেখে এ অনুষদের নামে আলাদা একটি একাডেমিক ভবনের প্রত্যাশা রয়েছে। এ বিষয়ে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ জানাব।

এ ছাড়া এই অনুষদের সব সংকট ও অনুষদভুক্ত বিভাগসমূহকে সেশনজট মুক্ত রাখার সর্বোচ্চ চেষ্টা থাকবে। সর্বোপরি, এ অনুষদটি যাতে স্মার্ট অনুষদ হিসেবে গড়ে উঠতে পারে সে বিষয়ে কাজ করে যাব।

উল্লেখ্য, অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে তিনি এ বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। একাধারে তিনি বিভাগের সভাপতি, ইবি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও হল প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষকতার পাশাপাশি গবেষণাতেও তার অনন্য অবদান রয়েছে। এ পর্যন্ত তার ৪০টি গবেষণা জার্নাল প্রকাশিত হয়েছে। এদিকে সৌদি বাদশাহ আবদুল আজিজের আমন্ত্রণে পবিত্র ওমরাহ ব্রত পালন করারও সুযোগ পেয়েছিলেন। এ ছাড়াও তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে একজন সক্রিয় কর্মী হিসেবে অংশগ্রহণ করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীর রাষ্ট্রকাঠামোর পূর্ণ রূপরেখা ৩১ দফাতেই রয়েছে : কফিল উদ্দিন 

পরিবেশ রক্ষায় ৮০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে : টুকু 

ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান গড়বে বিএনপি : আমিনুল হক

মিসরে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ট্রাম্প

নেইমারের জন্য এখনও দরজা খোলা রেখেছেন আনচেলত্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ ও প্রফেশনাল কোর্সের সব পরীক্ষা স্থগিত

ইতিহাস গড়ে ফুটবল বিশ্বকাপের টিকিট পেল কেপ ভার্দে

পলিথিনে মোড়ানো শপিং ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

১০

অবশেষে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১১

জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

১২

শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

১৩

‘ড. তোফায়েলের শূন্যতা বহু দশক অনুভূত হবে’

১৪

আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

১৫

স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস আনোয়ারুজ্জামানের

১৬

পূজা পরিষদ ও মহানগর কমিটির প্রত্যাশা / সংকট সমাধানে এক হয়ে কাজ করার নজির অব্যাহত থাকুক

১৭

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : পিএনপি

১৮

শেষ ওভারের নাটকীয়তায় প্রোটিয়াদের কাছে বাংলাদেশের হার

১৯

নিষিদ্ধ হওয়া ভিডিও নির্মাতাদের সুখবর দিল ইউটিউব

২০
X