জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) শিক্ষার্থীরা তাদের নতুন একাডেমিক ভবন নির্মাণের দাবিতে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছেন। রোববার (৫ নভেম্বর) ক্লাস বর্জন করে সমাজবিজ্ঞান অনুষদ থেকে মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে তারা এ কর্মসূচি পালন করেন। পরে তারা আইবিএ ভবন নির্মাণের কাজ চালুসহ চার দফা দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।
আন্দোলনরত আইবিএ শিক্ষার্থীদের দাবিগুলো হলো, উদ্ভূত পরিস্থিতিতে তদন্ত কমিটিকে অবিলম্বে বাতিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রস্তাবিত জায়গায় আইবিএ ভবনের কাজ বহাল রাখার ব্যবস্থা করতে হবে। উপাচার্য কর্তৃক স্থাপিত ভিত্তিপ্রস্তর যারা ভেঙেছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। বেআইনিভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনসহ আইবিএর পরিচালককে সাত ঘণ্টা অবরুদ্ধকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আইবিএ ভবন নির্মাণ চলাকালে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় জাবি প্রশাসনকে নিতে হবে।
এ ব্যাপারে প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন,‘আগামী ১৩ নভেম্বরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় বিষয়টি উত্থাপন করা হবে। সিন্ডিকেটই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।’
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সুন্দরবন নামক এলাকার বেশকিছু গাছ কেটে ফেলা হয়। এ স্থানে আইবিএ ভবন নির্মাণের কথা বলা হচ্ছে। সুন্দরবন এলাকাটি বিশ্ববিদ্যালয়ের সবুজ এলাকাগুলোর একটি বলে পরিচিত। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন, অবকাঠামো নির্মাণের নামে বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে। তারা মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। এদিকে ভবন নির্মাণের দাবিতে আন্দোলন করছেন আইবিএর শিক্ষার্থীরাও।
মন্তব্য করুন