খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘সর্বাত্মক অবরোধ’ লেখা ব্যানার ঝুলিয়ে গেছে অজ্ঞাত ব্যক্তিরা। সোমবার (৬ নভেম্বর ) আনুমানিক রাত ১০টার দিকে মুখে মাস্ক পরা অজ্ঞাত কিছু ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে (সংস্কারের কাজের জন্য বন্ধ) ব্যানার ঝুলিয়ে দেয়। তবে সরেজমিনে ব্যানার দেখা যায়নি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পুনর্নির্মাণকাজ চলমান থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকটি বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে এবং সেই বন্ধ গেটেই ব্যানারটি টানানো হয়েছে। সেখানে দেখা যায় জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত ওই ব্যানারে লেখা ‘রাষ্ট্র মেরামতের কাজ চলছে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।’ ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে, সচেতন ছাত্র সমাজ খুলনা বিশ্ববিদ্যালয়। পরে সেটি সরিয়ে ফেলা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন বলেন, আমরা ঘটনাটি পুলিশকে জানিয়েছি। ওই ঘটনার সাথে ক্যাম্পাসের শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই, বাইরের কিছু দুষ্কৃতকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামে এই কাজ করেছে।
মন্তব্য করুন