ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০৯:১৩ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

প্রতারণার মামলায় গ্রেপ্তার ইবি ছাত্র

মেহেদী হাসান মুরাদ। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান মুরাদ। ছবি : সংগৃহীত

প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান মুরাদ। সাংবাদিক পরিচয়ে প্রতারণার মাধ্যমে ও চাকরি দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা আটক করে পুলিশকে খবর দিলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রংপুর জেলার মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, নিজ এলাকা রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেকার যুবকদের চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেন মেহেদী হাসান মুরাদ। এ ছাড়া আরও নানাভাবে অভিনব কৌশলে টাকা হাতিয়ে নিতেন তিনি। নিজেকে দাবি করতেন মানবাধিকারকর্মী, সমাজসেবক ও সাংবাদিক হিসেবে।

আরও অভিযোগ রয়েছে, ওয়ার্ল চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফোরামের পরিচালক দাবি করে পথশিশু ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তার নামে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও চ্যারিটি সংগঠন থেকে টাকা তুলেন মেহেদী। পরে দুই-একজনকে সহযোগিতা করার ছবি ফেসবুকে পোস্ট দিয়ে বাকি টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিতেন মেহেদী ও তার সহযোগীরা।

এসব বিষয় জানাজানি হলে ভুক্তভোগী ও এলাকাবাসীরা তার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেন। একই সঙ্গে তার বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন তারা।

এ বিষয়ে ওয়ার্ল্ড চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফোরামের উপদেষ্টা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল বলেন, ‘যদি এমন কিছু হয়ে থাকে এটা খুবই দুঃখজনক। আমি তো বিভিন্ন সংগঠনে কাজ করি। আমি ভেবেছিলাম এটা ভালো কোনো সামাজিক সংগঠন হবে। আমি তার অনুরোধে এখানে যুক্ত হই। এখন মনে করছি এখানে আর থাকা যাবে না।’

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে লোকজন মুরাদকে আটক করে রাখে। পরে তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া থানায় তার নামে মামলা করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলে পাঠানো হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকসু নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে 

জামায়াতের প্রতি যে আহ্বান জানালেন মির্জা ফখরুল

৭ দাবিতে দেশের বিভিন্ন জেলায় জাগপার মানববন্ধন

জাল নোট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের

তারেক রহমানের পক্ষ থেকে প্রতিবন্ধীকে অটোরিকশা উপহার

গাজার নিয়ন্ত্রণ নিতে মাঠে নেমেছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও গোত্র

ভৈরবকে জেলার দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ

দেশের ক্রিকেটে ঐতিহাসিক সিদ্ধান্ত, ছেলেদের সমান ভাতা পাবেন নারী ক্রিকেটাররাও

হাসপাতালে হানিয়া আমির

ছুরিকাঘাতে ছাত্রদলের দুজন নিহত, অভিযোগের আঙুল যার দিকে

১০

রাকসু নির্বাচনে জাল ভোট ঠেকাতে নয়া পদক্ষেপ

১১

শিক্ষকদের যৌক্তিক দাবি অবশ্যই মেনে নিতে হবে : সারজিস

১২

নোয়াখালী, খুলনা ও যশোরের ঘটনায় পূজা পরিষদের প্রতিবাদ

১৩

সোনার বাংলা সার্কাসের একক কনসার্ট ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’

১৪

তদবির-ভয়ভীতির অভিযোগে উইলস লিটল স্কুলশিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

১৫

হোয়াইটওয়াশের পর আইসিসি থেকে দুঃসংবাদ পেলেন ২ টাইগার ক্রিকেটার

১৬

যুদ্ধবিরতির পরও ইসরায়েলের বিরুদ্ধে মামলা চালিয়ে যাবে দক্ষিণ আফ্রিকা

১৭

রাকসুর জন্য পারমানেন্ট মার্কার আমদানি করেছি : প্রধান নির্বাচন কমিশন

১৮

এক বাসের ধাক্কায় আরেক বাস খাদে, প্রাণ গেল নারীর

১৯

বেড়াতে যাওয়ার পথে অপহরণ, চার মাস পর কিশোরীকে উদ্ধার

২০
X