জাবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

জাবিতে পুলিশি বাধায় প্রগতিশীল শিক্ষার্থীদের মিছিল

জাবিতে প্রধান ফটকের সামনে প্রগতিশীল শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
জাবিতে প্রধান ফটকের সামনে প্রগতিশীল শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি উপেক্ষা করে একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে মিছিল করতে যেয়ে পুলিশের বাধার মুখে পড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল করতে গেলে পুলিশ বাধা দেয়।

পরে কিছুক্ষণ বাগ্বিতণ্ডার পর সেখানেই অবস্থান ও মানববন্ধন করে তারা। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদেরও সেখানে অবস্থান করতে দেখা যায়।

মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায়ের সঞ্চালনায় ছাত্র ইউনিয়ন জাবি সংসদের আহ্বায়ক (একাংশ) আলিফ মাহমুদ বলেন, ‘ঐতিহাসিকভাবে এ দেশে কখনোই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়নি। ১৯৯৬ সালের নির্বাচন, ২০১৪ সাল কিংবা ২০১৮ সালের নির্বাচন কোনোটাই সুষ্ঠু হয়নি। এ ফ্যাসিস্ট সরকারের অধীনে এবারও নির্বাচন সুষ্ঠু হবে না।’

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক সোহাগী সামিয়া বলেন, ‘এ সরকারের অধীনে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকবারই তারা ক্ষমতার অপব্যবহার করে নির্বাচনে জয়লাভ করেছে। তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে। দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ তাদের বাহিনী দিয়ে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করছে। কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেরুদণ্ড সোজা করে গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে পারছে না। যখনই দেশের মানুষ তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে যায় তখনই সরকার পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে আন্দোলনকে বানচাল করার চেষ্টা করে।’

শ্রমিক ফ্রন্ট সাভার-আশুলিয়ার সাধারণ সম্পাদক জীবন আহমেদ বলেন, ‘গতকাল একটা অবৈধ নির্বাচন কমিশনের অগণতান্ত্রিক তফসিল ঘোষণা করা হয়েছে। এ তফসিল ঘোষণা সম্পূর্ণ অবৈধ, অগণতান্ত্রিক। আমরা বরাবরই বলেছি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে নির্বাচন দিতে হবে। এ সরকারের অধীনে কখনোই নির্বাচন সুষ্ঠু হয়নি। কিন্তু পুলিশ আজ আমাদের বিক্ষোভ মিছিলের শুরুতে বাধা দিয়ে থামিয়ে দিয়েছে। আমাদের থামানো যাবে না কারণ এই আন্দোলন আমাদের বাঁচার লড়াই। আমাদের বাঁচার তাগিদেই আমরা এখানে দাঁড়িয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কফিল উদ্দিন 

চাকসু নির্বাচনে নতুন প্রত্যয়ে ছাত্রদল

বন্দর ব্যবসায়ী নেতারা / মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্রের অংশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ৬ হাজারের বেশি মতামত পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

জুলাইয়ের গাদ্দারদের সব রেকর্ড প্রকাশ করা হবে : মুনতাসির

যে ছয় ফিলিস্তিনি বন্দিকে ছাড়তে রাজি নয় ইসরায়েল

ময়মনসিংহে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি : গয়েশ্বর চন্দ্র রায়

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

১০

বাবর আজমকে নিয়ে ধারাভাষ্যে রমিজ রাজার তির্যক মন্তব্য

১১

‘সঠিক ও মানসম্পন্ন সংবাদ উপস্থাপনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে’

১২

আন্দরকিল্লা মসজিদ আইকনিক করতে ব্যয় ৩০০ কোটি

১৩

মেসির চেয়েও ধনী শুধু দুইজন ক্রীড়াবিদ!

১৪

প্রবাসীর ছেলেকে দাদা-দাদির কবরের পাশে ঠাঁই দিল না চাচারা

১৫

শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৬

বিপিএলের জন্য নতুন রূপে প্রস্তুত হচ্ছে রাজশাহী স্টেডিয়াম

১৭

সাংবাদিককে আটক করে পুলিশের মারধর, গায়েব করার হুমকি

১৮

রেড ক্রিসেন্ট থেকে এনসিপি নেতাকে অব্যাহতি

১৯

নাসিরের অলরাউন্ড নৈপুণ্যে আবারও এনসিএল শিরোপা রংপুরের ঘরে

২০
X