কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০৩:০৪ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বুটেক্সের সরকারি বাসায় এখনও থাকছেন বহিরাগতরা

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। ছবি : কালবেলা
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। ছবি : কালবেলা

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসা ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে। প্রায় সাত মাস আগে এ অভিযোগ করা হলেও প্রশাসনকে কোনো কঠোর পদক্ষেপ দেখা যায়নি। এতে বেশিরভাগ বহিরাগত এখনও বাসায় অবস্থান করছেন।

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা-১ এ বরাদ্দকৃত সরকারি বাসা বহিরাগতদের ভাড়া দেওয়ার বিষয়টি নিয়ে চলতি বছরের ১১ এপ্রিল দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত প্রতিবেদনে পূর্ণ বাসা ভাড়া দেন এমন কর্মকর্তা-কর্মচারী ৭ জনের নাম সামনে আসে। পাশাপাশি সাবলেট বা আংশিক বাসা ভাড়া দিয়েছেন এমন সংখ্যা ৩১ জন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় । ভাড়া দেওয়া কর্মকর্তা-কর্মচারীরা বাসাভেদে রুমপ্রতি ৮-১২ হাজার টাকা এবং তিন রুমের পূর্ণ বাসা ২২-২৪ হাজার টাকায় ভাড়া দেওয়ার প্রমাণ পাওয়া যায়। কিছু ক্ষেত্রে অগ্রিম ১ লাখেরও বেশি টাকা নেওয়ারও অভিযোগ উঠে তাদের নামে।

পরে প্রশাসনের বরাবর অভিযোগ ও প্রতিবেদনের প্রেক্ষিতে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রধান বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. উম্মুল খায়ের ফাতেমা তদন্ত রিপোর্ট জমা দেন।

বিশ্ববিদ্যালয়ের এক বিশ্বস্ত সূত্র হতে জানা যায়, উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান কর্মকর্তাদের সঙ্গে এক সভায় গত জুলাই-আগস্ট মাসের মধ্যে ভাড়া বাসা খালি করার নির্দেশ দেন। তার পরে কেউ খালি না করলে আইনি ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়।

কিন্তু এখনও বহিরাগত ভাড়াটিয়া অবস্থান করছে। এক রুমের যেসব বাসা বহিরাগতদের ভাড়া দেওয়া হয়েছে তাতে কোনো পরিবর্তন আসেনি।

প্রায় চার মাসের আগের নির্দেশনায় সব বহিরাগত ভাড়াটিয়াকে বের করা সম্ভব হয়নি এমন প্রসঙ্গে তদন্ত কমিটির প্রধান ড. উম্মুল খায়ের ফাতেমা বলেন, আমরা সময় নিয়ে তদন্ত করেছি এবং তদন্ত রিপোর্ট দাখিল করেছি। প্রশাসন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা।

বহিরাগতদের বের করা নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাবেরী মজুমদার বলেন, আমরা ধারাবাহিকভাবে ব্যবস্থা নেব। বহিরাগত কাউকে রাখব না। তবে কবে নাগাদ পুরোপুরি বহিরাগতদের বের করা হবে সে সময় আমি বেঁধে দিতে পারছি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা অত্যাচার-নির্যাতন করেছে তাদের বিচার হতেই হবে : হুম্মাম কাদের

স্বাস্থ্য পরামর্শ / চোখের লাল-জ্বালা: এডেনোভাইরাল কনজাঙ্কটিভাইটিসের প্রাদুর্ভাব

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবি’র ৫ দফা দাবি

১০

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

১১

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

১২

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

১৩

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

১৪

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১৬

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

১৭

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

১৮

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

১৯

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

২০
X