কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০৩:০৪ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বুটেক্সের সরকারি বাসায় এখনও থাকছেন বহিরাগতরা

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। ছবি : কালবেলা
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। ছবি : কালবেলা

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসা ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে। প্রায় সাত মাস আগে এ অভিযোগ করা হলেও প্রশাসনকে কোনো কঠোর পদক্ষেপ দেখা যায়নি। এতে বেশিরভাগ বহিরাগত এখনও বাসায় অবস্থান করছেন।

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা-১ এ বরাদ্দকৃত সরকারি বাসা বহিরাগতদের ভাড়া দেওয়ার বিষয়টি নিয়ে চলতি বছরের ১১ এপ্রিল দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত প্রতিবেদনে পূর্ণ বাসা ভাড়া দেন এমন কর্মকর্তা-কর্মচারী ৭ জনের নাম সামনে আসে। পাশাপাশি সাবলেট বা আংশিক বাসা ভাড়া দিয়েছেন এমন সংখ্যা ৩১ জন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় । ভাড়া দেওয়া কর্মকর্তা-কর্মচারীরা বাসাভেদে রুমপ্রতি ৮-১২ হাজার টাকা এবং তিন রুমের পূর্ণ বাসা ২২-২৪ হাজার টাকায় ভাড়া দেওয়ার প্রমাণ পাওয়া যায়। কিছু ক্ষেত্রে অগ্রিম ১ লাখেরও বেশি টাকা নেওয়ারও অভিযোগ উঠে তাদের নামে।

পরে প্রশাসনের বরাবর অভিযোগ ও প্রতিবেদনের প্রেক্ষিতে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রধান বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. উম্মুল খায়ের ফাতেমা তদন্ত রিপোর্ট জমা দেন।

বিশ্ববিদ্যালয়ের এক বিশ্বস্ত সূত্র হতে জানা যায়, উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান কর্মকর্তাদের সঙ্গে এক সভায় গত জুলাই-আগস্ট মাসের মধ্যে ভাড়া বাসা খালি করার নির্দেশ দেন। তার পরে কেউ খালি না করলে আইনি ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়।

কিন্তু এখনও বহিরাগত ভাড়াটিয়া অবস্থান করছে। এক রুমের যেসব বাসা বহিরাগতদের ভাড়া দেওয়া হয়েছে তাতে কোনো পরিবর্তন আসেনি।

প্রায় চার মাসের আগের নির্দেশনায় সব বহিরাগত ভাড়াটিয়াকে বের করা সম্ভব হয়নি এমন প্রসঙ্গে তদন্ত কমিটির প্রধান ড. উম্মুল খায়ের ফাতেমা বলেন, আমরা সময় নিয়ে তদন্ত করেছি এবং তদন্ত রিপোর্ট দাখিল করেছি। প্রশাসন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা।

বহিরাগতদের বের করা নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাবেরী মজুমদার বলেন, আমরা ধারাবাহিকভাবে ব্যবস্থা নেব। বহিরাগত কাউকে রাখব না। তবে কবে নাগাদ পুরোপুরি বহিরাগতদের বের করা হবে সে সময় আমি বেঁধে দিতে পারছি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয় দিবস প্রীতি ম্যাচের জন্য / সৌম্য সরকারকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা, নেই লিটন

যশোরেই প্রথম উড়েছিল বাংলাদেশের বিজয় নিশান

ভারতে ফেরত পাঠানো হলো সন্তানসহ অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে

বিপিএল শুরুর আগেই মিলল দুঃসংবাদ

সিরিয়ায় আসাদের পতনের পর ২১ অভিযান মার্কিন জোটের

সবার থেকে আপনার শীত বেশি লাগছে, জেনে নিন কারণ কী

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আবার গোলাগুলি

ভারতের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শুষ্ক আবহাওয়ায় ঢাকায় তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রিতে

১০

সিরিয়ার জ্বালানি খাতকে সুযোগ হিসেবে দেখছে পশ্চিমারা

১১

বিয়ের বৈঠকে বাগ্‌বিতণ্ডা, ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

১২

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

১৩

রাজধানীতে আজ কোথায় কী

১৪

শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নেমে ১১ ডিগ্রিতে

১৫

৬ ডিসেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৬

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৭

৬ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৮

নতুন ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন শনিবার

১৯

নতুন প্রজন্ম শান্তিপূর্ণ রাজনীতি প্রত্যাশা করে : ইশরাক

২০
X