৪৫ তম ইসলামী বিশ্ববিদ্যাল (ইবি) দিবসে শিক্ষার্থীরা বিশেষ উপহার হিসেবে পেয়েছে ই-পেমেন্ট সেবা। বুধবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শেষে সেবাটি উদ্বোধন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে এখন থেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ব্যাংকে ফি দিতে হবে না শিক্ষার্থীদের।
এ দিকে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ২০২৪ সালে সমাবর্তনের আশ্বাস দেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
এ দিকে নানা আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে প্রশাসন। দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন তারা।
পরে সেখানে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। এরপর সেখান থেকে বর্ণাঢ্য র্যালি বের করে প্রশাসন। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল চত্বরে গিয়ে শেষ হয়। এরপর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় তারা।
পুষ্পস্তবক অর্পণ শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৪৫ তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। সভায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।
২০২৪ সালে সমাবর্তনের আশ্বাস দিয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৪ থেকে ১৫ হাজার শিক্ষার্থী। জন্মের পর থেকে এখানে মাত্র কয়েকটি সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ যে সমাবর্তন, সেটিও ৫ বছর আগে হয়েছে। তাই, আমরা ২০২৪ সালে পরবর্তী সমাবর্তন আয়োজনের চেষ্টা করবো।
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত ৪টি সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল ১৯৯৩ সালে প্রথম সমাবর্তন, ৫ ডিসেম্বর ১৯৯৯ সালে দ্বিতীয় সমাবর্তন, ২৮ মার্চ ২০০২ সালে তৃতীয় সমাবর্তন ও ৭ জানুয়ারি ২০১৮ সালে সর্বশেষ ও ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়ছে।
মন্তব্য করুন