কুবি প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে কুবির ৫ হলের দেয়ালে ফাটল

ভূমিকম্পের পর কুবির হলের দেয়ালে ফাটল নজরে আসে। ছবি : কালবেলা
ভূমিকম্পের পর কুবির হলের দেয়ালে ফাটল নজরে আসে। ছবি : কালবেলা

ভূমিকম্পে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৫টি আবাসিক হলের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। এতে শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন। তবে কেউ হতাহত হননি। শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

সরেজমিনে দেখা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ২০৯ নম্বর কক্ষের দেয়াল ও ৫০৪ নম্বর কক্ষের সামনের করিডোরের মেঝের দুটি টাইলস উঠে গেছে। একই তলায় নতুন ও ব্লকের সংযোগস্থলের করিডোরে ফাটল দেখা গেছে। পাশাপাশি দক্ষিণ ব্লকের দুই করিডোরের মাঝের সংযোগস্থলে পুরো পাঁচ তলাব্যাপী ফাটল ধরেছে। এ ছাড়া কাজী নজরুল ইসলাম হলের দোতলার ২০৭ নম্বর কক্ষের দেয়ালে, টিভি রুমের সামনের পিলারের সংযোগস্থলে ফাটল দেখা গেছে।

এ ছাড়া নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের চার তলায় ৪০৩ রুমে এবং পাঁচ তলার ৫০৩, ৫১১ রুমে এবং ছাদে ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া হলের পুরোনো ফাটলগুলো বড় হয়ে গেছে। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ৫০০১ রুমেও ফাটল দেখা দেয়। এ ছাড়া নবনির্মিত শেখ হাসিনা হলের রিডিং রুমে ফাটল দেখা গেছে।

কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ জোবায়ের আহমেদ বলেন, হঠাৎ করে কম্পন শুরু হলে প্রথমে বুঝতে পারিনি।তারপর যখন বুঝলাম ভূমিকম্প হচ্ছে তখন আমি দ্রুত ফাঁকা জায়গায় চলে যাই এবং হল থেকে অনেকেই বেরিয়ে যেতে দেখি। এ সময় ১৭তম আবর্তনের আকাশ নামের একজন আহত হন। ভূমিকম্প শেষে আমার হলে এসে বিভিন্ন জায়গায় ফাটল দেখতে পাই। আজকে সকালে হঠাৎ করেই যখন দেখি রুমের জিনিসগুলো খুব জোরে নড়ছে তখন মনে মারাত্মক ভয়ের সৃষ্টি হয়েছে। মনে হচ্ছিল, ভয়াবহ কিছু হতে চলছে। রুম থেকে বের হয়ে দেখি মেয়েরা সবাই এদিক সেদিক ছুটাছুটি করে নিচে নামছে। এ রকম অভিজ্ঞতা এই প্রথমবার হয়েছে।

নওয়াব ফয়জুন্নেছা হলের আবাসিক শিক্ষার্থী আমেনা আক্তার বলেন, পরিস্থিতি শান্ত হলে দেখি হলের কয়েকটি ফ্লোরে ফাটলের সৃষ্টি হয়েছে। ৪র্থ তলার তিন দিকে ও ৫ম তলার ছাদে ফাটল দেখা দিয়েছে। মেয়েদের জন্য খুবই আতঙ্কের একটি বিষয়। পরে এ রকম কোনো ভূমিকম্প হলে ভবন ভেঙে পড়ে কি না এ বিষয়টি নিয়ে মেয়েরা খুবই ভয়ে আছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তত্ত্ববধায়ক প্রকৌশলী এসএম শহিদুল হাসান বলেন, ভূমিকম্পে যেসব ভবনে ফাটল সৃষ্টি হয়েছে সেগুলো ঝুঁকিপূর্ণ নয়। কারণ এই ভবনগুলোর দেয়াল এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে ভূমিকম্প হলে মূল কাঠামোতে সরাসরি প্রভাব পড়ার আগেই দেয়ালে প্রভাব পড়বে এবং ঝাঁকুনিটা দেয়ালেই লাগবেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ

কেন নিজের ‘বিকিনি’ ছবির পোস্টার ছিঁড়ে ফেলেন শর্মিলা?

বৈষম্যবিরোধী ছেড়ে ছাত্রদলে যোগ দিলেন ৪ প্রতিনিধি

ধীরে ধীরে খেলে কি সত্যি ওজন কমে?

চীন সফরে কিম-পুতিনসহ ২৬ রাষ্ট্রপ্রধান

বিকেলে ব্যাংকে ঢুকে লুকিয়ে ছিল সহিদুল, রাতে ডাকাতির চেষ্টা

সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়? মেনে চলুন এই ৬ টিপস

মেসি ঝলকে ফাইনালে মায়ামি

চাঁদা না দেওয়ায় গণঅধিকার নেতার হাতে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত

মাদকসেবন করে মাতলামি করায় যুবকের কারাদণ্ড

১০

আমাদের কেউ আলাদা করতে পারবে না: সুনীতা আহুজা 

১১

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে পরবর্তী আপিল শুনানি ৪ নভেম্বর 

১২

শহিদের সঙ্গে প্রেম-বিচ্ছেদের কারণ জানালেন কারিনা

১৩

গাজায় তীব্র রূপ ধারণ করেছে দুর্ভিক্ষ, অনাহারে মৃত্যু ৩১৩ জনের

১৪

রাজধানীতে লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, নিহত ১

১৫

টিয়া পাখি নিয়ে ভিডিও করে বিপাকে শিক্ষিকা 

১৬

গ্রিন কার্ডের আবেদনে আসছে বড় পরিবর্তন

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

গাজাবাসীর জন্য রোজা থাকছেন বিশ্বের ১৫০ আলেম

১৯

ডেনমার্ক দূতাবাসে চাকরির সুযোগ

২০
X