কুবি প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে কুবির ৫ হলের দেয়ালে ফাটল

ভূমিকম্পের পর কুবির হলের দেয়ালে ফাটল নজরে আসে। ছবি : কালবেলা
ভূমিকম্পের পর কুবির হলের দেয়ালে ফাটল নজরে আসে। ছবি : কালবেলা

ভূমিকম্পে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৫টি আবাসিক হলের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। এতে শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন। তবে কেউ হতাহত হননি। শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

সরেজমিনে দেখা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ২০৯ নম্বর কক্ষের দেয়াল ও ৫০৪ নম্বর কক্ষের সামনের করিডোরের মেঝের দুটি টাইলস উঠে গেছে। একই তলায় নতুন ও ব্লকের সংযোগস্থলের করিডোরে ফাটল দেখা গেছে। পাশাপাশি দক্ষিণ ব্লকের দুই করিডোরের মাঝের সংযোগস্থলে পুরো পাঁচ তলাব্যাপী ফাটল ধরেছে। এ ছাড়া কাজী নজরুল ইসলাম হলের দোতলার ২০৭ নম্বর কক্ষের দেয়ালে, টিভি রুমের সামনের পিলারের সংযোগস্থলে ফাটল দেখা গেছে।

এ ছাড়া নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের চার তলায় ৪০৩ রুমে এবং পাঁচ তলার ৫০৩, ৫১১ রুমে এবং ছাদে ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া হলের পুরোনো ফাটলগুলো বড় হয়ে গেছে। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ৫০০১ রুমেও ফাটল দেখা দেয়। এ ছাড়া নবনির্মিত শেখ হাসিনা হলের রিডিং রুমে ফাটল দেখা গেছে।

কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ জোবায়ের আহমেদ বলেন, হঠাৎ করে কম্পন শুরু হলে প্রথমে বুঝতে পারিনি।তারপর যখন বুঝলাম ভূমিকম্প হচ্ছে তখন আমি দ্রুত ফাঁকা জায়গায় চলে যাই এবং হল থেকে অনেকেই বেরিয়ে যেতে দেখি। এ সময় ১৭তম আবর্তনের আকাশ নামের একজন আহত হন। ভূমিকম্প শেষে আমার হলে এসে বিভিন্ন জায়গায় ফাটল দেখতে পাই। আজকে সকালে হঠাৎ করেই যখন দেখি রুমের জিনিসগুলো খুব জোরে নড়ছে তখন মনে মারাত্মক ভয়ের সৃষ্টি হয়েছে। মনে হচ্ছিল, ভয়াবহ কিছু হতে চলছে। রুম থেকে বের হয়ে দেখি মেয়েরা সবাই এদিক সেদিক ছুটাছুটি করে নিচে নামছে। এ রকম অভিজ্ঞতা এই প্রথমবার হয়েছে।

নওয়াব ফয়জুন্নেছা হলের আবাসিক শিক্ষার্থী আমেনা আক্তার বলেন, পরিস্থিতি শান্ত হলে দেখি হলের কয়েকটি ফ্লোরে ফাটলের সৃষ্টি হয়েছে। ৪র্থ তলার তিন দিকে ও ৫ম তলার ছাদে ফাটল দেখা দিয়েছে। মেয়েদের জন্য খুবই আতঙ্কের একটি বিষয়। পরে এ রকম কোনো ভূমিকম্প হলে ভবন ভেঙে পড়ে কি না এ বিষয়টি নিয়ে মেয়েরা খুবই ভয়ে আছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তত্ত্ববধায়ক প্রকৌশলী এসএম শহিদুল হাসান বলেন, ভূমিকম্পে যেসব ভবনে ফাটল সৃষ্টি হয়েছে সেগুলো ঝুঁকিপূর্ণ নয়। কারণ এই ভবনগুলোর দেয়াল এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে ভূমিকম্প হলে মূল কাঠামোতে সরাসরি প্রভাব পড়ার আগেই দেয়ালে প্রভাব পড়বে এবং ঝাঁকুনিটা দেয়ালেই লাগবেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবন ও মোংলা বন্দর উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন লায়ন ফরিদ

‘প্রমাণ ছাড়া যেকোনো ঘটনায় তারেক রহমানকে জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

১০

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

১১

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

১২

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১৩

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১৪

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১৫

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৬

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৭

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৮

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৯

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

২০
X