সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৫, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদা না পেয়ে শিক্ষকের ওপর হামলার ঘটনায় মামলা

সীতাকুণ্ড মডেল থানা, চট্টগ্রাম। ছবি : সংগৃহীত
সীতাকুণ্ড মডেল থানা, চট্টগ্রাম। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সালামকে ছুরিকাঘাত ও হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। প্রধান শিক্ষকের স্ত্রী রহিমা বেগম ২৫ জনকে আসামি করে সীতাকুণ্ড মডেল থানায় মামলা করেন।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করতে করেছেন।

মামলার আসামিরা হলেন- শাহাজাহান বাদশা ওরফে বাদশা (৩৮), শফিকুল ইসলাম (৪৫), হেলাল উদ্দিন হৃদয় (৩৮), আমজাদ হোসেন (৩৮), আশিকুর রহমান (৩৫), ওসমান ওরফে ডাকাত ওসমান (৩৮), কামরুল হাসান রিদোয়ান (৩৫), সাইদুল হক সাদু (৫৫), রফিক উল্লাহ হামিদী (৫৮) ও ইমাম হোসেন (৩০)। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫ জনকে। আসামিদের সকলেই জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিদ্যালয়ে অধীনে ৩০টি দোকান রয়েছে। এসব দোকানের ভাড়ার টাকা স্কুল ফান্ডে রাখা হয় এবং উন্নয়নকাজে ব্যবহার করা হয়। দোকানের ভাড়ার টাকা থেকে চাঁদা দাবি ও আধিপত্য বিস্তারের চেষ্টা করে আসছিল স্থানীয় কয়েকজন ব্যক্তি।

প্রধান শিক্ষক স্ত্রী রহিমা বেগম বলেন, গত বুধবার রাত সাড়ে ১২টার সময় চিহ্নিত ব্যক্তিরা বসতঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে প্রধান শিক্ষকের কাছ থেকে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আলমারির দরজা ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকাসহ তিনটি মোবাইল লুট করে নিয়ে যায়। এ সময় প্রধান শিক্ষককে তারা ঘর থেকে তুলে নিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, জঙ্গল সলিমপুর এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সালামকে ঘর থেকে ডেকে নিয়ে মারধর ও লুটের ঘটনায় তার স্ত্রী রহিমা বেগম মামলা দয়ের করেছেন। তদন্ত করে আসামিদের গ্রেপ্তার করা হবে।

এদিকে জঙ্গল সলিমপুর এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সালামকে জামায়াতের কর্মী দাবি করে হামলার প্রতিবাদ সভার আয়োজন করেন জামায়াতের নেতাকর্মীরা। জামায়াতের প্রতিবাদ সভায় পুনরায় হামলা চালায় সন্ত্রাসীরা। এতে চারজন জামায়াতের নেতা গুলিবিদ্ধ ৪ জনসহ ১০ আহত হয়। প্রধান শিক্ষক ও জামায়াতের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর ধরে একটি সেতুর অপেক্ষায় ২০ হাজার মানুষ

২০টি ভয়ংকর জে-১০ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ ২৭ হাজার কোটি

লবণের মাঠ ও চিংড়ি ঘের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ

গাজাগামী ফ্লোটিলার ১৩০ কর্মীকে জর্ডানে পাঠাল ইসরায়েল

গাড়িতে ফ্ল্যাগ ছাড়াই সাবের হোসেনের বাসায় যান ৩ রাষ্ট্রদূত

নির্বাচনকে ভিন্নখাতে পরিচালিত করতে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে : মির্জা ফখরুল

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন

আবরার হত্যার বিচার করলেই আ.লীগ নিষিদ্ধ হওয়া উচিত : চরমোনাই পীর

ফুসফুস ক্যানসারের এই ৫ উপসর্গ সাধারণ অসুখ ভেবে এড়িয়ে যাচ্ছেন না তো?

ভৈরবে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ও পাদুকা খাতে উদ্ভাবন শীর্ষক আঞ্চলিক ক্যাম্পেইন

১০

বিসিবিতে নতুন দায়িত্ব বণ্টন: কোন কমিটির নেতৃত্বে কে?

১১

চট্টগ্রামে যুবদলের দুই নেতাকে বহিষ্কার

১২

মানসিক ভারসাম্যহীন মা, ফুটফুটে কন্যা সন্তান পেল নতুন ঠিকানা

১৩

ট্রাম্পের ‘ডাক্তার দেখানো উচিত’ মন্তব্যে গ্রেটা থুনবার্গের পাল্টা জবাব

১৪

১৭ মাসে কোরআনে হাফেজ, উপহার পেল রাদিফ

১৫

তিন মাসে ৫০ দিন অনুপস্থিত মেডিকেল অফিসার

১৬

কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন ঢাবির অধ্যাপক মোর্শেদ

১৭

‘দেশের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা চালাচ্ছে ৩ পরাশক্তি’

১৮

ডাকসুর এজিএস মহিউদ্দীনকে শৈশবের শিক্ষাপ্রতিষ্ঠানে সংবর্ধনা

১৯

মেদ কমাতে হিমশিম খাচ্ছেন? মাত্র ২ মিনিটের কার্যকর কৌশল জেনে নিন 

২০
X