শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

শাবিপ্রবির পিএইচডি গবেষকদের জন্য সুখবর

শাবিপ্রবির সঙ্গে প্রিমিয়াম ফিস এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমওইউ চুক্তিস্বাক্ষর। ছবি : কালবেলা
শাবিপ্রবির সঙ্গে প্রিমিয়াম ফিস এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমওইউ চুক্তিস্বাক্ষর। ছবি : কালবেলা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের একজন পিএইচডি গবেষক শিক্ষার্থীকে প্রতি মাসে ৫০ হাজার টাকা গবেষণা অনুদান (স্কলারশিপ) দেবে সিলেটের স্বনামধন্য বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রিমিয়াম ফিস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এতে একজন শিক্ষার্থীকে ৩ বছরে মোট ১৮ লাখ টাকা গবেষণা অনুদান দিবে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সম্মেলনকক্ষে বিশ্ববিদ্যালয় এবং প্রিমিয়াম ফিস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) চুক্তি স্বাক্ষরিত হয়।

এমওইউতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন এবং প্রিমিয়াম ফিস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মোহাম্মদ মাহাবুবুল আলম চৌধুরী স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন।

এ সময় প্রিমিয়াম ফিস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান কল্লোল আহমেদ বলেন, আমাদের প্রতিষ্ঠানটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। আমাদের প্রধান লক্ষ্য খাঁটি ফুডের ওপর। তাই আমরা কাজ করছি আমেরিকায় আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, তারা যাতে বিশুদ্ধ ও হাইজেনিক খাবার পায়। অনেক সময় দেখা যায় আমাদের দেশ থেকে খাঁটি পণ্যটি না গিয়ে কপি করা পণ্যটি সেখানে যাচ্ছে। তাই দেশের শতভাগ খাঁটি পণ্য কেমিক্যালমুক্ত হয়ে যাতে বিভিন্ন দেশে যায় তা আমাদের প্রচেষ্টা। ফলে এই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য ড. কবির হোসেন বলেন, আজকের দিনটি আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য একটি আনন্দের দিন। আজ প্রিমিয়াম ফিস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের এফইটি বিভাগের ১ জন পিএইচডি শিক্ষার্থীকে গবেষণা অনুদান হিসেবে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে ৩ বছর প্রদান করবে। আমরা দেখে আসছি উন্নত বিশ্বে বিভিন্ন ইন্ডাস্ট্রি বিশ্ববিদ্যালগুলোতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমাদের দেশেও এমন সহযোগিতা শুরু হয়ে গিয়েছে। এমন উদ্যোগগুলো দেশকে এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আজকে ১ জন শিক্ষার্থীকে দিয়ে এ কার্যক্রম শুরু করেছে প্রিমিয়াম ফিস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আশা করি সামনের দিনগুলোতে এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং অন্যান্য শিক্ষার্থীদের জন্যও উন্মুক্ত হবে। এমন মহতী উদ্যোগের জন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্কুল অব অ্যাপ্লাইড সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম, ফুড অ্যান্ড টি টেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান, প্রিমিয়াম ফিস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপদেষ্টা সালেহ আহমেদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান, ভারপ্রাপ্ত হিসাব পরিচালক মো. সোহেল আহমেদ, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের শিক্ষক এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপি ফারুক চৌধুরীর ‘বডিগার্ড’ গ্রেপ্তার

পাকিস্তানকে পানি ও ভাতে মারবে ভারত

কুয়াকাটায় জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে : হাসনাত আব্দুল্লাহ

ভারত-পাকিস্তান সংঘাত, ফেনী সীমান্তে বিজিবির টহল জোরদার

জুলাইয়ের নতুন সংগঠন ‘আপ বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ

রাজধানীর ৫ হাজার শিক্ষার্থীকে পুরস্কার দিল বিশ্বসাহিত্য কেন্দ্র

আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ

আ.লীগ নিষিদ্ধে কী আইন আছে, জানালেন আসিফ নজরুল

মেগা প্রকল্পের নামে লুটপাট হয়েছে : উপদেষ্টা ফাওজুল কবির

১০

সরকারি আদেশে ভারতে বন্ধ ‘দ্য ওয়ার’ নিউজ সাইট

১১

রাতে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১২

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, গরমে হাঁসফাঁস

১৩

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ

১৪

আ.লীগ নিষিদ্ধের সমাবেশে স্প্রে ক্যানন দিয়ে ছিটানো হচ্ছে পানি

১৫

কলা বাগান থেকে ২২ ককটেল উদ্ধার

১৬

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন দাবি

১৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

১৮

মানবতার শত্রু আ.লীগকে দ্রুত নিষিদ্ধ ও বিচার করতে হবে : হেফাজতে ইসলাম

১৯

আ.লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ চলছে

২০
X