সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

শাবিপ্রবির পিএইচডি গবেষকদের জন্য সুখবর

শাবিপ্রবির সঙ্গে প্রিমিয়াম ফিস এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমওইউ চুক্তিস্বাক্ষর। ছবি : কালবেলা
শাবিপ্রবির সঙ্গে প্রিমিয়াম ফিস এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমওইউ চুক্তিস্বাক্ষর। ছবি : কালবেলা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের একজন পিএইচডি গবেষক শিক্ষার্থীকে প্রতি মাসে ৫০ হাজার টাকা গবেষণা অনুদান (স্কলারশিপ) দেবে সিলেটের স্বনামধন্য বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রিমিয়াম ফিস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এতে একজন শিক্ষার্থীকে ৩ বছরে মোট ১৮ লাখ টাকা গবেষণা অনুদান দিবে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সম্মেলনকক্ষে বিশ্ববিদ্যালয় এবং প্রিমিয়াম ফিস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) চুক্তি স্বাক্ষরিত হয়।

এমওইউতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন এবং প্রিমিয়াম ফিস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মোহাম্মদ মাহাবুবুল আলম চৌধুরী স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন।

এ সময় প্রিমিয়াম ফিস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান কল্লোল আহমেদ বলেন, আমাদের প্রতিষ্ঠানটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। আমাদের প্রধান লক্ষ্য খাঁটি ফুডের ওপর। তাই আমরা কাজ করছি আমেরিকায় আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, তারা যাতে বিশুদ্ধ ও হাইজেনিক খাবার পায়। অনেক সময় দেখা যায় আমাদের দেশ থেকে খাঁটি পণ্যটি না গিয়ে কপি করা পণ্যটি সেখানে যাচ্ছে। তাই দেশের শতভাগ খাঁটি পণ্য কেমিক্যালমুক্ত হয়ে যাতে বিভিন্ন দেশে যায় তা আমাদের প্রচেষ্টা। ফলে এই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য ড. কবির হোসেন বলেন, আজকের দিনটি আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য একটি আনন্দের দিন। আজ প্রিমিয়াম ফিস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের এফইটি বিভাগের ১ জন পিএইচডি শিক্ষার্থীকে গবেষণা অনুদান হিসেবে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে ৩ বছর প্রদান করবে। আমরা দেখে আসছি উন্নত বিশ্বে বিভিন্ন ইন্ডাস্ট্রি বিশ্ববিদ্যালগুলোতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমাদের দেশেও এমন সহযোগিতা শুরু হয়ে গিয়েছে। এমন উদ্যোগগুলো দেশকে এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আজকে ১ জন শিক্ষার্থীকে দিয়ে এ কার্যক্রম শুরু করেছে প্রিমিয়াম ফিস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আশা করি সামনের দিনগুলোতে এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং অন্যান্য শিক্ষার্থীদের জন্যও উন্মুক্ত হবে। এমন মহতী উদ্যোগের জন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্কুল অব অ্যাপ্লাইড সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম, ফুড অ্যান্ড টি টেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান, প্রিমিয়াম ফিস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপদেষ্টা সালেহ আহমেদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান, ভারপ্রাপ্ত হিসাব পরিচালক মো. সোহেল আহমেদ, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের শিক্ষক এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

দুর্গোৎসবে টাইমস স্কয়ারে ঢাকেশ্বরী মন্দিরের আবহ

১০

‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি

১১

জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা সংশোধন

১২

কর্মবিরতিতে ভেঙে পড়েছে টিকাদান কর্মসূচি

১৩

আ.লীগ নেতাকে ছিনতাই, ২২০ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজশাহীতে মা-ছেলেসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নীতি-আদর্শের পরিবর্তন করতে পারলেই শান্তি আসবে : ফয়জুল করীম

১৬

সেভিয়ার মাঠে বিধ্বস্ত বার্সা

১৭

আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান বিতর্কে চ্যাম্পিয়ন কাঞ্চন একাডেমি

১৮

একই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

১৯

বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

২০
X