বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ১০:১২ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

রাবি শিক্ষক সমিতি ও ডিন সিন্ডিকেট নির্বাচনে আওয়ামীপন্থিদের নিরঙ্কুশ জয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক সমিতি, ডিন, সিন্ডিকেট, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি এবং শিক্ষা পরিষদের নির্বাচনে আওয়ামীপন্থি শিক্ষকদের (হলুদ প্যানেল) জয়জয়কার। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ৩৯টি পদের মধ্যে ৩৩টিতে জয় পেয়েছে আওয়ামীপন্থি শিক্ষকরা।

অন্যদিকে শুধু ৪টি অনুষদের ডিন নির্বাচিত হয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা প্যানেল এবং দুজন স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনার অধ্যাপক সৈয়দ এম এ ছালাম এবং রিটার্নিং অফিসার অধ্যাপক আবদুস সালাম অনানুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।

এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতিতে মোট ভোটার সংখ্যা ছিল এক হাজার ২৯। এর মধ্যে ভোট দিয়েছেন ৯২৪ জন। ভোট বাতিল হয়েছে ২৯টি।

শিক্ষক সমিতি নির্বাচন

নির্বাচনে শিক্ষক সমিতির ১৫টি পদের মধ্যে সবকটিতেই নির্বাচিত হয়েছেন ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ (হলুদ প্যানেল) মনোনীত সব প্রার্থী। এতে সভাপতি পদে জয়ী হয়েছেন প্রাণ রসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান। হলুদ প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে মার্কেটিং বিভাগের অধ্যাপক ওমর ফারুক সরকার ৪০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী অধ্যাপক সাবিরুজ্জামান পেয়েছেন ৩১৯ ভোট।

এ ছাড়া হলুদ প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক এ টি এম কামরুল হাসান, কোষাধ্যক্ষ পদে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক পার্থ বিপ্লব রায় এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক আবু সাঈদ মো. নাজমুল হায়দার নির্বাচিত হয়েছেন।

হলুদ প্যানেল থেকে সদস্য পদে ১০ জন নির্বাচিত সদস্য হলেন, ইনস্টিটিউট অব আদার ল্যাঙ্গুয়েজ বিভাগের শারমিন আক্তার, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের এ এইচ এম হেদায়েতুল ইসলাম চন্দন, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের ড. আব্দুস সাত্তার, ফার্মেসি বিভাগের ড. আব্দুল কাদের, দর্শন বিভাগের ড. আফরোজা সুলতানা, মনোবিজ্ঞান বিভাগের তানজির আহম্মদ তুষার, ফলিত গণিত বিভাগের ড. আলী আকবর, গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলা ইতিহাসের ড. এ এইচ এম তাহমিদুর রহমান, এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের ড. মেসবাউস সালেহীন ও গণিত বিভাগের সাজুয়ার রায়হান।

ডিন নির্বাচন

বিশ্ববিদ্যালয়ের ১২টি অনুষদের ডিন নির্বাচনে হলুদ এবং সাদা উভয় প্যানেল থেকে ছয়জন করে প্রার্থী নির্বাচিত হয়েছেন। হলুদ প্যানেল থেকে নির্বাচিত ডিনরা হচ্ছেন, আইন অনুষদে আবু নাসের মো. ওয়াহিদ, বিজ্ঞান অনুষদে নাসিমা আখতার, ব্যবসায় শিক্ষা অনুষদে এ এস এম কামরুজ্জামান, সামাজিকবিজ্ঞান অনুষদে এস এম এক্রাম উল্যাহ, প্রকৌশল অনুষদে বিমল কুমার প্রামাণিক, ভূ-বিজ্ঞান অনুষদে এ এইচ এম সেলিম রেজা।

অন্যদিকে সাদা প্যানেল থেকে নির্বাচিত ডিনরা হচ্ছেন, কলা অনুষদে মোহাম্মদ বেলাল হোসেন, জীববিজ্ঞান অনুষদে গোলাম মোর্ত্তুজা, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদে খন্দকার মো. মোজাফফর হোসেন ও ফিশারিজ অনুষদে মোস্তাফিজুর রহমান। এ ছাড়া সাদা প্যানেলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন দুজন ডিন। তারা হলেন, কৃষি অনুষদে অধ্যাপক আরিফুর রহমান ও চারুকলা অনুষদে অধ্যাপক মোহাম্মদ আলী।

সিন্ডিকেট নির্বাচন

সিন্ডিকেট নির্বাচনে পাঁচটি পদের সবকটিতেই হলুদ প্যানেল জয় পেয়েছে। এতে প্রাধ্যক্ষ ক্যাটাগরিতে সৈয়দ আমীর আলী হলের প্রাধ্যক্ষ এ কে এম মাহমুদুল হক, অধ্যাপক ক্যাটাগরিতে রসায়ন বিভাগের হাসান মাহমুদ, সহযোগী অধ্যাপক পদে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের খালিদ বিন ফেরদৌস, সহযোগী অধ্যাপক পদে ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের রাকিবুল ইসলাম। এছাড়া প্রভাষক পদে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের রিজু খন্দকার।

পরিকল্পনা ও উন্নয়ন কমিটি নির্বাচন

পরিকল্পনা ও উন্নয়ন কমিটির নির্বাচনে একটি মাত্র পদে হলুদ প্যানেল থেকে মনোনীত পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কালাম ফজলুল হক নির্বাচিত হয়েছেন।

শিক্ষা পরিষদ

শিক্ষা পরিষদের ছয়টি পদে বিরোধীদলীয় সাদা প্যানেলের কোনো প্রার্থী ও হলুদ প্যানেল থেকে কোনো স্বতন্ত্র প্রার্থী না থাকায় হলুদ প্যানেলের মনোনীত ছয়জন শিক্ষক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন, সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মো. মনিরুজ্জামান, নৃবিজ্ঞান বিভাগের মোস্তাফিজুর রহমান, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের ইমতিয়াজ আলম নির্বাচিত হয়েছেন। সহকারী অধ্যাপক ছাড়া ক্যাটাগরিতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মুহাম্মদ কামরুল হাসান, বাংলা বিভাগের গৌতম গোস্বামী এবং চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের নাজিয়া আফরিন নির্বাচিত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১০

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১১

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

১২

পর্তুগালসহ যেসব দল আজ নিশ্চিত করতে পারে বিশ্বকাপের টিকিট!

১৩

এক দিনের ব্যবধানে দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৪

সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই : মেয়র ডা. শাহাদাত

১৫

ভুল বুঝিয়ে স্বাক্ষর নেওয়ায় প্রতিবন্ধীর প্রতিবাদ

১৬

হোয়াইটওয়াশ এড়াতে মিরাজদের সামনে বিশাল লক্ষ্য

১৭

চাকসুতে এক প্রার্থীর বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

১৮

গুমের শিকার পরিবারগুলোর মানববন্ধন / স্বজনদের ফেরত দিন, না পারলে জড়িতদের বিচার করুন

১৯

অগ্নিকাণ্ডে মৃত ব্যক্তিদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা লাগবে : ফায়ার সার্ভিস

২০
X