ইবি প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ১০:৫৫ এএম
অনলাইন সংস্করণ

ইবিতে খাবার প্লেট ভাঙা নিয়ে মারামারি

ইবিতে খাবার প্লেট ভাঙা নিয়ে সিনিয়র-জুনিয়রের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ছবি : কালবেলা
ইবিতে খাবার প্লেট ভাঙা নিয়ে সিনিয়র-জুনিয়রের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ছবি : কালবেলা

চড়ুইভাতি অনুষ্ঠানে খাবার প্লেট ভাঙার ঘটনার জের ধরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। রোববার (২১ জানুয়ারি) দুপুর ২টার দিকে ক্যাম্পাসের ঝাল চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী জুনিয়র শিক্ষার্থী ও তার সহপাঠীরা।

ভুক্তভোগী মাহমুদুল হাসান উৎস তার সহপাঠী রিয়াজ উদ্দিন ও বাদশা সমাজকল্যাণ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এদের মধ্যে উৎসের চোখে গুরুতর আঘাতসহ কপাল ও পিঠে জখম হয়।

অভিযুক্তরা হলেন, একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম নাইম ও মারুফ। এ ছাড়া ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ, ল' অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিসান, বাংলা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌহিদ তালুকদার এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী অলিসহ অজ্ঞাত ১০ থেকে ১৫ জন মারামারি ঘটনায় জড়িত ছিলেন বলে ভুক্তভোগী অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগীর লিখিত অভিযোগপত্র সূত্রে জানা যায়, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বিভাগের পরীক্ষা শেষ করে ক্যাম্পাসের ডায়না চত্ত্বরের দিকে যায় উৎস, রিয়াজ ও বাদশা। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে মাজহারুল ইসলাম নাইম, মারুফ, মাসুদ, নিসান তৌহিদ তালুকদার এবং অলি তাদের উপর কাঠের বাটাম, ইট, লাঠিসোটা দিয়ে আক্রমণ করে। এ সময় অভিযুক্তদের সাথে অজ্ঞাত আরও ১০-১৫ জন ছিলেন। এতে উৎসের চোখে গুরুতর আঘাতসহ কপাল ও পিঠে জখম হয়। এ সময় তার সাথে থাকা রিয়াজ ও বাদশা গুরুতর আহত হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এ ঘটনার যথাযথ পদক্ষেপ নিয়ে ন্যায় বিচারের দাবি জানানো হয়।

জানা যায়, গত ২২ নভেম্বর সমাজকল্যাণ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীনবরণ উপলক্ষে বিভাগের পক্ষ থেকে চড়ুইভাতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই সময় ভুক্তভোগী উৎস ভুলক্রমে একটি ওয়ানটাইম প্লেট ভেঙে ফেলেন। তখন এটা নিয়ে অভিযুক্ত নাঈম ও মারুফসহ ২০১৯-২০ শিক্ষাবর্ষের অন্যরা উৎসসহ ২০২০-২১ শিক্ষাবর্ষের সবাইকে অপমান করেন। তখন উৎসসহ তার সহপাঠীরা এর প্রতিবাদ করলে উভয়পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষ একে অপরের দিকে চেয়ার ছুড়ে মারেন। এ সময় চেয়ারের আঘাতে অভিযুক্ত নাঈম গুরুতর আহত হন এবং ভুক্তভোগীর কয়েকজন সহপাঠীর হাত কেটে যায়। পরে শাখা ছাত্রলীগের মধ্যস্থতায় উভয়পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসা করা হয়। এ ঘটনার জেরে রোববার ফের মারামারিতে জড়িয়ে পড়েন তারা।

ভুক্তভোগী মাহমুদুল হাসান উৎস বলেন, পাঁচ টাকার একটা প্লাস্টিকের প্লেট ভুলক্রমে ভেঙে যাওয়ার পর আমি অনেকবার সরি বললেও তারা আমাদের ব্যাচের সবাইকে আমাদের জুনিয়রদের সামনে অপমান করে। এটা নিয়ে তখন আমাদের সাথে তাদের হালকা বাগ্‌বিতণ্ডা হয়। এই সামান্য বিষয়টাকে তারা এত বড় ইস্যুতে পরিণত করেছে।

অভিযুক্ত মাজহারুল ইসলাম নাইম বলেন, ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম না। এ বিষয়ে আমি কিছু জানি না।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, আগামীকাল বিভাগের সভাপতি শিক্ষকদের নিয়ে এ বিষয়ে বসবে। তারা যদি মীমাংসা করতে ব্যর্থ হয় তাহলে আমরা দেখব। আমরা বিষয়টি আমলে নিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার আদর্শই গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা : তুলি

এখন থেকে আইপিএলে নাম দেওয়ার আগে ভাববেন সাকিব

নির্বাচনকে ঘিরে অপতথ্য ও গুজব রোধে সবাইকে সতর্ক থাকতে হবে : ইসি সানাউল্লাহ

সাপ পাশে রেখে আগুন পোহানোর ভিডিও ভাইরাল

সুনির্দিষ্ট তথ্য পেলে সারজিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক

রাজশাহী শহরকে আরও সুন্দর-নিরাপদ করতে চাই : বিভাগীয় কমিশনার

‘আচরণবিধি লঙ্ঘন’: টাঙ্গাইলে বিএনপি প্রার্থী আযম খানকে শোকজ

স্বামীর সঙ্গে তর্কের জেরে বাসচালককে পেটানোর অভিযোগ এএসপির বিরুদ্ধে

নখের এই ৫ লক্ষণ কখনোই অবহেলা করবেন না

বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধীর ৩ শতাধিক নেতাকর্মী

১০

জকসু নির্বাচন / ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তাকারীদের গ্রেপ্তারের দাবি, ২৪ ঘণ্টার আলটিমেটাম

১১

হঠাৎ ঢাকায় নব্বইয়ের হার্টথ্রব মডেল রিয়া

১২

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা শুরু

১৩

ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা কে এই বাপ্পি?

১৪

ভিন্ন পথের পথিক নির্মাতা আশরাফ

১৫

যাত্রী ছাউনি থেকে পাইপগান ও বোমা উদ্ধার

১৬

শিক্ষিকাকে গাল কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেপ্তার

১৭

চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : আসিফ

১৮

ডিআইজির ভাতিজা পরিচয়ে সাংবাদিককে হুমকি

১৯

জকসু নির্বাচন / আইন ও অ্যাকাউন্টিং বিভাগে রেকর্ড ভোট, ফয়জুন্নেছা হলে সর্বোচ্চ কাস্টিং

২০
X