নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয়ের ট্যুর বাসে হামলা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা

বিশ্ববিদ্যালয়ের ট্যুর বাসে হামলার শিকার হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগের (১৫ তম ব্যাচ) শিক্ষার্থীরা। ফিল্ড ট্যুর আয়োজনকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে জানা যায়।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) চট্টগ্রামের এফআইকিউসি থেকে কোর্স ট্যুর শেষে ক্যাম্পাসে ফিরে আসার সময় রাত ১১টার দিকে নোয়াখালীর দত্তেরহাটে এ ঘটনা ঘটে।

নোবিপ্রবির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী আরিফুল হক তুহিন এবং মৎস্য ও সমুদ্রবিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী তারেক রহমান ইমন বহিরাগতদের নিয়ে বাসে থাকা শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন হামলার শিকার ভুক্তভোগীরা।

এ বিষয়ে জানতে চাইলে হামলার শিকার ওই বিভাগের শিক্ষার্থী মো. নাসির উদ্দিন বলেন, আমরা আজ সকালে চট্রগ্রামে যাই আমাদের কোর্স ট্যুরে। সেখানে সব ঠিকঠাক ছিল। কিন্তু চট্টগ্রাম থেকে ফিরে আসার সময় দত্তেরহাটে আমার বন্ধু তারেক বাস থেকে নেমে যায়। তখন সে আমাকে বাস থেকে নামতে বলে। বাস থেকে না নামায় ৭-৮ জন ছেলে নিয়ে আমি এবং আমার বন্ধু মাসুম, মুশফিক এবং রিশাদের ওপর হামলা করে। তারা আমাদেরকে অনবরত কিল, ঘুসি, লাথি মারতে থাকে এবং গালিগালাজ করে। তাদের মারামারির ৫-৭ মিনিট পরে আইসিই বিভাগের ১৩তম ব্যাচের তুহিন যোগ দেন। মূলত, তার নেতৃত্বেই হামলা চালায় তারা।

বাসে উপস্থিত প্রত্যক্ষদর্শী কয়েকজন ছাত্রী জানায়, কয়েকজন ছেলে এসে তাদের ব্যাচের কয়েকজন ছেলের ওপর হামলা করে। গালিগালাজও করে। এমনকি ক্যাম্পাসে গিয়ে মুখ খুললে পরবর্তীতে দেখে নেবে বলেও হুমকি দেয়।

বাসে থাকা সুপারভাইজার বলেন, নোয়াখালীর চৌরাস্তা থেকে প্রত্যেকটা জায়গায় আমরা তাদেরকে নামিয়ে দিচ্ছিলাম। একইভাবে তাদের একজন দত্তেরহাট নামবে বললে গাড়ি থামানো হয়। গেট খোলার পর দেখি কয়েকজন গাড়িতে উঠে মারামারি শুরু করে।

ট্যুরের দায়িত্বে থাকা বিভাগের সহযোগী অধ্যাপক এ.এফ.এম আরিফুর রহমান বলেন, চট্টগ্রামে যাওয়ার পর যখন আমরা নোয়াখালী ফিরছিলাম তখন শিক্ষার্থীরা আনন্দ করতে করতে আসছিল। কারও মাঝে কোনো ঝামেলা বা ঝগড়া-বিবাদ দেখা যায়নি। আমি মাইজদী বাজার ক্রস করার সময় নেমে যাই। তারা শৃঙ্খলভাবে থাকবে বলেও জানায়। কিন্তু হঠাৎ করে এমন ঘটনা ঘটবে কখনো আশা করিনি। ঘটনার পরে ছাত্ররা ফোন দিয়ে বললে রীতিমতো আশ্চর্য হই।

অভিযুক্ত একই বিভাগের (১৫তম ব্যাচ) শিক্ষার্থী তারেকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিভাগের সিআর হিসেবে ব্যাচের অনেক দায়িত্ব আমিই পালন করে থাকি। সে হিসেব অনুযায়ী গতকাল যে আমাদের ব্যাচের ফিল্ড ট্যুর ছিল সেটাও স্যারের সঙ্গে কথা বলে আমি আয়োজন করি। কিন্তু ট্যুরের আগে গত ২১ জানুয়ারি দুপুরে বিভাগের সামনে নাসির আমার সঙ্গে খারাপ ভাষায় গালিগালাজ করে এবং আমার পেটে লাথি মারে। আমাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরবতীর্তে বিষয়টা আমি আমার বন্ধুদের জানাই। এরপর ট্যুর থেকে আসার সময় বাস দত্তের হাট পৌঁছালে আমি দত্তেরহাট নামার পর বন্ধুরা বাসে উঠে তাদেরকে কয়েকটা চড়-থাপ্পড় দেয় এবং তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরবর্তীতে আমি আমার বন্ধুদের বাস থেকে নামিয়ে দিই। এরপর পাশ দিয়ে তুহিন ভাই যাওয়ার সময় বিষয়টা দেখে তিনি এসে সবাইকে সরিয়ে দেন এবং বাসকে চলে যেতে বলেন। কিন্তু তারা এখন আমাদের নামে আরও নানা মিথ্যা অভিযোগ দিচ্ছে।

এ বিষয়ে আরেক অভিযুক্ত আইসিই বিভাগের শিক্ষার্থী আরিফুল হক তুহিন বলেন, এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি শেষ মুহূর্তে এসে ছিলাম। আমি মাইজদী থেকে দত্তেরহাট পৌঁছালে স্থানীয়দের কাছে শুনি ভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলা হচ্ছে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি সেখানে যাই এবং ঘটনা শুনে গাড়ি থেকে নেমে এক পক্ষকে ক্যাম্পাসের বাসে পাঠিয়ে দিয়েছি।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, আমারা ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগপত্র জমা পেয়েছে। শিগগিরই তদন্ত কমিটি গঠন করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবনসহ ১৫ জনের কারাদণ্ড

সীমানা নির্ধারণে নিরপেক্ষভাবে কাজ করেছি : সিইসি

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ

ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানিতে সিইসির সামনেই হাতাহাতি 

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

সরে দাঁড়াল জার্সি স্পন্সর, এশিয়া কাপের আগে বিপাকে ভারত

হেড-গ্রিন-মার্শের ঝোড়ো শতকে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৩১

ডাকসু নির্বাচন: নেশামুক্ত হল গড়ার অঙ্গীকার আবু সাঈদের

সাঈদীর বিরুদ্ধে হাসিনা মিথ্যা সাক্ষী বানিয়েছিল: রিজভী

নিজেই বানিয়ে ফেলুন সানব্রাস্ট মিরর

১০

জুলাই সনদের ব্যাপারে নির্বাচিত সরকারই আইন ও সংবিধান সংশোধন করবে : রিজভী

১১

ফেসবুকে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি : নেতাকর্মীদের যে অনুরোধ করলেন রিজভী

১২

বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার পরিকল্পনা করছেন তারেক রহমান : এ্যানি

১৩

নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে : ব্যারিস্টার অসীম

১৪

আন্তর্জাতিক অঙ্গনে ইতিহাস গড়ল সাইফের ‘গো বিয়ন্ড’

১৫

জুলাই সনদে মতামত দিল আরও ৩ দল 

১৬

গাজার পক্ষে থাকতে মেলানিয়া ট্রাম্পকে এরদোয়ানের স্ত্রীর চিঠি

১৭

পেটের মেদ কমাতে এই ৬টি খাবার বাদ দিন

১৮

কী কী চুক্তি-সমঝোতা স্মারক সই হলো বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে

১৯

শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

২০
X