চুয়েট প্রতিনিধি
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

নির্মাণের দেড় বছর পরেও চালু হয়নি চুয়েট জিমনেসিয়াম

চুয়েট জিমনেসিয়াম। ছবি : কালবেলা
চুয়েট জিমনেসিয়াম। ছবি : কালবেলা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কেন্দ্রীয় খেলার মাঠে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন জিমনেসিয়াম। ২০১৯ সালের ২ অক্টোবরে এর নির্মাণকাজ শুরু হয়। ২০২২ সালের ১৫ জুন তা শেষ হয়। মেয়াদ শেষের ১৫ দিন আগে নির্মাণকাজ শেষ হলেও জিমেনসিয়াম চালু করার কোনো উদ্যোগের দেখা পাওয়া যায়নি প্রশাসনের পক্ষ থেকে। দেড় বছর ধরে অলস পড়ে আছে নির্মিত ভবনটি।

জিমনেসিয়ামটি কবে নাগাদ চালু হতে পারে তা জানতে চাইলে চুয়েটের প্রধান প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, ‘প্রকৌশল দপ্তরের জায়গা থেকে নির্মাণকাজ শেষ। কিন্তু সেটা চালু করার জন্য আগে প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে হবে। সেগুলো কেনার পরই জিমনেসিয়ামটি চালু করা সম্ভব হবে।’

প্রয়োজনীয় যন্ত্রপাতি কবে কেনা হবে সেই বিষয়ে জানতে চাইলে চুয়েটের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ তারেকুল আলম বলেন, ‘জিমনেসিয়ামের যন্ত্রপাতির টাকা আমরা নির্মাণকাজের বাজেটের সঙ্গেই প্রস্তাব করেছিলাম। কিন্তু সরকার কর্তৃক কম টাকা অনুমোদিত হওয়ায় সবদিক বিবেচনা করে আমরা যন্ত্রপাতি কেনার টাকা সেখান থেকে বাদ দেই। এখন আমরা জিমনেসিয়ামের যন্ত্রপাতির টাকা অন্যান্য রাজস্ব বাজেট থেকে নেওয়ার ব্যবস্থা করব। আমাদের কাছে এ কাজের জন্য টেন্ডারও জমা পড়েছে। সবকিছু যাচাইবাছাই করে শিগগিরই যন্ত্রপাতি কেনার উদ্যোগ নেওয়া হবে। আমরা আশা রাখছি আগামী ৬-৭ মাসের মধ্যে জিমনেসিয়ামেরটি চালু করা সম্ভব হবে।’

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ওয়াসিফ সাদমান তানিম জানান, ‘একটি বিশ্ববিদ্যালয়ে একটি জিমনেসিয়াম থাকা বিভিন্ন কারণে অপরিহার্য। প্রথমত, এটি শিক্ষার্থীদের মধ্যে শারীরিক সুস্থতার প্রচার করে, তাদের সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতায় অবদান রাখে। নিয়মিত ব্যায়াম মানসিক চাপ কমাতে সাহায্য করে, একাগ্রতা উন্নত করে এবং একাডেমিক কর্মক্ষমতা বাড়ায়। আর চুয়েট ক্যাম্পাসে একটি স্বয়ংসম্পূর্ণ জিমনেশিয়াম থাকার পরেও এর কোনো কার্যক্রম নেয়। অবিলম্বে এটি খোলা ছাত্রদের মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

উল্লেখ্য যে শিক্ষার্থীদের শরীরচর্চা আর খেলাধুলার জন্যে নির্মিত এ জিমনেসিয়ামটির বাজেট ছিল ২ কোটি ৪০ লাখ টাকা। আধুনিক শরীরচর্চার যন্ত্রপাতি ছাড়াও ইনডোর বিভিন্ন গেমসের ব্যবস্থা থাকার কথা রয়েছে চুয়েটের নবনির্মিত জিমনেসিয়ামটিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পাঠ করলেন বিপ্লব বড়ুয়া

পুতিনের সঙ্গে ইরানের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির ফোনালাপ

আবুল মনসুর আহমদ-অধ্যাপক মযহারুল ইসলামের স্মরণে একক বক্তৃতা

শোরুম ম্যানেজার নেবে যমুনা গ্রুপ, পদ ৩০

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্র-বৃষ্টির শঙ্কা

বঙ্গবন্ধু শান্তি পদক চালু করতে যাচ্ছে বাংলাদেশ

মৌসুম শেষে প্রিমিয়ার লিগের দলগুলো কত টাকা করে পাচ্ছে?

নারায়ণগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

গোরস্থান, মাদ্রাসার দান বাক্স ভেঙে চুরি

‘শরীফ থেকে শরীফার গল্প’ বাদ দেওয়ার সুপারিশে এইচআরএফবি’র প্রতিবাদ

১০

পলাশ ও এন্ড্রু কিশোরের ফিরিয়ে দেওয়া গান গেয়েই আসিফের বাজিমাত

১১

রাইসির মৃত্যুতে শি’র মাতম

১২

কর অঞ্চল-১৭, ঢাকায় ১০১ জনের বড় নিয়োগ

১৩

শিক্ষাপ্রতিষ্ঠানকে মাউশির ৯ নির্দেশনা

১৪

রাইসির মৃত্যুতে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের শোক

১৫

গভর্নর, ডেপুটি গভর্নরদের সব প্রোগ্রাম বর্জন / প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

১৭

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত স্ত্রী, হাসপাতালে পুলিশ কর্মকর্তা

১৮

ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা

১৯

খেলাধুলা-সংস্কৃতিতে দক্ষরাই বিশেষ মেধাসম্পন্ন : জবি উপাচার্য 

২০
X