চুয়েট প্রতিনিধি
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

নির্মাণের দেড় বছর পরেও চালু হয়নি চুয়েট জিমনেসিয়াম

চুয়েট জিমনেসিয়াম। ছবি : কালবেলা
চুয়েট জিমনেসিয়াম। ছবি : কালবেলা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কেন্দ্রীয় খেলার মাঠে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন জিমনেসিয়াম। ২০১৯ সালের ২ অক্টোবরে এর নির্মাণকাজ শুরু হয়। ২০২২ সালের ১৫ জুন তা শেষ হয়। মেয়াদ শেষের ১৫ দিন আগে নির্মাণকাজ শেষ হলেও জিমেনসিয়াম চালু করার কোনো উদ্যোগের দেখা পাওয়া যায়নি প্রশাসনের পক্ষ থেকে। দেড় বছর ধরে অলস পড়ে আছে নির্মিত ভবনটি।

জিমনেসিয়ামটি কবে নাগাদ চালু হতে পারে তা জানতে চাইলে চুয়েটের প্রধান প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, ‘প্রকৌশল দপ্তরের জায়গা থেকে নির্মাণকাজ শেষ। কিন্তু সেটা চালু করার জন্য আগে প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে হবে। সেগুলো কেনার পরই জিমনেসিয়ামটি চালু করা সম্ভব হবে।’

প্রয়োজনীয় যন্ত্রপাতি কবে কেনা হবে সেই বিষয়ে জানতে চাইলে চুয়েটের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ তারেকুল আলম বলেন, ‘জিমনেসিয়ামের যন্ত্রপাতির টাকা আমরা নির্মাণকাজের বাজেটের সঙ্গেই প্রস্তাব করেছিলাম। কিন্তু সরকার কর্তৃক কম টাকা অনুমোদিত হওয়ায় সবদিক বিবেচনা করে আমরা যন্ত্রপাতি কেনার টাকা সেখান থেকে বাদ দেই। এখন আমরা জিমনেসিয়ামের যন্ত্রপাতির টাকা অন্যান্য রাজস্ব বাজেট থেকে নেওয়ার ব্যবস্থা করব। আমাদের কাছে এ কাজের জন্য টেন্ডারও জমা পড়েছে। সবকিছু যাচাইবাছাই করে শিগগিরই যন্ত্রপাতি কেনার উদ্যোগ নেওয়া হবে। আমরা আশা রাখছি আগামী ৬-৭ মাসের মধ্যে জিমনেসিয়ামেরটি চালু করা সম্ভব হবে।’

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ওয়াসিফ সাদমান তানিম জানান, ‘একটি বিশ্ববিদ্যালয়ে একটি জিমনেসিয়াম থাকা বিভিন্ন কারণে অপরিহার্য। প্রথমত, এটি শিক্ষার্থীদের মধ্যে শারীরিক সুস্থতার প্রচার করে, তাদের সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতায় অবদান রাখে। নিয়মিত ব্যায়াম মানসিক চাপ কমাতে সাহায্য করে, একাগ্রতা উন্নত করে এবং একাডেমিক কর্মক্ষমতা বাড়ায়। আর চুয়েট ক্যাম্পাসে একটি স্বয়ংসম্পূর্ণ জিমনেশিয়াম থাকার পরেও এর কোনো কার্যক্রম নেয়। অবিলম্বে এটি খোলা ছাত্রদের মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

উল্লেখ্য যে শিক্ষার্থীদের শরীরচর্চা আর খেলাধুলার জন্যে নির্মিত এ জিমনেসিয়ামটির বাজেট ছিল ২ কোটি ৪০ লাখ টাকা। আধুনিক শরীরচর্চার যন্ত্রপাতি ছাড়াও ইনডোর বিভিন্ন গেমসের ব্যবস্থা থাকার কথা রয়েছে চুয়েটের নবনির্মিত জিমনেসিয়ামটিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সতর্কবার্তা এখন আপনার স্মার্টফোনেই

ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন

গুরুতর চোট পেয়েছেন শ্রদ্ধা কাপুর

নামের ভুলে কারাবন্দি, অতঃপর...

হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাহউদ্দিন

ফায়ারফক্সে নতুন ফিচার, ব্যবহারকারীর নিয়ন্ত্রণে এআই সহকারী

আশুলিয়ার ভূমিকম্প নরসিংদীর আফটারশক : ভূমিকম্প গবেষণা কেন্দ্র 

আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : ইশরাক

নিরাপদ অভিবাসন ও ন্যায্য নিয়োগের জন্য ‘ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম’ উদ্বোধন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ 

১০

ন্যায়ভিত্তিক ও নারীবান্ধব সমাজ গঠনে সবাইকে কাজ করতে হবে : পরিবেশ উপদেষ্টা

১১

শেখ হাসিনার রায় নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

১২

বাংলায় জন্ম, তবু শুদ্ধ উচ্চারণে ব্যর্থ কেন

১৩

ভারতের সঙ্গে যুদ্ধের ঝুঁকি এখনো রয়ে গেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

১৪

নির্বাচন বিলম্ব করতে এখনো ষড়যন্ত্র চলছে : আমীর খসরু

১৫

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতের স্কোয়াড নিয়ে মিলল আভাস

১৬

সময় না থাকলেও পুরুষদের জন্য কেন ব্যায়াম করা জরুরি

১৭

ভারতের বিধ্বস্ত যুদ্ধবিমানের নতুন ছবি-ভিডিও প্রকাশ, জানা গেল কারণ

১৮

যাত্রীবাহী গাড়ি থেকে বিপুল জাটকা জব্দ

১৯

ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু, পুলিশের দাবি ‘শ্বাসকষ্ট’

২০
X