ববি প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০৩:৫৪ এএম
আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৮:২৮ এএম
অনলাইন সংস্করণ

ববি উপাচার্যের ফুলেল শুভেচ্ছা নিয়ে নেতিবাচক উপস্থাপনে শিক্ষক সমিতির প্রতিবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। ছবি : সংগৃহীত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। ছবি : সংগৃহীত

গত ৪ মার্চ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত উপাচার্য হন অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। সাধারণ রেওয়াজ অনুযায়ী বিভিন্ন মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। কিন্তু এই ফুলেল শুভেচ্ছাসহ একটি আলোকচিত্র নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদপত্রে প্রকাশিত নেতিবাচক প্রচারণা করা হয় বলে দাবি বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির। আর এই নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শুক্রবার (১৫ মার্চ) ববির শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী ও সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদ লিপিতে বলা হয়, অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া গত ৪ মার্চ বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদান করেন। ওনার মতো দক্ষ ও যোগ্য ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করায় রাষ্ট্রপতির ও প্রধানমন্ত্রীর প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।

উপাচার্য হিসেবে যোগদানের পর তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সাধারণত নতুন নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো আমাদের সমাজ ও সংস্কৃতির একটি রেওয়াজ। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সব অংশীজনের ফুলেল শুভেচ্ছার সঙ্গে উপাচার্যের একটি আলোকচিত্র নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বেশ কিছু সংবাদপত্রে ব্যাপক আলোচনা-সমালোচনা শিক্ষক সমিতির দৃষ্টিগোচর হয়।

প্রতিবাদ লিপিতে আরও জানানো হয়, নবনিযুক্ত উপাচার্য ২০২২ সালের ১৯ এপ্রিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। পরে ২০২৩ সালের ৮ নভেম্বর উপাচার্যের রুটিন দায়িত্ব প্রাপ্ত হন। নানা সমস্যায় জর্জরিত বিশ্ববিদ্যালয়কে গতিশীল করার জন্য তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সেশনজট কমানো, একাডেমিক ভবন ও হল নির্মাণে প্রচেষ্টা, সৌন্দর্য বর্ধন এবং বিশ্ববিদ্যালয় আলোকিতকরণসহ ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন যৌক্তিক দাবি অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন। বিশ্ববিদ্যালয় পরিবারের সবার মাঝে ইতোমধ্যে তিনি একজন জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।

এ ছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ থাকা অবস্থাতেই তার সততা, দক্ষতা, কর্মস্পৃহা ও গতিশীলতার মাধ্যমে তিনি সব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর মন জয় করতে সক্ষম হয়েছিলেন। তাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে পূর্ণ মেয়াদে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনদের কাছ থেকে তিনি সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শনস্বরূপ ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। যথার্থভাবে এটা তার কর্মেরই স্বীকৃতি। ফুলসহ উপাচার্যের আলোকচিত্র নিয়ে যারা নেতিবাচক মন্তব্য করেছেন তারা প্রকারান্তরে বিশ্ববিদ্যালয়কে হেয় প্রতিপন্ন করার প্রয়াস চালিয়েছেন। বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। একইসঙ্গে বিষয়টি যথার্থভাবে অনুধাবনের আহ্বান জানাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশা চালকের চোখ উপড়ানো মরদেহ উদ্ধার

সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’ মারা গেছেন

বনানীতে ট্রাকের চাপায় পিষ্ট দুই মোটরসাইকেল আরোহী

সীমান্তে ২ বাংলাদেশিকে বিএসএফের গুলি

বজ্রবৃষ্টিতে ১৩ জনের মৃত্যু

কবি নজরুলের স্মৃতিবিজড়িত ২ বাড়ি 

চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ নেতা মুক্তা গ্রেপ্তার

জাল সনদে এমপিও আবেদনে মাদ্রাসাশিক্ষকদের কঠোর নির্দেশনা অধিদপ্তরের

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা থমকে গেল পাঁচ কারণে

অ্যাশেজের টানা কনসার্ট

১০

চবির ব্যাচ-৪২ এর সভাপতি তাহিরা মিশু, সম্পাদক আলীমুল 

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

সড়কজুড়ে গর্ত, সংস্কারে উদ্যোগ নেই কর্তৃপক্ষের

১৩

গণ-অভ্যুত্থানসহ জাতীয় আন্দোলনের অনুপ্রেরণা ছিল কাজী নজরুল : রিজভী

১৪

সৌদি পৌঁছেছেন ৫৯ হাজার ১০১ হজযাত্রী

১৫

পঞ্চগড় থেকে উদ্ধার সেই নীলগাইয়ের মৃত্যু

১৬

গোপনে ভিডিও ধারণ, ছাত্রীকে হল থেকে বের করে দিলেন শিক্ষার্থীরা

১৭

টিভিতে আজকের খেলা

১৮

২৫ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

গাজায় করুণ পরিণতি, ক্ষুধায় মারা যাচ্ছে শিশুরা

২০
X