চবি প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

চবিতে সমাবর্তনের বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত জানালেন নতুন উপাচার্য

চবির উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের। ছবি : কালবেলা
চবির উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানের উদ্যোগ নেবেন নবনিযুক্ত উপাচার্য। এ বছরের ডিসেম্বরের যে কোনো দিন তা অনুষ্ঠিত হতে পারে। বৃহস্পতিবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডিনদের সঙ্গে এক আলোচনা সভায় পঞ্চম সমাবর্তন নিয়ে কথা বলেন নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের। সেখানে এমন সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

সমাবর্তন নিয়ে আলোচনার বিষয়টি নিশ্চিত করে নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘আমরা ডিনস কমিটির সভায় সর্বসম্মতিক্রমে পঞ্চম সমাবর্তন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। ডিনস কমিটির এই সিদ্ধান্ত অ্যাকাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট হয়ে আমরা রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠাব। এরপর রাষ্ট্রপতি যখন বলবেন, তখনই সমাবর্তন অনুষ্ঠিত হবে।’

এ বিষয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান কালবেলাকে জানান, উপাচার্য দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই ডিনদের নিয়ে আলোচনা সভা করেছেন। যার একমাত্র এজেন্ডাই ছিল 'পঞ্চম সমাবর্তন'। ডিনদের সম্মতিতেই এই সমাবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর সম্ভাব্য তারিখ নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই হবে।

সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, দীর্ঘ ৮ বছর ধরে আমাদের বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হচ্ছে না। ডিনস কমিটির সভায় সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা অতি দ্রুত সমাবর্তনের কাজ শুরু করব।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ৫৮ বছরে সমাবর্তন হয়েছে মাত্র চার বার। সর্বশেষ ২০১৬ সালে চতুর্থবারের মতো উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সময় সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়। এর আগে ১৯৯৪ সালে সর্বপ্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এরপর ১৯৯৯ সালে দ্বিতীয়, ২০০৮ সালে অনুষ্ঠিত হয় তৃতীয় সমাবর্তন।

২০১৬ সালে সর্বশেষ সমাবর্তনের পর উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার অন্তত পাঁচবার ঘোষণা দিয়েও সমাবর্তন আয়োজন করতে পারেননি। এমন পরিস্থিতিতে এবার উপাচার্যের দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনেই সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত নেন চবির নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মজনুর জানাজায় কবীর ভূঁইয়া

উচ্চ রক্তচাপ কোনো রোগ নয়, এটি একটি সতর্ক সংকেত

আলোচিত রুবেল হত্যা মামলা / ১৯ বছর পর রায়, ৪ আসামির মৃত্যুদণ্ড

আমিরাতে পালিয়েছেন এসটিসি নেতা আল-জুবাইদি

খালেদা জিয়া কর্মের জন্য অমর হয়ে থাকবেন : দুলু

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা

জীবন বদলে দিতে পারে এমন ৫ অভ্যাস

সাতসকালে বোমা বিস্ফোরণ, প্রাণ গেল একজনের

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

রাজশাহীর ৬ আসনে হলফনামা / ‘ধার ও দানের’ টাকায় নির্বাচন করবেন ৮ প্রার্থী

১০

মানসিক সক্ষমতা ধরে রাখার ৪ কার্যকর অভ্যাস

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

আবারও বিশ্বসেরা আফগানিস্তানের জাফরান

১৩

আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

১৪

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

১৫

শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৭

আকিজ গ্রুপে বড় নিয়োগ

১৮

বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ

১৯

৮ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

২০
X