চবি প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

চবিতে সমাবর্তনের বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত জানালেন নতুন উপাচার্য

চবির উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের। ছবি : কালবেলা
চবির উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানের উদ্যোগ নেবেন নবনিযুক্ত উপাচার্য। এ বছরের ডিসেম্বরের যে কোনো দিন তা অনুষ্ঠিত হতে পারে। বৃহস্পতিবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডিনদের সঙ্গে এক আলোচনা সভায় পঞ্চম সমাবর্তন নিয়ে কথা বলেন নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের। সেখানে এমন সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

সমাবর্তন নিয়ে আলোচনার বিষয়টি নিশ্চিত করে নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘আমরা ডিনস কমিটির সভায় সর্বসম্মতিক্রমে পঞ্চম সমাবর্তন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। ডিনস কমিটির এই সিদ্ধান্ত অ্যাকাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট হয়ে আমরা রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠাব। এরপর রাষ্ট্রপতি যখন বলবেন, তখনই সমাবর্তন অনুষ্ঠিত হবে।’

এ বিষয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান কালবেলাকে জানান, উপাচার্য দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই ডিনদের নিয়ে আলোচনা সভা করেছেন। যার একমাত্র এজেন্ডাই ছিল 'পঞ্চম সমাবর্তন'। ডিনদের সম্মতিতেই এই সমাবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর সম্ভাব্য তারিখ নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই হবে।

সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, দীর্ঘ ৮ বছর ধরে আমাদের বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হচ্ছে না। ডিনস কমিটির সভায় সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা অতি দ্রুত সমাবর্তনের কাজ শুরু করব।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ৫৮ বছরে সমাবর্তন হয়েছে মাত্র চার বার। সর্বশেষ ২০১৬ সালে চতুর্থবারের মতো উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সময় সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়। এর আগে ১৯৯৪ সালে সর্বপ্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এরপর ১৯৯৯ সালে দ্বিতীয়, ২০০৮ সালে অনুষ্ঠিত হয় তৃতীয় সমাবর্তন।

২০১৬ সালে সর্বশেষ সমাবর্তনের পর উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার অন্তত পাঁচবার ঘোষণা দিয়েও সমাবর্তন আয়োজন করতে পারেননি। এমন পরিস্থিতিতে এবার উপাচার্যের দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনেই সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত নেন চবির নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যাকাণ্ডের চার্জশিট নিয়ে ইনকিলাব মঞ্চের প্রতিক্রিয়া

ক্রিকবাজের দাবি / আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি

নতুন যে বার্তা দিলেন ‍মুস্তাফিজ

চমক রেখে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা লঙ্কানদের

২৮ ভরি স্বর্ণ জামায়াত প্রার্থীর, পেয়েছেন বিয়েতে উপহার

বিদেশি পর্যবেক্ষকদের খরচ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা টিআইবির

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের গুঞ্জন নিয়ে যা বলছে অধিদপ্তর

মেশিনেই ফের জকসুর ভোট গণনার সিদ্ধান্ত

চেকপোস্টে ফাঁকি দিয়ে জবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ

আকাশ গো ওটিটির যাত্রা শুরু

১০

আগ্রাসন বিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার

১১

গোয়েন্দা সংস্থাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা অনাকাঙ্ক্ষিত

১২

বিশ্বকাপ খেলা নিয়ে বিসিবির সঙ্গে বৈঠকে বসছে আইসিসি

১৩

তারেক রহমানের নিরাপত্তা টিমে যুক্ত হলেন আরও ৩ জন

১৪

জকসুর ভোট গণনা নিয়ে যা জানাল নির্বাচন কমিশন

১৫

আগ্রাসনবিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার 

১৬

বিশ্বকাপে ভারতে না গেলে আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিবি!

১৭

কৃষক লীগ নেতা আব্দুর রহমান গ্রেপ্তার

১৮

চট্টগ্রামে জামায়াতের কোটিপতি প্রার্থী, সম্পদ কত?

১৯

ঝালকাঠিতে ইনসাফ মঞ্চের যাত্রা শুরু

২০
X