চুয়েট প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৯:০৪ এএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ

চুয়েট বন্ধ ঘোষণা

সিন্ডিকেট সভার সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। ছবি : কালবেলা
সিন্ডিকেট সভার সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। ছবি : কালবেলা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আগামী ৯ মে পর্যন্ত সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের হল ত্যাগের যে নির্দেশনা দেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত ১৩৩তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার বিকেলে একাডেমিক কাউন্সিলের ১৫১তম জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত হয়েছিল। সভা শেষে রেজিস্ট্রার শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে ছাত্রদের এবং শুক্রবার সকাল নয়টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়।

গত সোমবার দুই সহপাঠীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর থেকে বিক্ষোভ করে আসছেন শিক্ষার্থীরা। এর মধ্যেই গতকাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও হল ছাড়ার সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। শিক্ষার্থীরা ক্যাম্পাসের স্বাধীনতা চত্বর ও মূল ফটকে থাকা শাহ আমানত পরিবহনের দুটি বাসে আগুন দেন। পরবর্তীতে রাত সাড়ে ৮টা থেকে প্রায় ১১টা পর্যন্ত আন্দোলনকারী ২০ শিক্ষার্থীর সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আলোচনা শেষে শিক্ষার্থীরা অবরোধ স্থগিত করেন। এতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এরপর হল ছাড়ার বিষয়ে পুনরায় সিদ্ধান্ত নিতে সিন্ডিকেট সভা আহ্বান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ মোহাম্মদ হুমায়ুন কবির জানান, ‘সব ঘটনা পর্যবেক্ষণ করে ৯ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে শিক্ষার্থীরা শান্তিশৃঙ্খলা বজায় রেখে হলে অবস্থান করতে পারবেন। এর ব্যতিক্রম ঘটলে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী সময়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।’

গত সোমবার, ২২ এপ্রিল দুই সহপাঠীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর থেকে বিক্ষোভ করে আসছেন শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েক দফায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কও অবরোধ করে রাখেন। এর মধ্যেই গতকাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও হল ছাড়ার সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ অবস্থায় রাত সাড়ে ৮টা থেকে প্রায় ১১টা পর্যন্ত আন্দোলনকারী ২০ শিক্ষার্থীর সঙ্গে বৈঠক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠক শেষে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যান চলাচল শুরু হয়। এরপর হল ছাড়ার বিষয়ে পুনরায় সিদ্ধান্ত নিতে সিন্ডিকেট সভা আহ্বান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় আগামী ৯মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারল না মিরাজরা

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

১০

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

১১

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

১২

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১৩

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১৪

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১৫

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৬

পর্তুগালসহ যেসব দল আজ নিশ্চিত করতে পারে বিশ্বকাপের টিকিট!

১৭

এক দিনের ব্যবধানে দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৮

সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই : মেয়র ডা. শাহাদাত

১৯

ভুল বুঝিয়ে স্বাক্ষর নেওয়ায় প্রতিবন্ধীর প্রতিবাদ

২০
X