যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

যবিপ্রবিতে শিক্ষার্থীকে ডেকে নিয়ে নির্যাতনের সত্যতা মিলেছে

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসীয়ূর রহমান (শ.ম.র.) হল এ শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। কমিটি গঠনের ৭২ ঘণ্টা শেষে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে।

বিষয়টি তদন্ত কমিটির প্রধান ড. মো. হাফিজ উদ্দিন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনা অস্বীকার করে রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার বলে মন্তব্য করেছিলেন যবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা।

এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ হাফিজ উদ্দিন বলেন, আমরা ৭২ ঘণ্টার ভেতরে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগত কয়েকজনের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য পৃথক পৃথক সুপারিশ করা হয়েছে।

যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, তদন্ত প্রতিবেদনে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় খোলার সঙ্গে সঙ্গেই ডিসিপ্লিনারি কমিটি ও জরুরি রিজেন্ট বোর্ড গঠন করে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৪ জুন রাতে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহরীন রহমান প্রলয়কে (২৪) রাত ২টায় তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শহীদ মসিয়ূর রহমান হলে শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানার (৩০৬ নম্বর) কক্ষে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সভাপতির উপস্থিতিতে রাতভর নির্যাতনের পর ওই শিক্ষার্থীকে গুলি করে হত্যার হুমকি দেন সভাপতি। পরে এ ঘটনা চেপে যেতে গ্রামের বাড়িতে বোমা মারার হুমকি দেওয়া হয়েছে বলে জানান প্রলয়। এ ঘটনায় ছাত্রলীগ সভাপতিসহ আটজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী শিক্ষার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা

এবার কোথায় বসবেন তারা

খাবার প্লেটের সঙ্গে স্বাস্থ্যের কী সম্পর্ক রয়েছে

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

বিপিএল খেলা তারকা ক্রিকেটার প্রথমবার নাম লেখালেন সিপিএলে

তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি দ্রুত করতে সব রাজনৈতিক দলের আবেদন

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

নেতানিয়াহুর ‘দুর্বল’ মন্তব্যের শক্তিশালী জবাব দিল অস্ট্রেলিয়া

এ যেন বক-পানকৌড়ির অভয়ারণ্য

১০

সিপিএলে ব্যাট হাতে সাকিব ব্যর্থ হলেও জয় পেয়েছে দল

১১

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবির প্রতিবাদে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

১২

লুটের ২ শতাংশ পাথরও উদ্ধার হয়নি

১৩

ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে অবস্থান

১৪

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

১৫

যে কারণে লিগস কাপের কোয়ার্টারে ছিলেন না মেসি

১৬

এইচএসসি পাসেই প্রাণ গ্রুপে চাকরি, পদ ৫০

১৭

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশাল সেনাবহর

১৮

কৃষককে কুপিয়ে জখম, আটক ২

১৯

ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস 

২০
X