কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৭:০৪ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বছরে ৩ সেমিস্টার চালাতে একমত সব বেসরকারি বিশ্ববিদ্যালয়

অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিস অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা
অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিস অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা

বছরে তিন সেমিস্টার পদ্ধতি পরিচালনার ব্যাপারে একমত হয়েছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। যেসব বিশ্ববিদ্যালয়ে বর্তমানে দুই সেমিস্টার চলছে, তাদের বাধ্যতামূলক তিন সেমিস্টারে আনতে গঠন করা হবে কারিগরি কমিটি।

অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিস অব বাংলাদেশ (এপিইউবি)-এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার এপিইউবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীর গুলশানের একটি অভিজাত রেস্তোরাঁয় গতকাল রোববার রাতে এক মতবিনিময় সভার আয়োজন করে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শেখ কবির হোসেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আনিস আহমেদ। সভায় সর্বসম্মতিক্রমে বছরে বাধ্যতামূলক তিনটি সেমিস্টার পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও বলা হয়, প্রতিষ্ঠাকালীন সময় থেকে তিন সেমিস্টার পদ্ধতিতে মানসম্মত উচ্চশিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষিত জাতি গঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবদান সর্বজন স্বীকৃত। যে কোনো মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে খাত সংশ্লিষ্ট অংশীজনের সাথে আলোচনা করার রেওয়াজ থাকলেও, কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো উদ্যোগ নেননি। শিক্ষানুরাগী উদ্যোক্তা-প্রতিষ্ঠাতাদের সাথে কোনো প্রকার আলোচনা করেননি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতাদের প্রতিনিধিত্ব না থাকায়, এ খাতের প্রকৃত সমস্যাবলি যেমন তুলে ধরা সম্ভব হয় না, তেমনি আলোচনা ব্যতিরেকে কর্তৃপক্ষের নতুন সিদ্ধান্তসমূহ প্রকৃত পক্ষে নতুন করে জটিলতার সৃষ্টি করছে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিস অব বাংলাদেশের সহসভাপতি অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, অধ্যাপক শফিক সিদ্দীক, যুগ্ম মহাসচিব ইশতিয়াক আবেদীন, কোষাধ্যক্ষ কে বি এম মঈন উদ্দিন চিশতী, কার্যকরী সদস্য পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু প্রমুখ।

এ ছাড়া সভায় নর্থ-সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ইউল্যাব, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ও সদস্যরা তাদের মতামত তুলে ধরেন।

সমিতির সভাপতি শেখ কবির হোসেন বলেন, দুই সেমিস্টার বা তিন সেমিস্টার কোনটি চালাতে চান- এ বিষয়ে সবাইকে একমত হতে হবে। সবাই তিন সেমিস্টার চালানোর পক্ষে মতামত দেন। পরে সর্বসম্মতভাবে বছরে তিন সেমিস্টার চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রসঙ্গত, ২০২০ সালের জানুয়ারিতে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বছরে দুই সেমিস্টার পদ্ধতি চালুর প্রস্তাব দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ৪৫তম বার্ষিক প্রতিবেদনে সরকারের কাছে এ প্রস্তাব দেয় ইউজিসি। এরপর ২০২৩ সালের জানুয়ারি থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে দুই সেমিস্টার পদ্ধতি চালুর কথা ছিল। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মালিকদের সংগঠনের আপত্তির মুখে সে উদ্যোগও বাস্তবায়ন হয়নি।

এ বিষয়ে জানতে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ্র মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। ইউজিসি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় আ.লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

হাইকমিশনারকে তলবের ব্যাখ্যা দিল ভারত

‘সবাই রোনালদোর ব্যাপারে মতামত দেয়, কিন্তু খেলা দেখে না’

ত্বকে বিষফোড়া কাদের বেশি হয়? জেনে নিন সমাধান

মাজারে খিচুড়ি বিতরণ নিয়ে সংঘর্ষ, নিহত ১

অস্কারের দৌড়ে আরও একধাপ এগিয়ে ‘হোমবাউন্ড’

টক শো-সংলাপে ব্যক্তিগত আক্রমণ না করতে ইসির নির্দেশ  

সচিবালয়ের ১৪ কর্মকর্তা-কর্মচারীকে বহিষ্কার

রাবির দ্বাদশ সমাবর্তনে ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ

রাতের আঁধারে ১১৭টি আমগাছের চারা কাটল দুর্বৃত্তরা

১০

নীরবে-নিভৃতে অক্ষয় খান্না

১১

আইপিএল খেলার অনুমতি পাবে কি মুস্তাফিজ, জানাল বিসিবি

১২

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল-ভুয়া নম্বর প্লেট উদ্ধার

১৩

তারেক রহমানকে সংবর্ধনা দিতে বিএনপির কমিটি গঠন

১৪

আহত জিৎ, বন্ধ হলো সিনেমার শুটিং

১৫

ঘুম ভাঙতেই বুকে ব্যথা? সাবধান হোন

১৬

ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

১৭

আইসিএমএবি ও আইসিটি ডিভিশনের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক ডেটা গভর্ন্যান্স সম্মেলন

১৮

ভাতার দাবিতে অর্থ উপদেষ্টা অবরুদ্ধ, বরখাস্ত ১৪ 

১৯

শীতে গুড়ের চা স্বাস্থ্যকর তো!

২০
X