ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ১১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ডিভাইস আসক্তি অধিক হারে বেড়ে গেছে: অধ্যাপক মেহজাবিন

আকশনিস্ট ফাউন্ডেশন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা। ছবি : কালবেলা
আকশনিস্ট ফাউন্ডেশন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা। ছবি : কালবেলা

ডিজিটাল ডিভাইসের প্রতি মানুষের আসক্তি দিন দিন অধিক হারে বৃদ্ধি পাচ্ছে। যে কারণে সমাজে বাড়ছে নানা অসঙ্গতি। তাই এ আসক্তি নিয়ে কথা বলার সময় এসে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. মেহজাবিন হক।

মঙ্গলবার (১৩ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে আকশনিস্ট ফাউন্ডেশন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে ডিভাইস আসক্তি অধিক হারে বেড়ে গেছে। এটি নিয়ে কথা বলার সময় এসেছে। বিশেষ করে করোনা মহামারির পর ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবাই ডিভাইসের প্রতি অতিরিক্ত হারে আসক্ত হয়ে পড়েছে। একজন জুয়াড়িকে যেমন তার জুয়া থেকে সরানো যায় না; তেমনি একজন ডিভাইস আসক্তকে ডিভাইস থেকে সরানো যায় না। এই আসক্তিই ধীরে ধীরে মাদকের দিকে ধাবিত করে। ডিভাইস আসক্তির কারণে বাচ্চাদের সঠিক সামাজিক বিকাশ ব্যাহত হচ্ছে। বাবা-মা ছেলে-মেয়েদের ঠিকমতো সময় দিচ্ছে না এ আসক্তির কারণে। ফলে সম্পর্কের মাঝে দূরত্ব তৈরি হচ্ছে। পিতা-মাতা এবং সন্তানের মাঝে সঠিক সম্পর্কটি গড়ে উঠছে না। এসব কারণেই একজন শিশু মাদকের দিকে যাচ্ছে এবং পর্যায়ক্রমে আত্মহননের পথ বেছে নিচ্ছে।

অধ্যাপক মেহজাবিন বলেন, একজন মানুষ হিসেবে আমাদের যেমন একটা শারীরিক দিক আছে তেমনি একটা মানসিক দিকও আছে। অনেক সময় আমরা ভেঙে যাই, হতাশায় নিমজ্জিত হই। যে কারণে আমাদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে। ফলে বিভিন্ন সময় আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। এ জন্য আমরা যেমন শারীরিক দিক নিয়ে সচেতন থাকি তেমনি মানসিক স্বাস্থ্য নিয়েও সচেতন থাকতে হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আখতার হোসেন বলেন, সাধারণত যারা কৈশোর এবং যৌবনে আছে তাদের মাঝে মাদক আসক্তি এবং আত্মহননের বিষয়টি কাজ করে। ঠিক বয়সের কারণে এটি ঘটে থাকে। আবার এখানে বিভিন্ন দিক সফলতা, পাওয়া না পাওয়া, আবেগসহ ইত্যাদি বিষয় কাজ করে থাকে। এ জন্য অভিভাবকদের অধিক হারে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, তবে বর্তমান সময় বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে আত্মহত্যার পরিমাণ বেড়ে যাচ্ছে। একজন শিক্ষার্থী অনেকটি পর্যায় অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ে আসে; এক্ষেত্রে তাকে এ বিষয়টি উপলব্ধি করা প্রয়োজন। অনেকেই চাকরি না পাওয়া, অর্থনৈতিক সংকটসহ নানা কারণে আত্মহত্যা করে। তবে একটি বিষয় মনে রাখা প্রয়োজন এখন চাকরির বাজারে অনেক প্রতিযোগিতা; তাই নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে হবে। চাকরির পাশাপাশি অন্যদিকেও মনোযোগ দিতে হবে।

এ ছাড়াও আলেচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান মাসুদ খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১০

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১১

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১২

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৩

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৪

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৫

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৬

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৭

বিজয় থালাপতি এখন বিপাকে

১৮

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৯

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

২০
X