জবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ
সোহরাওয়ার্দী কলেজে ভাংচুর

প্রশাসনিক কাগজপত্র ফিরিয়ে দিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম শিক্ষার্থীদের

শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে হামলা, ভাঙচুর ও প্রশাসনিক কাগজপত্র ফিরিয়ে দিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় কলেজের প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতির ব্যাখ্যা চেয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (২৪ নভেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে এসব বলেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী লিখন ইসলাম। তিনি বলেন, সোহরাওয়ার্দী কলেজে ১ম ও ৪র্থ বর্ষের পরীক্ষা চলাকালীন বিক্ষোভকারীরা হামলা করেন। এ সময় তারা পরীক্ষার্থীদের ডকুমেন্টস ও ফাইল ছিঁড়ে এবং পুড়িয়ে ফেলে।

তিনি বলেন, আজকের হামলা, ভাঙচুর ও লুটে ১০ কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে। এই ক্ষতিপূরণ তাদের দিতে হবে।

তিনি আরও বলেন, অভিজিতের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ সোহরাওয়ার্দী কলেজে যে ধ্বংসযজ্ঞ চলানো হয়েছে তারা আজ রাত ১০টার মধ্যে তার সুষ্ঠু সমাধান চান। এ সময় মাহাবুর রহমান মোল্লা কলেজসহ বাকি কলেজের প্রিন্সিপাল এবং সোহরাওয়ার্দী কলেজের প্রিন্সিপাল, অফিসার্স কাউন্সিলকে সমাধানের রোডম্যাপ দিতে হবে। যদি আজ রাতের মধ্যে কোনো সমাধান না দিতে পারেন তাহলে আগামীকাল সকাল ১০টায় বিক্ষোভ কর্মসূচি হবে।

এ ছাড়া তিনি বলেন, সমাধানের বৈঠকে প্রিন্সিপালসহ ৬ শিক্ষক, সোহরাওয়ার্দী কলেজের ৫ শিক্ষার্থী প্রতিনিধি এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থী প্রতিনিধি রাখতে হবে। মাহাবুর রহমান মোল্লা কলেজসহ ১৯টি কলেজ ইউনাইটেড কলেজ অব বাংলাদেশ (ইউসিবি) সংগঠনের নেতৃত্বে হামলা চালিয়েছে। এ সংগঠনের নেপথ্যে কারা তার তদন্ত করতে হবে।

এ সময় একই কলেজের শিক্ষার্থী ফাহিম শাহরিয়ার বলেন, সাত কলেজের বাকি পাঁচটি কলেজও আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছে। আমাদের পরবর্তী কর্মসূচিতে তারা থাকবে।

তিনি বলেন, যারা আজ এই বর্বরোচিত হামলা, ভাঙচুর ও লুট করল তারা কখনো ছাত্র হতে পারে না। তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং স্থায়ী বহিষ্কার চাই।

কবি নজরুল কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, কবি নজরুল কলেজের যাদের পরীক্ষা সোহরাওয়ার্দীতে ছিল অনেকেই আহত হয়েছেন। যারা ইউসিবির ইন্ধনে হামলা চালিয়েছে এবং এই সংগঠনের নেপথ্যে আছে তাদের খুঁজে বের করতে হবে। আজ যে ক্ষতি তারা করেছে, এর দায়ভার কারা নিবে? এই ক্ষতিপূরণগুলো কবে নিশ্চিত করবে সেটা আাগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন, দেশের সরকার ও উপদেষ্টারা যদি নিশ্চিত না করেন তাহলে অন্য কলেজ না এলেও কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কঠোর কর্মসূচিতে যাবে।

উল্লেখ্য, এর আগে ডা. মাহাবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের (১৮) মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল ঘেরাও করে শিক্ষার্থীরা। রোববার দুপুর আড়াইটা নাগাদ সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ন্যাশনাল মেডিকেল কলেজ ঘেরাও করতে আসা শিক্ষার্থীদের সংঘর্ষের একপর্যায়ে এ ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেড ইন ইউএসএ’ লেখা অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী আটক 

চুয়াডাঙ্গায় ভুট্টা ক্ষেতে পড়ে ছিল অজ্ঞাত মরদেহ 

দ্বিতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম

ক্যারিয়ারের যে সময়টাতে সবকিছু শেষ করে দিতে চেয়েছিলেন মেসি

নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড ইস্যুতে যে তথ্য জানাল ইসি

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্কের বিলে ট্রাম্পের সম্মতি, কারণ কী

বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও নির্বাচনে প্রভাব ফেলবে না : সালাহউদ্দিন

১৪ বছরের কিশোরীর অবিশ্বাস্য বিশ্বরেকর্ড

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ / ‘প্রয়োজনে জীবন দেব, তবু আমেরিকার কলোনি হবো না’

স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

১০

লাশ পোড়ানো ও মিছিলে নেতৃত্বদানকারী সেই যুবক গ্রেপ্তার

১১

সাংবাদিক নঈম নিজামের মা ফাতেমা বেগম আর নেই

১২

৩ দিনে যত টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

১৩

ইসরায়েলে আগাম হামলার হুমকি ইরানের

১৪

বিশ্বকাপের লক্ষ্যেই সান্তোসে চুক্তি বাড়ালেন নেইমার

১৫

কালীগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নির্বাচনী কর্মশালা

১৬

স্বেচ্ছাসেবক দল নেতার হত্যাকাণ্ডে মামলা

১৭

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যেতে কাদের, কত জামানত লাগবে

১৮

১৪তম বর্ষে পদার্পণে টিকিটে বড় ছাড় দিল নভোএয়ার

১৯

শৈত্যপ্রবাহ আর কয়দিন থাকবে জানালেন আবহাওয়াবিদ

২০
X