জবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ
সোহরাওয়ার্দী কলেজে ভাংচুর

প্রশাসনিক কাগজপত্র ফিরিয়ে দিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম শিক্ষার্থীদের

শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে হামলা, ভাঙচুর ও প্রশাসনিক কাগজপত্র ফিরিয়ে দিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় কলেজের প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতির ব্যাখ্যা চেয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (২৪ নভেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে এসব বলেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী লিখন ইসলাম। তিনি বলেন, সোহরাওয়ার্দী কলেজে ১ম ও ৪র্থ বর্ষের পরীক্ষা চলাকালীন বিক্ষোভকারীরা হামলা করেন। এ সময় তারা পরীক্ষার্থীদের ডকুমেন্টস ও ফাইল ছিঁড়ে এবং পুড়িয়ে ফেলে।

তিনি বলেন, আজকের হামলা, ভাঙচুর ও লুটে ১০ কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে। এই ক্ষতিপূরণ তাদের দিতে হবে।

তিনি আরও বলেন, অভিজিতের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ সোহরাওয়ার্দী কলেজে যে ধ্বংসযজ্ঞ চলানো হয়েছে তারা আজ রাত ১০টার মধ্যে তার সুষ্ঠু সমাধান চান। এ সময় মাহাবুর রহমান মোল্লা কলেজসহ বাকি কলেজের প্রিন্সিপাল এবং সোহরাওয়ার্দী কলেজের প্রিন্সিপাল, অফিসার্স কাউন্সিলকে সমাধানের রোডম্যাপ দিতে হবে। যদি আজ রাতের মধ্যে কোনো সমাধান না দিতে পারেন তাহলে আগামীকাল সকাল ১০টায় বিক্ষোভ কর্মসূচি হবে।

এ ছাড়া তিনি বলেন, সমাধানের বৈঠকে প্রিন্সিপালসহ ৬ শিক্ষক, সোহরাওয়ার্দী কলেজের ৫ শিক্ষার্থী প্রতিনিধি এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থী প্রতিনিধি রাখতে হবে। মাহাবুর রহমান মোল্লা কলেজসহ ১৯টি কলেজ ইউনাইটেড কলেজ অব বাংলাদেশ (ইউসিবি) সংগঠনের নেতৃত্বে হামলা চালিয়েছে। এ সংগঠনের নেপথ্যে কারা তার তদন্ত করতে হবে।

এ সময় একই কলেজের শিক্ষার্থী ফাহিম শাহরিয়ার বলেন, সাত কলেজের বাকি পাঁচটি কলেজও আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছে। আমাদের পরবর্তী কর্মসূচিতে তারা থাকবে।

তিনি বলেন, যারা আজ এই বর্বরোচিত হামলা, ভাঙচুর ও লুট করল তারা কখনো ছাত্র হতে পারে না। তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং স্থায়ী বহিষ্কার চাই।

কবি নজরুল কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, কবি নজরুল কলেজের যাদের পরীক্ষা সোহরাওয়ার্দীতে ছিল অনেকেই আহত হয়েছেন। যারা ইউসিবির ইন্ধনে হামলা চালিয়েছে এবং এই সংগঠনের নেপথ্যে আছে তাদের খুঁজে বের করতে হবে। আজ যে ক্ষতি তারা করেছে, এর দায়ভার কারা নিবে? এই ক্ষতিপূরণগুলো কবে নিশ্চিত করবে সেটা আাগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন, দেশের সরকার ও উপদেষ্টারা যদি নিশ্চিত না করেন তাহলে অন্য কলেজ না এলেও কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কঠোর কর্মসূচিতে যাবে।

উল্লেখ্য, এর আগে ডা. মাহাবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের (১৮) মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল ঘেরাও করে শিক্ষার্থীরা। রোববার দুপুর আড়াইটা নাগাদ সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ন্যাশনাল মেডিকেল কলেজ ঘেরাও করতে আসা শিক্ষার্থীদের সংঘর্ষের একপর্যায়ে এ ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুম্বাইয়ের জৌলুস যাকে বাঁধতে পারেনি!

দেশের ১৩ কোটিই মানুষই আমার ফ্যান: অপু বিশ্বাস

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

চ্যাম্পিয়নস লিগের নকআউটে যেতে আজ কার কী সমীকরণ

কুরিয়ারে ঢাকায় আসছিল ভারতীয় বিস্ফোরক, অতঃপর...

ভোটের ফল নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ : মার্কিন রাষ্ট্রদূত

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব‍্যবহার করতে দেবে না সৌদি আরব

প্লেব্যাক শিল্পীদের অধিকার আদায়ে যা বললেন ন্যান্সি

অবসরের কারণ জানালেন অরিজিৎ সিং

থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের টানা পাঁচ জয়

১০

ইতালি সরকারের কঠোর সিদ্ধান্ত, কঠিন হচ্ছে প্রবেশ

১১

এনটিআরসিএর ৭ম বিশেষ নিয়োগ সুপারিশের ফল প্রকাশ

১২

গোপালগঞ্জে শ্রমিক নেতা হত্যা : ৫ জনের ফাঁসি, চারজনের আমৃত্যু কারাদণ্ড

১৩

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

১৪

এনআরবি গ্রাহকদের জন্য চার্জ-ফ্রি বিশেষ ডিপোজিট প্রোডাক্ট চালু করল কমিউনিটি ব্যাংক

১৫

রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

১৬

এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

সর্বকালের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম, ভরি কত?

১৮

অরিজিতের গান ছাড়ার সিদ্ধান্তে মুখ খুললেন বোন অমৃতা

১৯

এনটিআরসিএ সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তির ফল প্রকাশ আজ

২০
X