মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২
জাবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০৯:০২ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

জাবির নবীন শিক্ষার্থীদের বৃত্তি দেবে ছাত্রশিবির

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবীন শিক্ষার্থীদের (৫৩ ব্যাচ) জন্য এককালীন শিক্ষাবৃত্তির ঘোষণা করেছে শাখা ছাত্রশিবির।

সোমবার (১৩ জানুয়ারি) শাখা ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে ‘ইসলামি শিক্ষা আন্দোলন ও ছাত্রছাত্রী সমস্যার সমাধান’ কর্মসূচির অংশ হিসেবে এ শিক্ষাবৃত্তির ঘোষণা দেওয়া হয়।

ঘোষণাপত্রে বলা হয়েছে, ‘বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের চতুর্থ দফা ‘ইসলামি শিক্ষা আন্দোলন ও ছাত্রছাত্রী সমস্যার সমাধান’-এর অন্তর্ভুক্ত কর্মসূচি হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের ‘শিক্ষাবৃত্তি ২০২৫’-এর জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।’

আবেদনের নিয়মাবলি ও শর্তের মধ্যে রয়েছে- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী হতে হবে, আবেদনপত্রের সঙ্গে প্রত্যয়নপত্র বা শিক্ষার্থী আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে, অন্য কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে বৃত্তি প্রাপ্ত হলে তিনি এ বৃত্তির জন্য অযোগ্য বলে গণ্য হবেন, পিতামাতার বার্ষিক আয় ২ লাখ ৪০ হাজার টাকার বেশি হলে আবেদনের অযোগ্য হবে এবং অসত্য তথ্যের সন্নিবেশ ও অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

আবেদনের যোগ্যতা হিসেবে- বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি/আলিম/সমমান পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৪.৫০ ও অন্য বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি/আলিম/সমমান পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৪.০০ থাকতে হবে। শিক্ষার্থীকে অবশ্যই আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী হতে হবে।

উপরিউক্ত শর্ত পূরণ ও নিয়মাবলি মেনে আবেদন করলে জাবির ৫৩ ব্যাচের প্রত্যেক মেধাবী শিক্ষার্থী পাবেন এককালীন ৫ হাজার টাকার শিক্ষাবৃত্তি।

আবেদনপত্র জমাদানের সময় ১৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সম্মেলন কক্ষে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।

আবেদনপত্র জমাদানের জন্য শিক্ষার্থীরা ০১৭৯০ ৭৩৪ ৯৪৭ অথবা ০১৮৭৯ ৩০৫ ২৪৭ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

শিক্ষাবৃত্তি সম্পর্কে জাবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চতুর্থ দফার কর্মসূচি হিসেবে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের ‘শিক্ষাবৃত্তি ২০২৫’ প্রদান করতে যাচ্ছি। ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার ক্ষেত্রে বদ্ধপরিকর। এ শিক্ষাবৃত্তি কার্যক্রম নবীন শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং মেধার স্বীকৃতি প্রদানের ক্ষুদ্র একটি প্রয়াস মাত্র। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে ভবিষ্যতেও আমাদের ইতিবাচক কাজের ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত ট্রেনে পপকর্ন বিক্রেতাকে হত্যা

আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, গ্রেপ্তার ২৪

বস্তিবাসীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও স্থায়ী পুনর্বাসনের আশ্বাস আমিনুল হকের

দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: সাকি

তিন মামলায় আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে : ডা. শাহাবুদ্দিন

‘যারা কাসেমীর ফাঁদে পড়েছ, আমার সঙ্গে যোগাযোগ করো’

ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

বৃহত্তর নোয়াখালী নারী সংঘ ইতালির আত্মপ্রকাশ

১০

শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

১১

‘হাসিনার কালো আইন বাতিল করুন, না হয় নিবন্ধন দিন’

১২

বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

আহত শিশুকে নেওয়া হলো হাসপাতালে, সড়কে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত

১৪

বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৫

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের ২ সদস্য বরখাস্ত

১৬

দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

১৭

লাভের আশায় কৃষকের আগাম ফুলকপি চাষ

১৮

বাউল শিল্পীদের মারধরের ঘটনায় মামলা

১৯

না ফেরার দেশে মেসিকে আর্জেন্টিনা দলে আনার মূল কারিগর

২০
X